নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

দোয়া কবুল, মানবতা ও মহান আল্লাহ্!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

মানুষের বা এতিম অসহায় শিশুদের মানবেতর করুন জীবনের পাশে আপনার আমার দোয়া কতটুকু কবুল করবেন তা একমাত্র মহান আল্লাহ তিনিই ভালো জানেন! আমি দোয়া কবুলের জন্য মানবিক তাবলীগকেই আসল এবাদতের শীর্ষতম ধাপ মনেকরি। আমার বাস্তবিক গবেষণায় মানবিক তাবলীগে আমি মহান আল্লাহ ,প্রকৃতি ও প্রাপ্তির মধ্যে দারুণ এক যোগসূত্রের খোঁজ পেয়েছি। ধর্মকে আমি মানবতার মধ্যে যেভাবে পেয়েছি এবাদতে তুলনামূলক কমই পেয়েছি। আমার কাছে মনেহয় আমরা বাস্তবতা দারুণ বুঝার পরও তা এড়িয়ে চলছি প্রতিনিয়ত। আমি মাননীয় হুজুরগনের নিকট বিনয়ের সহিত প্রশ্নরাখি কোন সক্ষম লোকদের দোয়া বা এবাদত কি কবুল হবেন যদি তিনি তাঁর পাশের মানবিক করুন অবস্থাকে এড়িয়ে শুধু এবাদতেই নিবিষ্ট হন? আমি মানবতা, প্রকৃতির আচরণ ও আমার প্রাপ্তিকে গবেষণা করে যা দারুণভাবে ধরতে পেরেছি তা হলো মানবিক সাহায্য করে কবুলের প্রাপ্তিকে যেভাবে অনুভব করা যায় আর এবাদতে কবুলের প্রাপ্তিকে সেভাবে ধরতে পারিনি বা অনুভব করতে পারিনি। ধর্ম ও মানুষের মনুষ্যত্ব এবং মানবতা ইত্যাদি বিশ্লেষণ করে যিনি আবিষ্কার করেছিলেন বা বলেছিলেন "মানবতায় পরম ধর্ম" তিনিই আমার নিকট সেরা মনেহয়। আজ আমরা ধর্মীয় তাবলীগের দিকে যে আগ্রহ মনে ধাবিত মানবিক তাবলীগের দিকে আমরা সেভাবে ধাবিত নয়। ধর্মীয় তাবলীগ মন সৃষ্টির প্রয়োজন মনেকরি সে মন আমাদের সেরকম সৃষ্টি হচ্ছে না কেন তা আজ প্রশ্নরাখি? কিন্তু মনাবিক তাবলীগে মনের সাথে সম্পদ বা অর্থ ব্যয়েরও প্রশ্ন আসে। আজ আমরা সম্পদ ব্যয় করতে হবে বলে মানবিক তাবলীগকে বাদ দিয়ে ধর্মীয় তাবলীগকে নিয়েই ব্যাস্ত থাকতেই আমরা বেশি খুশী বা সাচ্ছন্দ্য বোধ কি করছি না? অর্থাৎ আমরা মানবিক করুন পরিস্থিতি বুঝার পরও অর্থ ব্যায় করতে হবে বলে তা কি এড়িয়ে চলছি না? আমাদের আজ ভাবতে হবে আমাদের মনে মানবিক হেল্প করার মত উদ্দীপনা সৃষ্টি হচ্ছে না কেন? সে গবেষণা আজ করা উচিত। আমি আমার গবেষণায় যা দেখেছি বা বুঝেছি তা হলো আমরা মানুষের কষ্টের নিকট প্রত্যক্ষভাবে যায় না বা মাখামাখি করি না বলেই এ অবস্থা। আমরা সক্ষমরা শুধু সক্ষমদের গন্ডিতেই ঘুরেফিরে চলছি। ধর্ম বললেও পাশাপাশি গরীব অসহায়ের খবর সে রকম রাখি না। আমাদের কোন ধর্মীয় বিজ্ঞ ব্যাক্তিদেরও দেখিনা মানুষের কষ্টের পাশে সেভাবে দাঁড়াতে। উনাদের প্ররোচনা ও শিক্ষায় আজ আমরাও বেশি চলছি আনুষ্ঠানিক এবাদতের দিকে মানবিক এবাদতে সে রকম নয় বা নেই বললে চলে। সমাজের এ গতিধারায় আশানুরূপ যৌক্তিক সংস্কার করতে না পারলে সমাজে সত্য শান্তি কখনো প্রতিষ্ঠিত হবে বলে আমি মনেকরি না আর এ প্রকৃতিও আপনার কখনো বন্ধু হবে না এবং এবাদতের দোয়া কবুল হয়েছে কিনা সেটা ও অনুভব করতে পারবেন না। আপনি যদি ধর্মীয় এবাদতের তাড়নার মত মানবিক এবাদতের তাড়না অনুভব না করেন তাহলে কবুলের বিষয়টা ধরতে কখনো সক্ষম হবেন না। মানবিক তাবলীগের ফল দারুণ অনুভব করা যায় ধরতে পেরেছি কিন্তু ধর্মীয় তাবলীগের এবাদতের ফলকে এখনো সেভাবে পাইনি বা ধরতে পারিনি। অন্যদিকে এটাও মনে রাখতে হবে সব মানুষ যেমন এক এবং ঠিক তেমনিভাবেও মানবতার ধর্মও এক। এখানে কোন রকম ভিন্নতা নেই।
তাই বলছি ধর্মীয় তাবলীগের পাশাপাশি মানবিক তাবলীগও করি তা নাহলে আপনার দোয়া কবুল কে কখনো ধরতে পারবেন না।
দয়াপূর্বক!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানুষকে ভার্চুয়াল জগতে নিয়ে যায়, একজন ধার্মিক মানুষের সাধারণ জ্ঞান সমসাময়িক প্রয়োজনীয়তার তুলনায় কম।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

মাহমুদুর রহমান বলেছেন: দোয়া কবুল হতে হলে মহান আল্লাহর প্রতি পুরোপুরি আস্থা থাকতে হবে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: দেশের বেশির ভাগ মানুষই তো দরিদ্র।
বিদেশের ধনীরা যদি দরিদ্র মানুষদের জন্য এগিয়ে আসে তাহলে ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.