নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বাংলাদেশী শিক্ষক (ছবি পোস্ট -২)

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন' পর্ব- ২১৬ থেকে ২৬৫'

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বাংলাদেশী শিক্ষক (ছবি পোস্ট -১) এখানে

প্রবাসে বাংলাদেশী ৫০ জন গুণীকে নিয়ে আরেকটি পোস্ট।সঙ্গত কারণে বিশদ আলোচনায় যাওয়া যায়নি,তবে আগ্রহী পাঠকের কথা বিবেচনা করে সকলের নাম পরিচয়ের নিচে বিস্তারিত জানার লিঙ্ক দেয়া হল, যা একই সাথে তথ্যসুত্র হিসেবেও কাজ করবে।

এই সিরিজ তৈরিতে আমার তেমন কোন কৃতিত্ব নাই।বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত তথ্যগুলিকে আমি একসাথ করেছি মাত্র।এহেন পোস্টে পাঠকগণ ক্লেশ স্বীকার করে মন্তব্য করেন, আমার বড়ই লজ্জা লাগে।তাই এই পোস্টে মন্তব্য গ্রহণে আমি অনাগ্রহী।তবে তথ্যগত ত্রুটিবিচ্যুতি আর অধিকতর আগ্রহীদের জন্য মন্তব্য অপশন খোলা রাখা হয়েছে।


৫১/ডঃ ইলোরা হালিম



Associate Professor and Chair of Women's, Gender, and Sexuality Studies, University of Massachusetts, Boston, USA
https://www.umb.edu/academics/cla/faculty/elora_halim_chowdhury

৫২/ডঃ মোহাম্মদ হাসান




Vocational Engineering, RMIT University, Australia
http://www1.rmit.edu.au/browse/About RMIT/Contact/All contacts/Staff/by campus/Unknown/H/;ID=xeurxcccpj1u;STATUS=A

৫৩/ ডঃ জসিম উদ্দিন



Veterinary Science, University of Queensland, Australia
http://researchers.uq.edu.au/researcher/7953

৫৪/ডঃ দেলোয়ার আকবর



Urban Planning, CQ University , Australia ।
https://handbook.cqu.edu.au/profiles/view/11

৫৫/ডঃ খোন্দকার এম নাহিদুজ্জামান

Assistant Professor, Department of City and Regional Planning (CRP)
King Fahd University of Petroleum and Minerals (KFUPM) Saudi Arabia
http://faculty.kfupm.edu.sa/CRP/nahid/


৫৬/ ডঃ রক্তিম মিত্র

Associate Professor, Urban Planning, Ryerson University, Canada
http://www.ryerson.ca/surp/people/faculty/raktim-mitra/

৫৭/ডঃ কাজী মোঃ মাহতাবুজ্জামান


Course Leader, BSc Construction Management and Lecturer in Urban Design, UK
http://www.rgu.ac.uk/dmstaff/zaman-quazi-mohd-mahtab-uz

৫৮/ডঃ মোহাম্মদ আহসান হাবিব


Cross-appointed Associate Professor,Department of Civil and Resource Engineering, Dalhousie University, Canada
https://www.dal.ca/faculty/architecture-planning/school-of-planning/faculty-staff/faculty/ahsan-habib.html

৫৯/ এ এইচ এম মাহবুব আনোয়ার


Transportation Engineering, University of Wollongong, Australia
https://smart.uow.edu.au/people/UOW192466.html

৬০/ডঃ মোহাম্মদ ইউসুফ আলী,


Associate Professor , Theology, International Islamic University Malaysia
http://www.iium.edu.my/staff-details?id=2299

৬১/ডঃ মাশিউর রহমান

Chemistry ,University of Manitoba, Canada
Click This Link

৬২/ডঃ রূহমা চৌধুরী


Associate Professor in the Department of Education and Language Acquisition at LaGuardia Community College, City University of New York, USA
http://tesol.vus.edu.vn/speakers#5

