নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মর্মস্পর্শী ছবি আঁকতে জানিনা তবে তুলতে জানি।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

বন্ধু গন আমি শিল্পী জয়নুল আবেদীন বা কামরুল হাসান নই মর্মস্পর্শী ছবি আঁকতে জানিনা তবে মর্মস্পর্শী ছবি তুলতে জানি! ছবিগুলো তুলেছিলাম হাজী ক্যাম্প রোড়,ঢাকার ফুটপাত গতকাল রাত ১১.০০ টায় এবং আজ সকাল ৬.০০ টায়! গতরাতে এ ছবিগুলো তুলে বাসায় গিয়ে বারবার দেখেছি আর প্রিয় "মা" কে নিয়ে ভেবেছি অনেক রাত হলেও মা কে স্মরণ করে একটি লিখা লিখেছিলাম। চোখের পানি ছলছল করছিল! লিখেছিলাম মা তুমি আমার জন্য একবারে শর্তহীন ছিলে এখনো কাউকে খুঁজে পাইনি। মা কেন তোমার কথা মনে পড়লে বা মনে করলে দুচোখ বেয়ে এভাবে পানি আসে। কেন মা? এ জন্যই কি? মা এখনো অনেক মানুষের ভিড়ে ট্রেনে দাড়িয়ে লিখছি এখনো আসছে...! শিল্পী লতা ম্যাডামের গান শুনছি।আমি দেখেছি তারা মানুষের অশান্ত মনের আবেগকে বুঝ দিয়ে দারুনভাবে শান্ত করে! শান্ত আর জাগরন যেন শিল্পীরই কাজ। সত্যি মা তুমি অসাধারণ ছিলে ছোট বেলায় নবাব বাবাকে হারালেও তুমি আমাকে দারুন ভাবে বুকে আঁকড়ে ধরে রেখেছিলে বাবা মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ২৭ বছর! গতকাল রাতে এ ছবি দেখে থমকে অনেক্ষন দাঁড়িয়েছিলাম! মনের বিরুদ্ধেই আজ চলতে হয়! বড় দুঃখ আজ ! গভীর রাতের কিছু এবাদত করে কোনরকম ঘুমিয়ে ফজর নামাজ পড়ে আবারও এই ছবিকে খুঁজতে এসেছিলাম! পেয়েছি এবার( সকাল ৬.০০টা) একেবারে হাজী ক্যাম্পের গেইটের নিকটে! জনাব, জাফর ইকবাল স্যার কিছু বলবেন কি? এ কোন সমাজ? এ কোন সভ্যতা? এ কোন ধর্ম? ধর্ম নয় আমরাই লোভ কাতারু হিংস্র হয়েগেছি নয় কি? মানণীয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আপনার জবাব কি? আমার অনেক প্রিয় নেত্রী জননেত্রী জাতির জনকের কণ্যা তিনি তো এরকম নন? তিনি তো অনেক মায়াবী! তিনি তো শিশু দেখলে ঝাপিয়ে পড়ে ! ইয়েস! আজ এ ছবিগুলোসহ এ লেখা আমি ঊনাকে দিব!তিনিই কি সব দেখবেন? তাহলে আপনার কি প্রয়োজন? কেন আপনারা এ রকম? না পারলে দায়িত্ব ছাডুন! দয়াপূর্বক!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো এত গরীব কেন?
আল্লাহ সুবাহানুতায়ালা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন ৷ তিনি কিছু মানুষকে সম্পদ দেন ৷

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি হতদরিদ্রদের নিয়ে লিখেন, তেমন কেহ পড়ে না; আপনার লেখার শুরুটা থাকে বিরক্তিকর; বদলাতে পারেন কিনা দেখেন।

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মমৃস্পর্শী হলেও এগুলো দেখে দেখে নাগরীক মন আজ বড় শক্ত হয়ে গেছে আমাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.