নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হওয়ার দলে চলো চালাই রদ-বদল

গাজী সুবন

গাজী সুবন › বিস্তারিত পোস্টঃ

প্রথম কে?

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪২

অতঃপর আরো একবার বাঙ্গালী দ্বিধায় পড়িল,দুঃখিত বাংলাদেশিরা দ্বিধায় পড়িল ৷ ঠিক যেদিন নতুন বইয়ের পাতা উল্টে দেখলাম লেখা "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম" রক্ত টগবগ করতে থাকা তখন আমার সামনেই মনে হচ্ছিল বঙ্গবন্ধু বসে আছেন ৷ ঠিক পরের বছর যখন এক ক্লাশ বড় হই,এক গ্লাস মেধা বাড়ে তখন নতুন বইয়ে দেখি নতুন ছবি,মেজর জিয়াই নাকি স্বাধীনতার ঘোষক,,টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া ৷ যাক যখন মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করে বললেন "আমি আপনাদের জন্য একটা তথ্য নিয়ে এসেছি,যে বাংলাদেশের হয়ে এভারেস্ট জয়ী ১ম ব্যাক্তি মুসা ইব্রাহীম,তখন গুরুত্বপুর্ন এই তথ্য মুখস্ত করলাম কারন পরিক্ষায় আসতে পারে ৷ কিছুদিন পরে আবার দেখিলাম মুহিত সাহেবই নাকি ১ম এভারেস্ট বিজয়ি,কত জল্পনা কল্পনা হলো ৷ ছোটবেলায় বইয়ের কোন এক ফাকে পড়েছিলাম ৬ই ডিসেম্বর ভুটান বাংলাদেশকে ১ম স্মীকৃতি দেন কিন্তু সাধারন জ্ঞানের বইয়ের চাপে কেন জানি এটা ভারত হয়ে যায় অবশ্য আমি জানি না বোর্ড বইয়ে এখন কি লিখা আছে ৷ এখন কে প্রথম কে ২য় এই রহস্যের সংস্কৃতি চালু থাকলে মনে হয় রহস্যজনক মানুষরাই উপকৃত হবেন ৷ আমার আর রহস্য ভালো লাগে না ৷রহস্য ভালো লাগে না বিধায় রহস্য পত্রিকা পড়া বাদ দিলাম ৷ এখন আমার আকুল আবেদন ২০১৫ এর ৬ই ডিসেম্বর যেন মোদি ভাইজান একটু আসেন ৷ ঢাকায় এসে যেন একটু হাসেন দেখি আবার কোন ইতিহাস বদলায় কি না!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২০

মি. ফেসবুকিস্ট বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.