৬৩/ডঃ মোহাম্মদ এন পাটোয়ারী


Professor of Wireless Systems & Digital Productivity, Staffordshire University, UK
http://www.staffs.ac.uk/staff/profiles/mnp1.jsp

৬৪/ডঃ এ আর রাজ চৌধুরী


Professor, Technology, Kent State University, USA
https://www.kent.edu/cae/profile/r-raj-chowdhury-ed-d

৬৫/ডঃ আবুল কালাম আজাদ


Professor, Department of Technology Northern Illinois University, USA.
http://niu.edu/azad/

৬৬/ ডঃ সানাউল হক

Lecturer in Secure Systems Engineering, University of Kent, UK
https://www.eda.kent.ac.uk/school/staff_detail.aspx?pid=36

৬৭/ডঃ এ বি এম আব্দুল্লাহ


Structural Engineering,University of Florida, USA
https://simlab.essie.ufl.edu/Facilities.html

৬৮/ডঃ মোহাম্মদ আশরাফ


Structural Engineering Numerical Modelling and Mechanical Characterisation Earthquake Engineering
University of New South Wales, Australia
https://research.unsw.edu.au/people/dr-mahmud-ashraf

৬৯/ডঃ শরিফ রহমান


Professor, Structural Engineering, University of Iowa, USA
https://www.engineering.uiowa.edu/faculty-staff-directory

৭০/ডঃ আবু তাহের মিনহাজুজ্জামান


Associate Professor ,Department of Clinical Science ,University of Texas Southwester, USA
http://profiles.utsouthwestern.edu/profile/69940/abu-taher-minhajuddin.html

৭১/ডঃ আনোয়ার হোসেন

Professor, Statistics, New Mexico Institute of Mining and Technology, USA
http://euler.nmt.edu/~hossain/

৭২/ডঃ আনোয়ারুল হক জোয়ার্দার


Professor, Department of Mathematical Sciences, Imam Abdulraman Bin Faisal University, Saudi A,
http://faculty.kfupm.edu.sa/MATH/anwarj/

৭৩/ডঃ আশরাফ আহমেদ


Research Professor, Department of Mathematics , Morgan State University, USA
http://www.morgan.edu/school_of_computer_mathematical_and_natural_sciences/departments_and_programs/mathematics/faculty_and_staff/ashraf_ahmed.html

৭৪/ ডঃ বি এম গোলাম কিবরিয়া


Associate Professor ,Department of Statistics, Florida International UniversityFIU, USA
http://www2.fiu.edu/~statdept/kibria.htm

৭৫/ডঃ এনায়েতুর রহিম


Statistics,University of Northern Colorado, USA
http://www.unco.edu/cebs/asrm/faculty/Raheem/

৭৬/ ডঃ আমিরুল ইসলাম

Lecturer in Statistics ,Swinburne University, Australia
http://www.swinburne.edu.au/health-arts-design/staff/profile/index.php?id=fislam

৭৭/ডঃ ফসিহুল আলম


Statistics, Swansea University, UK
https://www.omicsonline.org/editorialboard-health-economics-outcome-research.php

৭৮/ ডঃ ঋষিকেশ চক্রবর্তি


Statistics, University of South Carolina, USA
http://www.sc.edu/study/colleges_schools/public_health/faculty-staff/chakraborty_hrishikesh.php

৭৯/ডঃ এম শফিকুর রহমান


Associate Professor, Inferential Statistics and Business Statistics Statistics, Sultan Qaboos University, Oman
Click This Link

৮০/ ডঃ মোহাম্মদ তারিক হাসান


Associate Professor in Statistics, University of New Brunswick, Canada
Click This Link

৮১/ডঃ মোহাম্মদ আসাদুজ্জামান

Lecturer in Statistics and Operational Research, Staffordshire University, UK
http://www.staffs.ac.uk/staff/profiles/ma9.jsp

