নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

যা আমি মনেকরি!

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

১।মানুষ এর মধ্যে চুরি আর অপব্যয় করার মনোভাব সৃষ্টির জন্য মানুষ ই দায়ী!

২।সমাজের স্বচ্ছল মানুষদের এ সংস্কৃতি এ মনকে যেদিন সত্যিকারের মানব যন্ত্রনা নিরসনমুখী করতে পারব সে দিন মনে হবে কিছু করেছি।

৩।আজ যে যতবড় ধনী এবং অসহায় দের না দেখে যত বেশী সম্পদ জমিয়ে রাখে আর অপব্যয় করে সে এ পৃথিবীর তত বড় শত্রু!

৪।এক সত্যের সাথে অন্য সত্যের সাথে মিলন যেন মহান আল্লাহই করেন! এত দারুনভাবে করেন আপনি অবাক হয়ে যাবেন! যেন মহা আশ্চর্য!

৫।আপনার বড় শত্রু আপনার বড় উপকারই করে যদি আপনি সত্য,ন্যায়, সততা ও সৎ নিয়তে থাকেন। মনে রাখবেন, মহান আল্লাহ সুবিচারই করেন!

৬।মানুষের মনের সাথে প্রকৃতির আচরণ মিলে যাওয়া বিরাট এক বিষয়!

৭।এ পৃথিবীর আয়ু ও মানুষের আয়ু কমে যাওয়ার জন্য এ মানুষ সকলই দায়ী!

৮।সত্য আবেগের ঘনিষ্ট বন্ধু হল সত্য প্রেম ও সত্য লিখা! আবেগের সাথে লেখকের লিখার মিলন হলো দারুন এক বাসর!

৯।শয়তান আমি আপনার তীর্থযাত্রায়ও পিছু ছাড়ে না! সে নীজে অনেক শক্তিধর। তাকে পরাস্ত করতে হলে আমাদেরকেও অনেক কঠিন হতে হবে।

১০।নাস্তিকরা প্রকৃতি ও প্রাণীর সম্পর্ককে ধরতে যেমন অসমর্থ ঠিক তেমনিভাবে মানবতার ফলপ্রদতাকেও তারা ধরতে পারেনি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মাহবুবুল আজাদ বলেছেন: কথাগুলো খাঁটি এবং চিরন্তন সত্য।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিজন রয় বলেছেন: +++++

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বিজন রয় বলেছেন: মানুষ যেমন কাজী, তেমন পাঁজী।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.