নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

আবেগ!

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

আবেগ সে আমাকে থমকে দাঁড়াতে বলে
সে আমাকে লিখতে বলে
দু চোখ দিয়ে যা দেখে সে
তাই ই লিখতে বলে।
অাবেগ সে সত্য বলার বা লিখার পক্ষে
ধাক্কা দিয়ে সে লিখতে বলে
সত্য আবেগের সত্য পরিস্ফুটন
সে স্রষ্টার দেয়া অদৃশ্য এক উপাদান।
আবেগ আমি আপনার মা এর কথা বলে
আবেগ সে দেশপ্রেমের কথা বলে
সে আমকে আপনাকে যুদ্ধে যেতে বলে
সে গভীর রাতেও ঘুম ভাঙ্গিয়ে লিখতে বলে।
এ প্রকৃতি আর আবেগ যেন সহযাত্রী
প্রকৃতির রুপ আর এ আবেগ যেন চিরস্থায়ী
এ প্রকৃতির ধ্বংস যেদিন
আবেগেরও ধ্বংস সেদিন।
সত্য আবেগেরই দারুন রুপ হল সত্য মায়া
আর আবেগেরই প্রতিফলন হল আপনার ছায়া
আবেগহীন এ পৃথিবী যেন বড় এক শূন্য
সত্য আবেগের সত্যরুপই হল আমাদের পূর্ণ।
আজ তা কি আমরা দেখি?
আবেগ যেন আজ মিথ্যা আর স্বার্থ দ্বারা তাড়িত
আমাদের ভুলে আবেগ হয়েছে আজ বড় কলুষিত!
সত্য আবেগের হয় সত্যফলন, যা বড় মধুর
সে মধুর হয়েছে আজ, আমদের হতে বহুদূর।
কেন এমন হয়েছে?
তবে এটিও সত্য আবেগের কাছে আবেগেরও পরাজয় ঘটে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

মাহমুদুর রহমান বলেছেন: আবেগহীন মানুষ জড় বস্তুর নামান্তর।তবে অতিরিক্ত আবেগও ভালো নয়।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: আবেগ আছে বলে আপনি কবিতা লিখতে পারলেন!

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আবেগ লেখাটি আবেগে পরিপূর্ণ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: আবেগ কে কন্টোল এ রাখতে হয়।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২০

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইজান।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইজান।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.