৮২/ডঃ মীর মাসুম আলী


Distinguished Professor of Statistics Emeritus, Ball State University, USA
http://www.cs.bsu.edu/homepages/ali/


৮৩/ডঃ মোহাম্মদ কামরুজ্জামান


Information Technology Engineering, University of South Australia, Australia
http://people.unisa.edu.au/mohammad.kamruzzaman

৮৪/ডঃ মোহাম্মদ নুরুল আজম


Associate Professor, King Saud University, Saudi Arabia
http://fac.ksu.edu.sa/mazam/home

৮৫/ডঃ মোহাম্মদ জাকির হোসাইন


Applied Statistics, Financial Econometrics, Associate Professor, Sultan Qaboos University, Oman
https://www.squ.edu.om/ceps/Academic-Departments/Operations-Management-and-Business-Statistics/Faculty-and-Staff/Mohammed-Zakir-Hossain

৮৬/ডঃ শাহজালাল সরকার


Senior Lecturer in Biostatistics, Queen Mary University of London, UK
Click This Link

৮৭/দঃ সাঈদ হক


Senior Lecturer in Medical Statistics, University of Birmingham, UK
https://www.birmingham.ac.uk/staff/profiles/clinical-sciences/haque-sayeed.aspx

৮৮/ডঃ নিজাম উদ্দিন


Professor & Undergraduate Advisor, University of Central Florida, USA
http://sciences.ucf.edu/statistics/people/uddin-nizam/

৮৯/ডঃ নাসির উদ্দিন আহমেদ


Associate Professor, Florida International University, USA
http://stempel.fiu.edu/faculty-and-staff/people/ahmed.html

৯০/ডঃ মোহাম্মদ সাইফুল ইসলাম


Research Officer (Trials Statistician), Swansea University, UK
http://www.swansea.ac.uk/staff/medicine/research/m.s.islam/

৯১/ডঃ মোহাম্মদ এন ইসলাম

Assistant Professor Department of Mathematics and Statistics Grant MacEwan University, Canada
http://academic.macewan.ca/islamm/index.htm

৯২/ডঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন


Associate Professor, Department of Decision Sciences , Grant MacEwan University, Canada
https://www.macewan.ca/wcm/SchoolsFaculties/Business/Programs/BachelorofCommerce/FacultyandStaff/HOSSAINM4

৯৩/ডঃ মোল্লা হক


Lecturer, Department of Epidemiology and Preventive Medicine, Monash University, Australia
Click This Link

৯৪/ডঃ মোহাম্মদ সালেহ আহমেদ


Department of Mathematics and Statistics (DOMAS) Sultan Qaboos University, Oman
https://www.researchgate.net/profile/Mohd_Ahmed4

৯৫/মোহাম্মদ বি খান


California State University, Long Beach, USA
Click This Link

৯৬/ডঃ ইকবাল হোসাইন

Sociology ,University of Utah, USA

৯৭/ডঃ হাসান মাহমুদ



assistant professor in Sociology, Northwestern University, Qatar
Click This Link


৯৮/ডঃ হরিধন গোস্বামী


Senior Lecturer, Sociology , Manchester Metropolitan University, UK
Click This Link

৯৯/ডঃ হাবীব জাফর উল্যাহ


Associate Professor - School of Behavioural, Cognitive and Social Sciences, University of New England, Australia
http://www.une.edu.au/staff-profiles/bcss/hzafarul

১০০/ ডঃ আবিদ বাহার


Professor,Dawson College, Canada
https://www.dawsoncollege.qc.ca/humanities/faculty-list/



প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - পর্ব ১ হইতে ২১৫ এখানে


মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ভালো একটা পোস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্ট প্রিয়তে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যকারী মোহাম্মদ গোফরান, আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

কামরুননাহার কলি বলেছেন: শুভ কামনা রাইলো তাদের সবার জন্য জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা কলি।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: সকলের জন্য রইল অনেক শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা জনাব মোস্তফা সোহেল

