নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

কোন্ সভ্যতার যুগে আমরা আছি?

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৬

হে ধনতন্ত্রের এহেন সভ্যতার গণতন্ত্র !
তোমাদের কষ্ট হলে জেলখানায় নিয়ে যেও,
তবে মাঝমাঝে এ মানব সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটু ঘুরতে দিও
আমাকে লিখতে দিও, বলতে দিও, তোমাদের লেখা পড়তে দিও
অনুরোধ তোমায়, আমার দোষে আমার ঔরষজাত সন্তানদের কষ্ট না দিয়ে তাদের সুযোগ দিও
ধনীর ঘরে জন্ম নিয়ে আমিও অভাবী হয়ে দারুন মিশেছি অভাবীর সাথে
পড়ালেখা করে চাকরির সুযোগে মিশেছি আমি এ যুগের বড় বড় ব্যাবসায়ীর সাথে
এ পিঠ ওপিঠের যন্ত্রনা আর আনন্দের সাথী আমি।

*আজ এক অবুঝ বাবাহীন শিশু নীজ থেকেই বলল সে আজ বিকালে ব্লেড দিয়ে তার পা কেটে ফেলবে। কাটবে সে কমলাপুরের ছাঁদে । কেন জিগ্যেস করলে বলে সে ল্যাংগাবে আর মানুষ বেশী টাকা দিবে আর বেশী টাকা পেলে সে পেটভরে ভাত খেতে পারবে! এ কষ্টে এ যন্ত্রনায় আমি এ মূহুর্তে দারুন অস্থির । ভুপেনের গান শুনছি প্রভাতী পাখীরা কেন গায়... মৃত্যুর ছায়া জড়িয়ে ধরে.... ! বলুন আমরা কোথায় আছি?? দিলাম শিশু টির সব ছবি ও হৃদয় বিদারক ভিডিও! (দুঃখিত ভিড়িওটা এখানে লোড় হচ্ছে না যা আমার ফেসবুকে আছে)।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সময়টা সভ্য যুগ হতে পারে তবে আমরা সভ্য হতে পারিনি তার নমুনা অসংখ্য, একটি নমুনা আপনি দিলেন মাত্র ।

২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

ইশরে! দুমুঠো ভাতের জন্যে কত সংগ্রাম.....

৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩

চোরাবালি- বলেছেন: হাজার মানুষের খাবার ভাগারে যায়,
অসহায় অনাথ শিশুরা না খেয়ে পরে রয়।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: গাজী ইলিয়াছ ভাই, আপনার সংগ্রামে একাত্মতা প্রকাশ করছি, একদিন আমরাও যোগ দিব। মানবতার জয় হবেই। এগিয়ে যান সর্বোচ্চ সাফল্য কামনা করি।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে অথচ এদের কোনো উন্নতি হয় না।

৬| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪০

মোঃ খুরশীদ আলম বলেছেন: জীবনের পরায়জ ! আসলেই, জীবনের পরাজয়।

৭| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

ক্লে ডল বলেছেন: স্বাধীনতার প্রায় চার যুগ পর এসেও এই দৃশ্য দেখতে হয়। এ আমাদেরই ব্যর্থতা! আমাদেরই দায়!

৮| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: মানবতা শব্দটি আসলে বিলুপ্তির পথে, ভাইজান এগিয়ে যান !আমরাও যেন এমন মহৎ কাজে যোগ দিতে পারি, দোয়া করবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.