নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

কিছু চিন্তা চেতনা!

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

০১.অভূক্ত মানুষ খাওয়ার সময় বা খাওয়ার পর পর যে আনন্দ চোখে মুখে ছড়ায় তা পৃথিবীর শ্রেষ্ঠ এক জিনিস!আমার শুধু তা উপভোগ করতে ইচ্ছা করে।

০২.পৃথিবী যে ধ্বংসের দিকে যাচ্ছে তার নমুনা হল মানুষের হিংস্রতার প্রবৃদ্ধির হার দ্রুত গতিতে এগিয়ে যাওয়া।

০৩.সড়ক পথেও যদি আমরা সকলে আকাশ পথের ন্যায় একসাথে চলার চিন্তা করতাম তাহলে ঢাকা শহরের যানজট কিছুটা হলেও হ্রাস পেত!

০৪.যে সত্য তার হাসিই সুন্দর হয়! যেমন শিশুর হাসি! ঠিক তেমনি আপনি নির্মল বা সত্য কিনা তা আপনার হাসিই বলে দিবে!

০৫.তোষামোদ করে বা পা ধরে বেশি দিন চলা যায় না। অহংকারীর মত তোষামোদ কারীর পতনও অনিবার্য!

০৬.অযৌক্তিকভাবে মানুষ বা যে কোন প্রাণীর রুহ্ কে কষ্ট দিলে প্রকৃতি ক্ষুব্ধ হয়! আর যে কোন শিশুর রুহ্কে কষ্ট দেয়ার কোন সুযোগই নেই!

০৭.মহান আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার কাজ দিয়ে মানুষ কে শিক্ষা দেন।

০৮.মামলাবৃদ্ধি ও জটিলতার জন্য অর্থশালী, আইনবিদ গন, পেশিশক্তি এবং সমাজে দক্ষ শালিশকারকের অভাবের কারণই মূলতঃ দায়ী!

০৯.এ পৃথিবীর কোন শিশুর কখনো কোনরকম অবজ্ঞা যেন না হয়, সেদিকে আমরা সকলে যেন খেয়াল রাখি!

১০.ঘুম বেশী লাগে না! কিন্তু সুখ লাগে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

Shuvangkar Chakraborty বলেছেন: অসাধারন।

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

রাকু হাসান বলেছেন: ১,৪,৭ নাম্বার বেশি ভাল লেগেছে । খুব ভাল বলেছেন ।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ২ নম্বরটার বৃদ্ধির হার খুব বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.