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি আর একজনের খবর দিলাম
ডঃ বি,এম, রাজ্জাক
সিনিয়র লেকচারর লন্ডন চার্চিল কলেজ

Dr. B.M. Razzak
PhD, MSc Management,
MA Management (London),
MBA, BBA (Dhaka University)
Senior lecturer at London Churchill College
Former Senior Lecturer in Management at Northern University Bangladesh
Former Senior lecturer at Brit College
Former Lecturer at London School of Law
Former Lecturer at Dhaka City College
Former Lecturer in Human Resource Management at BUBT - Bangladesh University of Business & Technology

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথ্য দিয়ে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ নূরু ভাই

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

রুরু বলেছেন: খুব ভালো লাগলো। জানলাম অনেক কিছু।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রুরু।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষকতা ভালো কাজ; আশাকরি, উনারা ভালোভাবে পড়াচ্চেন, আমাদের সুনাম হবে।
দেশে টাকাটুকা পাঠায় কিনা কে জানে? নাকি দেশের সম্পত্তি বিক্রয় করে, হুন্ডি করে টাকাটুকা নিয়ে যাচ্ছেন?

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরের ক্যাটাগরির ২ জন লোককে আমি জানি। একজন ঈদ পার্বনে ফুফু জেঠার জন্য টাকা পয়সা পাঠান, নিজেও ৩/৫ বছর পর দেশে আসেন। আরেকজন কখনো আসেন নি, তবে দেশ থেকে টাকা নিয়েছেন এরকম কিছুও জানিনা।
ধন্যবাদ গাজি ভাই।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



আমার মুল কাজের পাশাপাশি, আমি এই দেশের কলেজে পার্ট-টাইম পড়ায়েছি; ছাত্রদের বেশী বেশী নম্বর দেয়াতে ডীন আমাকে এই ব্যাপারে ব্যাখ্যা করতে বলাতে আর পড়াইনি; ডীন অনেকবার ডেকেছিল আরও ক্লাশ নিতে, আমি আর যাইনি

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আরেকটি গুণের সাথে পরিচিত হলাম। বেশ ভাল লাগলো।
আপনি তো পোস্টের কাউকে না কাউকে চেনার কথা।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

শাহিন-৯৯ বলেছেন: কষ্ট করে এগুলো এক সাথে করা কি সাধুবাদ পাওয়ার মত নয়?
আমাদের সাধুবাদের লজ্জা পাবেন না।
আপনার সুন্দর লেখাটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো । অনেক ধন্যবাদ জানবেন শাহিন

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

শায়মা বলেছেন: এত এত গুনীজনদেরকে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিতো দশম মন্তব্যকারির জন্য এক কাপ লুয়াক রেখেছি, চলবে নাকি ? ;)

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




বারে বারে একই কথা বলা যাবেনা যে , আপনার এই প্রয়াস প্রশংসার দাবী রাখে ।
তাই আজকে আর বললুম না ।

প্রথম মাঘের শুভেচ্ছা ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন আহমেদ জী এস ভাই

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

শায়মা বলেছেন: ইয়াক থু!!!!!!!!!!

দরকার নেই ভাইয়া!!!!!!!! :-P

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P :P

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

আটলান্টিক বলেছেন: অনেক দেরিতে ২য় পর্ব দিলেন যে? আমি তো অপেক্ষা করছিলাম ১ম পর্বের পর

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষায় ছিলেন জেনে আনন্দিত! ধন্যবাদ একটি আটলান্টিক

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


না, আমি পোষ্টের কাউকে চিনতে পারিনি, আমি একটি ছোট গ্রামে ছিলাম দীর্ঘ সময়; আমার সাথে নোয়াখালীর এক বিখ্যাত লোক ছিলেন, ড: আবদুল্লাহ; উনিও পার্ট টাইম শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন চাঁদগাজী ভাই।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৮

কালো যাদুকর বলেছেন: ভাল পোস্ট। ