নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মানুষ না অমানুষ?

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

আমি ভীতু তোমার হিংস্রতায়

আমি শংকিত তোমার লালসায়

আমি পিড়ীত তোমার থাবায়

আমি দ্বিধান্বিত তোমার ইচ্ছায়

আমি ক্ষুদ্ধ তোমার এ লোলুপ চাহিদায়

তুমি কি হৃদয়হীন

তুমি কি শকুন

তুমি কি নির্লজ্জ

এ তোমার কেমন সহ্য?

কিভাবে বলি তুমি আমি দুজনেই মানুষ?

আমি যা লোমহর্ষক বলি তা তোমার নিকট সুখকর

আমি যা সত্য ভাবি তোমার নিকট তা হাস্যকর

অামার যা অসহ্য তা তোমার নিকট বেশ সহ্য

তাই ভাবি, আমি তুমি দুজনেই কি আসলে মানুষ?

যে মানুষ অসহায় শিশুর কষ্ট দেখেও হেসে চলে

যে মানুষ শিশুর কবরে লাথি মেরে গাড়ীতে চড়ে

সে কি মানুষ না অমানুষ?

আজ আমি চিন্তিত

আজ আমি শংকিত

আজ আমি লজ্জিত

আজ আমি সত্যিই দ্বিধান্বিত!

তুমি কি আসলেই মানুষ?

তাই বলছি, মানুষ হলে এমন বিভেদ কেন?

কেন?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

আতিকুর রহমান ফরায়েজী বলেছেন: বিষয়বস্তুটা সুন্দর ছিল

২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: আপনি যা যা বলেছেন মানুষ তাই।

++++

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

আহা মানুষ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

জাহিদ হাসান বলেছেন: ++++ দিতে ভুললাম না কবি ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.