নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

লালু\'র শহর দর্শন B-)

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬



মায়ের সাথে জীবনে প্রথম শহর দেখতে এসেছে লালু । যা দেখে তাই ভাল লাগে। মনে বিস্ময় জাগে। বাইরের জগত এত সুন্দর। কোথাও দেখা যাচ্ছে গরু খাসীর মাংস, কোথাও ভাজা হচ্ছে কড়কড়ে পরটা। আশে পাশে ঘুরছে তাদের অনেক স্বজাতি, কিন্তু কেউ তাদের ওগুলো খেতে দিচ্ছেনা, তার পরও তারা আশে পাশে থেকে চোক চোক করছে।

শহরে তাদের স্বজাতির চেয়েও বেশি দেখা যাচ্ছে এক বিশেষ প্রজাতির প্রাণী । এদেরও চার পা, দু পায়ে চলে, আর দুটো পা নুলা। নুলা পা গুলি ঘাড়ের দু পাশে ঝুলে থাকে। হাটার সময় কেমন দুলতে থাকে। একবার কিছুদিন কষাই পট্টীর ধলা কাকুকে তিন পায়ে হাটতে দেখেছিল লালু। কারা যেন মেরে এক পা ভেঙ্গে দিয়েছিল। তিন পায়ে হাঁটতে তার সেকি কষ্ট!

এই প্রানীগুলার দেখছি আরো বেশি কষ্ট, হাঁটছে মাত্র দুই পায়ে আর দুটো পা অকেজো। তবে নুলা দুপা দিয়ে এরা টুকটাক নানা কাজ করতে পারে। কাজ করতে পারে বটে, হাঁটতে তো আর পারেনা! চার পায়ে হাঁটার মজাটাতো এরা পাচ্ছে না! আহারে কি দুঃখ, কি দুঃখ!!

বিষয়টা মাকে জিজ্ঞেস করবে কিনা ভাবছে লালু। কারন আসার সময় মা বেশি কথা বলতে বারন করেছে।বারন সত্ত্বেও বেশীক্ষণ কৌতূহল চেপে রাখতে পারেনা লালু।
- আচ্ছা মা, ধলা কাকুকে তিন পায়ে হাঁটতে দেখেছি। কিছুদিন পর তার পা ভাল হয়ে যায়, এখন সে চার পায়ে হাঁটে। শহরে এই যে এত এত জানোয়ার দু পায়ে হাঁটতে দেখছি,এদের সবার দু;টো করে পা এক সাথে কে ভাংলো?

মা হেঁসে গড়িয়ে পড়েন- আরে এদের সামনের দু;পা থাকেই এরকম। এরা সৃষ্টির সেরা জানোয়ার। এরা কত কত কাজ করতে পারে। নিজের খাবার নিজে বানায়, টুকটাক আমাদেরও খেতে দেয়। কেউ দু;পায়ে হাঁটে, কেউ দু;চাকার কি একটায় চড়ে কুর কুর করে চলে যায়। কিছু দু;চাকার কুর কুর আবার গরর গরর শব্দ করে। তিন চাকা, চার চাকা, হরেক চাকায় চড়ে এরা ঘুরে বেড়ায়।

মা, ছেলের সামনে হুশ করে ব্রেক করা এক ট্রাক দেখিয়ে বলে, এই যে দৈত্যটা দেখছিস, এগুলা খুব হারামী দৈত্য। সে বছর তোর মামাকে চাপা দিয়ে মেরে ফেলেছিল। এদের আসতে দেখলে রাস্তার পাশে সরে যাবি। আরেকটা বিষয় খুব তাজ্জবের! দৈত্য গুলার পেটের ভিতর থাকে দুপেয়েরা। প্রচন্ড শক্তি নিয়ে এরা রাস্তা কাপিয়ে আসে। চাকার সামনে যা পায় পিষে মারে। কিন্তু যখনি পেটের ভিতর থেকে দু;পেয়েটা বেরিয়ে যায় অমনি তাদের সব শক্তি শেষ! তখন তুই পা তুলে এদের গায়ে ছড় ছড় করে পিসাব করে দিলেও কিছু বলে না।

পিসাব করার কথা শুনে হি হি করে হেসে উঠে লালু, মাকে বলে- মা শিসু করবো ।
পাশের আবর্জনার স্তূপ দেখিয়ে মা সেখানে পিসাব করতে বলে। লালুর মনপুত হয়না।
- না মা, দৈত্যটার গোল ঠ্যাঙের উপর করবো।

