নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের আয়ুস্কাল ও নিরাপত্তা ব্যায়?

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

আজ দুঃখজনক হলেও সত্য তথাকথিত বুদ্ধিজীবিদেরও পুলিশ পাহারায় রাখতে হয়! সত্যিকারের বুদ্ধিজীবি এবং মানবতা প্রেমিকের কোন নিরাপত্তার প্রয়োজন আছে বলে মনে করি না। এ বিশ্বের মানুষ এবং মহান আল্লাহরই দায়িত্ব হয়ে যায় তাঁদের নিরাপত্তা দেয়ার।তাঁদের সত্য লিখনী বা সত্য মনের কারনে মানুষই তাঁদের নিরাপত্তা দিবে। অনেক দুঃখজনক হলেও সত্য তাঁদের লিখনী আর মনোভাব সমাজে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বলেই তাঁদের এ দূর্গতি সরকারেরও এত ব্যায়। মাননীয় সরকার একবার ভাবুন চিন্তা করুন কেন এমন হচ্ছে? কাদের? জনগনের টাকায় নিরাপত্তা দিচ্ছেন? কই ধর্ম তো সামগ্রিক! কোন ধর্মই তো বিভেদ সৃষ্টির কথা বলেনি? তাঁরা কেন এরকম এক পেষে মানুষের মনে আঘাত দিয়ে বলেন? কেন সমীহ হয়ে বলেন না? এ বিশ্বের নিরাপত্তা ব্যায় যতই বাড়বে ততই মনে করবেন এ বিশ্ব মহাশংকা বা ধ্বংসের দিকে দ্রুত গতিতে যাচছে! এ বিজ্ঞান একদিন এ প্রকৃতির কাছে অসহায় হয়ে যাবে? তখন বুঝলেও আর সময় থাকবে না। তাই বলছি, হে বিশ্ব মরনাস্ত্র আর নিরাপত্তা নিয়ে চিন্তা না করে সে ব্যায় কমিয়ে মানবতার যন্ত্রনা নিরসনে ধাবিত হউন তাহলেই এ প্রকৃতির সহয়তা পাবেন এ বিশ্বেরও আয়ুস্কাল বাড়বে।ঊনাদের নিরাপত্তা দিতে হলে জেলখানায় রাখুন! সরকারি খরচ জনগনের টাকা তাঁদের পিছনে ব্যায় করা মহা অযৌক্তিক! এ বিশ্বের নিরাপত্তা ব্যায় নিয়ে আমি অতীতেও একটি আর্টিকেল লিখেছিলাম । মনেরাখবেন নিরাপত্তা ব্যায় শূন্য করতে পারলেই এ পৃথিবীর আয়ু আগের জায়গা থেকে আবার শুরু হবে। নতুবা কখনো নয়? এ বিষয়ে আমি ওপেন বিতর্ক করতে প্রস্তুত! আসুন বলুন আপনার যুক্তি কি একবার শুনি! শ্রদ্ধা ভাজন স্যার জাফর ইকবাল স্যারের কাছ থেকেই এ বিষয়ে শুনতে চাই! কারন তিনি আর আমার শ্বসুর একই বিল্ডিং এ থাকেন। প্রায়ই দেখি সীমাহীন পুলিশ পাহারা? স্যার দয়াপূর্বক বলবেন কি কেন এমন হচ্ছে? কেন আপনাদের এ দূর্গতি! তবে পরবর্তী বার শ্বশুরবাড়ি গেলে আপনার বাসায়ও বেড়াতে যাব! খুব জানার ইচছা! তবে এটুকু দৃঢতার সহিত বলতে পারি সত্য মানব যন্ত্রণা অনুধাবন এবং তা নিরসন করতে আপনারা ব্যার্থ! আপনারা তো এ সকল যন্ত্রণাক্লিষ্ট মানুষদের কাছেই ভিড়েন না সত্য মায়া বা অনুভূতি সৃষ্টি হবে কি করে?? দয়াপূর্বক। ভাল থাকুন। লেখার স্পৃহা তাড়না আজ ব্যায়াম না করিয়ে লিখতে বসিয়ে দিল। অনেকের মত চিন্তা জমা রেখে লিখতে পারি না। মন ছটফট করতে থাকে যতক্ষন না লিখি! আমারও মনেহয় সত্য আবেগের সময় লিখলে লেখাটি ভাল হয়। ধন্যবাদ! অফিস আছে....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১২

মোঃ খুরশীদ আলম বলেছেন: ব্যায়াম করা ফিটনেস ম্যান, ভাল লাগল আপনার লেখা। আপনার মত আমিও উদ্বিগ্ন, হাজার সমস্যা আমাদের, তার মধ্যে গুরুত্বপূর্ণটা আপনার লেখায় উঠে এলো ।

২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

ফেনা বলেছেন: বলষ্টতার সাথে দারুন সত্য বলছেন।

৩| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

তারেক ফাহিম বলেছেন: চমৎকার লিখলেন।

আবেগের সময় লিখা অনেক ভালো হয়।

হাজারো সমস্যা মাঝেও বেঁচে থাকার চেষ্টা।

৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: জীবনের সর্বোচ্চ সুখ হলো বিশ্বাস করা যে আমরা ভালোবেসে গেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.