নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী ও আমরা!

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

শুরু করলাম পথে থাকা মানুষদের কম্বল বিতরণ! আমার প্রতিদিনের কাজ দেখে আশি উর্ধ্ব বয়সের একজন অবসরপ্রাপ্ত ডাঃ ( অধ্যাপক) আঙ্কেল আমাকে গতকাল ফোন করে বললেন তিনি কিছু কম্বল কিনেছেন সেগুলো যেন নিয়ে এসে পথে থাকা শিশু এবং মানুষদের বিতরণ করি। আজ ঠিক তাই করছি! আন্কেল এবং আন্টি দুজনেই অবসর প্রাপ্ত প্রফেসর ( ডাঃ) তৎকালীন পিজির বিভাগীয় প্রধান ছিলেন । মা বাবার বয়সী উনাদের সাথে মাঝে মাঝে গল্প করে খুব মজা পাই। ঊনাদের একমাত্র ছেলে ইউ এস এ তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। বয়স্ক উনাদের যে জীবন পর্যবেক্ষণ করছি তখন মনেহয় ছেলে মেয়ে বেশী থাকাই ভাল আপনি কতটুকু মানবিক ঠিক তার সাথেই ১০০% নির্ভরতা হলো শান্তি আর সুখের। এ বিষয়টা আমি অনেকভাবে গবেষণা করে দেখেছি। আপনার মানবিক মনের সাথে এ প্রকৃতিও ওতপ্রোতভাবে জড়িত। আপনি আপনার বানানো জৌলুশ সৌরম্যেও সত্য সুখ ও শান্তির দেখা পাবেন না যদি আপনি আপনার জমিয়ে রাখা অর্থ দিয়ে অসহায় কে সহয়তা না দেন। মানুষের অসহায়ত্ব মন সারাক্ষণ সক্ষম ধনবান মানুষের সহয়তার জন্য কাঁদে। তাঁদের যন্ত্রনাকর মনের কান্না ও কষ্ট এবং আপনার সক্ষমতার কি রকম ব্যয় করছেন সে রিপোর্ট বিবেচনা করেই মহান বিচার করেন বলে দৃঢভাবে বিশ্বাস করি। ইহাতেই নির্ভর করছে আপনি দুনিয়া এবং আখেরাতে কতটুকু সুখে শান্তিতে থাকবেন। আমি দুনিয়ার শন্তি আর অশান্তিকে গবেষণা করার চেষ্টা করি। মানুষের শান্তি সুখ এবং অশান্তি এ যেন প্রকৃতির অ্যাকশন আর রি অ্যাকশন! মানুষের শান্তি সুখ মানুষের হাতেই নির্ভর করে বলে মনেকরি। মানুষের অশান্তি আর প্রকৃতির বিক্ষুদ্ধ আচরণ এক সূত্রেই গ্রথিত। মানুষের অশান্তির প্রবৃদ্ধিই বলে দিবে এ পৃথিবী কত দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হবে? এ পৃথিবীর আয়ুস্কালও নির্ভর করছে আপনি আমি কতটুকু মানবিক উদার মনে চলছি। মানুষ ও প্রাণীর বর্তমান শান্তি অশান্তি এবং ভবিষ্যত মংগল ও অমংগলের সুদূরপ্রসারী কি পরিকল্পনায় আমরা হারিয়ে যাব তার উপরই মূলতঃ নির্ভর করছে এ পৃথিবী আর কত দিন ঠিকে থাকবে?? একটাই বলব মানবিক হউন, মানবিক ভাল কাজ করুন যদি সুন্দর এ ধরণী কে ভালবাসেন, ভাল রাখতে চান এবং তার বয়স বাড়াতে চান!

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

হাবিব বলেছেন: এটাই জীবন

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

তারেক ফাহিম বলেছেন: সর্বদা মানবতার জয় কামনা করি।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন :)

মানবের সেবা চলুক চিরন্তন
মানব মাঝেই আছে প্রভু নিরঞ্জন :)

++++++++++

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মনবতার জয় হোক।
+++++++++

৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভকামনা আপনার জন্য।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো এত গরীব ক্যান?

৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

জগতারন বলেছেন:
মানুষের অসহায়ত্ব মন সারাক্ষণ সক্ষম ধনবান মানুষের সহয়তার জন্য কাঁদে।
তাঁদের যন্ত্রনাকর মনের কান্না ও কষ্ট এবং আপনার সক্ষমতার কি রকম ব্যয় করছেন
সে রিপোর্ট বিবেচনা করেই মহান বিচার করেন বলে দৃঢভাবে বিশ্বাস করি।


সুন্দর পোষ্ট !
এ পোষ্টের প্রত্যেক কথাই ভাল লাগলো।
লাইক দিলাম প্রিয়তে রাখলাম।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

শেখ মফিজ বলেছেন: প্রতি বছর পথের মানুষগুলোকে বিভিন্ন জন/প্রতিষ্ঠান
কম্বল দিয়ে থাকে ।
পরের বছর আর তাদের কাছে সেই কম্বল থাকে না ,
তারা কি তা অযত্নে নষ্ট করে না কি বিক্রি করে ?
এ সবের সাথে বাচ্চাটার খাওয়ার সম্পর্ক কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.