নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হওয়ার দলে চলো চালাই রদ-বদল

গাজী সুবন

গাজী সুবন › বিস্তারিত পোস্টঃ

চোরের ভয় ও আমার সাজা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১

চোরের ভয়
------------------
এক ঘর,চৌকাঠ
চোরের উৎপাত
রাত যত গভীরে
ভয় জাগে শরীরে,
এই বুঝি হারালাম
এই বুঝি কাদলাম ৷
মনে ভয়,মনে রয়
সেই ভয়ে ভোর হয় ৷
দিনের যে শুরু
কেপে উঠে ভুরু ৷
আলোতে যে বেশি ভয়
প্রকাশ্যে না চুরি হয় ৷
যন্ত্রনা যন্ত্রনা
ওহ কি মন্ত্রনা,
ক্ষমতার গদি
বেহাৎ হয় যদি ৷
কি হবে আমার
তোরা সব সীমার ৷
যা! ধরে আন
সব জ্বালানোর বান,
গদি আমার চাই
সব পুরে হোক ছাই ৷

আমার সাজা
------------
রক্তের মধ্যে জন্ম নেয়া
কীটের ঔষধ বানাচ্ছি অহরহ ৷
সে ঔষধে দমছে না কাটা
বরঞ্চ বুনছে সুতা বাড়ছে কাথা
কথার ফেরে ঘুড়ছে মাথা
বাড়ছে দেহের আস্তরণ ৷
নর পিশাচের দল
মাংশের টানে,ঘ্রানে বিহবল
উদর পুর্তিতে ব্যাস্ত
খাদকের দল ৷
আজ আর রক্ষে নেই
আমার রক্তই আমার নেই ৷
অন্দরে সদরে পর্যবশিত যে,
সে আমি নই
সে আমার খাঁচা
অনেক আগেই আমার হয়েছে মরন
হয়েছে আমার সাজা ৷

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। প্রথমটা বেশি ভালো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

গাজী সুবন বলেছেন: ধন্যবাদ,মাহবুব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.