মা বিরক্ত হয়- দেখছিস না দু;পেয়েটা পেটের ভিতর বসা, যে কোন সময় দৈত্যটা হুংকার দিয়ে উঠতে পারে। তাছাড়া এদের ঠ্যেঙ্গের উপর পিসাব করার না না কায়দা কানুন আছে, তোর ধলা কাকু তোকে শিখিয়ে দেবে। এখন যা ওখান থেকে কম্ম সেরে আয়।
- তাইলে আমার পিসাব নাই বলে কিছু একটা ভাবে লালু। মাকে বলে-
- মা আমিও সৃষ্টির সেরা জানোয়ার হব।
মা অবাক হন কি ভাবে হবি।
- আমি দু;পেয়ে হব। বলেই সে সৃষ্টির সেরা জানোয়ার হবার প্রাথমিক পদক্ষেপ হিসাবে দু;পায়ে হাটতে শুরু করে। মাত্র দেড় দুই কদম গিয়েই দুদ্দাড় করে মাটিতে পড়ে যায়। সাথে সাথে গা ঝাড়া দিয়ে দেহের ধুলা সরিয়ে মাকে বলে- একদম ব্যাথা পাইনি। তুমি দেখে নিও, আমি ঠিকই শিখে নেব।

মা'র হাসি থামে না। পাগল ছেলে! দুপায়ে হাঁটতে পারলেই কি সৃষ্টির সেরা জানোয়ার হওয়া যায়?

(চলতেও পারে)



মন্তব্য ৫২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


একজন সদ্যজাত মানব সন্তান প্রকৃতিতে খুবই অসহায় হয়; তারপর, সে কতটুকু এগুবে সেটা নির্ভর করে, কোন সমাজে সে জন্মেছে; ২ পা নিয়ে সন্তান জন্ম নিচ্ছে তেলআবিবে, এবং ২ পা নিয়ে জন্ম নিচ্ছে গাজায়।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুপা নিয়ে সন্তান জন্ম নিচ্ছে সারা পৃথিবীতে । B-) মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই।

২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



এই দু'পেয়েওয়ালাদের কী বদ কিসমত ! নুলা কিন্তু শক্তিশালী দু'হাত নিয়েও এরা সেরা জীব হয়েই রইলো " মানুষ" হলোনা ।

চলতেও পারে.. আর আমরা পড়লেও পড়তে পারি । :(

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলতেও পারে.. আর আমরা পড়লেও পড়তে পারি । :(
নাহ ভাই, মন খারাপ করে পড়ার দরকার নাই। =p~

৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৭

পুলহ বলেছেন: সাবলীল গল্প। "পাগল ছেলে! দুপায়ে হাঁটতে পারলেই কি সৃষ্টির সেরা জানোয়ার হওয়া যায়? "-- এই লাইনটা পুরো সাধারণ গল্পটাকে অসাধারণ ডাইমেনশন দান করেছে।
শুভকামনা জানুন ভাই। গল্পে +++
(বেশ কিছু জায়গায় ' এর বদলে ; এসেছে)

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দু শব্দের পরে সচরাচর ; এই চিহ্ন ব্যবহৃত হতে দেখেছি, তাই সচেতন ভাবেই এটা ব্যবহার করেছি। ভ্রান্তি প্রমানে সংশোধন করে দেব।
লিখাটি মনোযোগ দিয়ে পড়ায় আপনাকে ধন্যবাদ পুলহ।

৪| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!

:(

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন খারাপ কেন রে ????

৫| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

শব্দ অর্থ বলেছেন: ++++++++++, দুপায়ে হাঁটতে পারলেই কি সৃষ্টির সেরা জানোয়ার হওয়া যায়?

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০টা প্লাসের জন্য ১০টা ধন্যবাদ শব্দ অর্থ =p~

৬| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০

রাবেয়া রাহীম বলেছেন: ব্যাথিত হলাম ।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিন্ম মানের লিখা , আপনি বললে ডিলিট করে দেব।

৭| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: শেষে এসে না হেসে পারলাম। B-)

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে আনন্দিত! ধন্যবাদ কবি।

৮| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন চোখে দেখা ভিন্ন ভাবে ভাবায় ভাল লাগা :)

++++

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো ভাই।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর

১০| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

মানবী বলেছেন: আপনার মৌলিক লেখাগুলো বরাবরই দারুন।

একসময় আমাদের সিলেবাসের "গরুর আত্মকাহিনী", "নদীর আত্মকাহীনী"র রচনার স্টাইলে লেখা "কুকুরছানার আত্মকাহিনী"র মতো লেখাটি খুব ভালো লেগেছে পড়ে। নিঃসন্দেহে ব্লগের গতানুগতিক ধারার বাইরের একটি লেখা।

অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যটি আমার কাছে রীতিমত প্রশংসা পত্র। অনেক ধন্যবাদ মানবী।

১১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ভীষণ রকমের ভাল লাগল ভাই!!:)


কালুর জন্যও শুভ কামনা ওযেন দু পায়ে হাটতে পারে! হা হা !:):):)



প্লাস!:)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্ভবত সে এখন হাঁটতে পারে, তাই কালু থেকে লালু হয়ে গেছে হাহাহাহাহাহা

১২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: দুপায়ে হাঁটতে পারলেই কি সৃষ্টির সেরা জানোয়ার হওয়া যায়? -- শেষের প্রশ্নটাই গল্পের মূল প্রতিপাদ্য। খুব ভাল হয়েছে আপনার গল্প। + +

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠান্তে সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩

মোস্তফা সোহেল বলেছেন: এমন গল্প পড়তে আমার খুবই ভাল লাগে। চলতেও পারে...চলতে থাকুক ভাই।
আসলে দু পা থাকলেই মানুষ হওয়া যায়না।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নমতব্যে অনুপ্রাণিত , অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল।

১৪| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লালু যেন কাঁটাবনের দিক না যায় ব্যপারটা খিয়াল রাইখেন।স্বজাতির ফরেন ফিমেল ভার্সন দেইখ্যা পড়েনা আবার বিগড়াইয়া যায়!!!

