নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হওয়ার দলে চলো চালাই রদ-বদল

গাজী সুবন

গাজী সুবন › বিস্তারিত পোস্টঃ

এরা একে একে সব উৎসবকেই কলঙ্কিত করবে

১৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:০৮

সকালে খবরের কাগজ পড়ছিলাম ৷ প্রথম পৃষ্ঠা শেষ করে ২য় পৃষ্ঠায় চোখ বুলাতেই পহেলা বৈশাখের কেলেঙ্কারির খবরটা চোখে পড়লো ৷ আবার ১ম পৃষ্ঠায় ফিরে গেলাম খবরটার জন্য ৷ খবরটা প্রথম পৃষ্ঠায় ছোট বক্স আকারে দেয়া যেটা আমার চোখকে ফাকি দিয়ে বসেছিল ৷ জাতীর কলঙ্ক জাতীয় কীটগুলো আমাদের খাবারেই বড় হয়েছে লালিত পালিত হয়েছে ভেবে আমারো লজ্জাবোধ হলো ৷ ভেতরের পাতার খবরকে প্রথম পাতার ছোট বক্স খবর ঢাকতে পারে না,অনায়াসেই চোখে পড়ে ৷ তাই ঢাকার এই ঘটনা অনেকে রটনাও বলে পার পেতে পারেন, কিংবা অনেকে রাজনীতি খুজেন ,আর অভিযুক্তরা গায়ে বাতাস লাগিয়ে বেড়ান ৷ বিবিসির খবরে শুনলাম পশ্চিম বঙ্গে আমাদের মতো এত উৎসবের মাধ্যমে নববর্ষ পালন করা হয় না তবে ওখানে দিনে দিনে আগ্রহ বাড়ছে ৷ জানি না যদি ওরা এসব শুনে তাহলে ওদের নববর্ষ পালনে কোন শংকা তৈরি হবে কি না ৷ তবে আমাদের সম্পর্কে যে ইতিবাচক ধারনা তৈরি হবে না এটাতো বলা যায় ৷ অনলাইনে কিছু সম্প্রদায় তৈরি হয়েছে যারা ১মে বৈশাখেরই বিপক্ষে ছিল,বেদাত বলে চিল্লাচিল্লি করছিল ওরা পেল নতুন হাতিয়ার ৷ বিজাতীয় সংস্কৃতিকে দোষ দিয়ে ওরা লিখলো মেয়েদের পর্দা নিয়ে ৷ হাদিস কোরআন থেকে আনা হলো বিভিন্ন ব্যাখ্যা ৷ লাইক কমেন্ট শেয়ারে পুলকিত হলো এক একটা আইডি ৷ যারা যৌন কেলেঙ্কারির সাথে জড়িত তাদের আড়াল করে ফেলা হলো ৷ ওদিকে কিছু প্রগতিশীল ছাত্ররা যখন ঐ নর পিশাচদের পুলিশের হাতে তুলে দিল পুলিশও তাদের আড়াল করলো ৷ একটা কথা মনে পড়লো "এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ের হলে মারামারি করে বাড়ি ফিরলেন,পত্রিকায় ওনার নামসহ খবর বেরোয় ৷ ওনার বাবা-মা ওনাকে ঘড়েই ঢুকতে দিলেন না ৷ জানি না আজ পিশাচগুলার বাবা-মা ছেলের বীরত্বের জন্য কী করছেন ৷ ক্ষমতাসীনদের নিরবতা আসলে ন্যাক্কারজনক ওনারা কাদের বাচাতে চাইছেন যারা পহেলা বৈশাখটাকেই কলঙ্কিত করলো তাদের ! এভাবে অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থাকলে অপরাধ বারবেই কমবে না ৷ এরা একে একে সব উৎসবকেই কলঙ্কিত করবে ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪২

মুদ্রাগণক বলেছেন: দেখুন

২| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৭

মুদ্রাগণক বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.