নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

সৎ নিয়ত ও মহান আল্লাহ্ র মহাআশ্চর্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

সত্য, সৎ নিয়ত এবং মানুষের মংগল করার চিন্তাতে মহান আল্লাহ যে, কিভাবে হেল্প করে তা আপনার ধারনারও বাইরে! বন্ধুগন, মহাআশ্চর্য কে খুঁজতে হবে না তা সর্বক্ষন আপনার মনের নিয়তের সাথেই থাকে! সে শুধু আপনার নিয়তের দিকে তাকিয়ে থাকে। মহান আল্লাহর প্রদত্ত এ স্বাদ যে একবার পেয়েছে সে মানুষের মংগল করার জন্য মজনু হয়ে যাবে। আমার এ জীবন যেন প্রতিনিয়ত মহাআশ্চর্যের সাথে মহা একশান্তির সাথে খেলছে। জানিনা মহান আল্লাহর এ নিয়ামত কতদিন আমার সাথে এভাবে থাকবে। তবে এটুকু বলতে পারি অহংকার পতনের মূল।আল্লাহর কাছে মাথা নুইয়ে সবসময়ই প্রার্থনা করি যেন এক চুল পরিমানও অহংকারী মানুষের মাঝে আমাকে না করে।আমার প্রিয় মা সবসময়ই এ কথাটি বলতেন। অাজ থেকে একত্রিশ বছর আগে যখন একাকী ঢাকায় আসতাম বাড়ী থেকে বিদায় দেয়ার সময় মা মাথায় হাত বুলিয়ে বলতেন " বাবা কেউ যদি তোমাকে মন্দ বলেও তার সাথে তর্কে যেও না ছোটো হয়ে চলে আসিও"! মা ভয় পেতেন তাঁর ছেলের যদি কিছু হয়! সত্যি মা তুমি অসাধারণ! একমাত্র তুমিই নিঃস্বার্থ ভালবাসতে। আজ তোমার মত সে রকম কাউকে পাই না। তবে হ্যাঁ, তুমি চলে যাওয়ার(১২ ই নভেম্বর, ২০১০ সাল) পর থেকে এ মহান তোমার ছেলেকে হাজার হাজার অসহায় এতিম মাসুম শিশুদের সাথে মিশিয়েছেন। সেই শিশুরা যেমন ফুল আমিও তাদের সাথে দৈনিক মিশে মিশে ফুলের সৌরভের মধ্যেই দিন কাটাচ্ছি। অনেক অনেক সুঘ্রান আমি সেখানে পাই। অনেক অনেক শোকরিয়া আলহামদুলিল্লাহ তোমার ছেলে অনেক ভাল আছে। তুমিও ভাল থেকো সেই দোয়া সবসময়ই করি। আল্লাহ হাফেজ!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: মায়ের তুলনা হয়। চার পাঁচ জন ভাই ভোন থাকলে এবং
ছেলে/মেয়ের যখন বিয়ে করে তখন কিন্তু মায়ের ভালোবাসা বেশ কম হয়।

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আপনার প্রতি আপনার মায়ের স্বচ্ছ পবিত্র দোয়া আছে।
মা খুশি থাকলে আল্লাহও খূশি থাকেন।
কাজেই আললাহ আপনার মঙ্গল করবেন।

৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার প্রতি আপনার মা'র দোআ আছে আপনি কখনই পরাজিত হবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.