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার মনিব ভালু পুলা। সে তার মনিবের মত! ;)

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭

জুন বলেছেন: মা আমিও সৃষ্টির সেরা জানোয়ার হব
কিছু কিছু ঘটনায় আমার আল মনে হয়না মানবজাতি এখন সৃষ্টির সেরা জীব হিসেবে আছে গিয়াস লিটন ।
ভিন্নধর্মী লেখাটিতে অনেক ভালোলাগা রইলো ।
+

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু কিছু ঘটনায় আমার আল মনে হয়না মানবজাতি এখন সৃষ্টির সেরা জীব হিসেবে আছে সঠিক বলেছেন জুন আপু।

১৬| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স দারুণ!!!!!!!!

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ অতঃপর হৃদয়

১৭| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: ব্যপক লাগলো ।
চলুক । +++++++++++++++++++++++++++++++

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত্তগুলা প্লাসের জন্য অনেক ধন্যবাদ নীলপরি।

১৮| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: মনে হয় রসটা একটু কম ছিল অন্যগুলোর তুলনায়! :)

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা রস রচনা ছিলনা গেমভাই।

১৯| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২১

হাসান মাহবুব বলেছেন: চালান প্লিজ। কুকুর সম্পর্কে আমার জানা দরকার খুব।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

২০| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩০

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন । :) পাঠে ভাল লেগেছে ।
দামী চার পায়া আর ছয় পায়ারা যেভাবে মানুষ খেকো হয়ে উঠেছে তাতে লালুরা যদি সত্যি সত্যি দু'পায়া হয়ে সেরা জীব হয়ে যায় তাহলে বিবর্তনটা ভালই হবে ।

দু'পায়াদের বিবর্তন তো এখন উল্টাটিকে চলছে , তাদের চার পায়ায় বিবর্তিত হতে বেশী দিন লাগবে বলে মনে হয়না !!!!

গত বছর জানুয়ারীতে People's Daily Online এ দেখেছিলাম চীনের সিচুয়ান প্রদেশে একটি কুকুর ছানা দু পায়ে ভর দিয়ে হাটছে । কুকুর ছানাটির নাম ছিল Barbie । Barbie ২০১১ সালে একজনের মটর সাইকেলের সাথে দুর্ঘটনায় তার সামনের দুপা হারায় । চার পায়া এই বন্ধুর জন্য তার মনিব চেং মিয়াং ৫০০০ ইয়েন খরচ করে চিকিৎসা করে । চিকিৎসার পরে Barbie পিছনের দুই পায়ে ভর দিয়ে হাটতে শুরু করে ২০১৬ সনের জানুয়ারীতে ।

চীনের সিচুয়াং প্রদেশের চেংডু শহরে এই দু পায়ে হাটা কুকুর ছানাটি বেশ জনপ্রিয় হয়ে উঠে ।

ধন্যবাদ
লিখায় ++++++++++
শুভেচ্ছা রইল

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্য। আপনার দুপেয়ে বার্বির তথ্য আমার পোস্টকে সমৃদ্ধ করেছে। অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

২১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

সোহানী বলেছেন: হাহাহাহা........... চলুক, দেখি চারপা ওয়ালাদের আপনি কতদূর নেন..............

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা অনেক ধন্যবাদ সোহানী।

২২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: :)

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কইত্থেইকা বাইরাইলেন সেলিম ভাই?

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনমন্তব্যের জন্য পুনঃধন্যবাদ আলী ভাই ।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় নাকি "লালু বিরাণি" বিক্রয় হচ্ছে?

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খবরে এমতই জেনেছি গাজী ভাই। এক সময় রাজশাহী ইউনিতে 'শিয়ালু' বিরিয়ানিও নাকি চলেছিল :P

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর, অনেক কিছু শিখার আছে। দুপায়ে হাটলেই সৃষ্টির সেরা জানোয়ার হওয়া যায় না'
কিছু কিছু সময় দু পায়ের জানোয়ার গুলো কাজেকর্মে চার পায়ে দেরও ছাড়িয়ে যায়।

অনেক ভালো লাগা রইল

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ঠিক বলেছেন, সময়ে মনে হয় দুপেয়ের চেয়ে নিকৃষ্ট জীব হয়না।
অনেক ধন্যবাদ নয়ন ।

২৬| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: লালু শহর দর্শন আবার শুরু হবে কি ? ভালো হয়েছিল বেশ ।

শুভকামনা । :)

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খবর নিতে এলেন দেখে বেশ ভাল লাগলো। সম্ভাবনা কম, প্লটটা মাথা থেকে নেমে গেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.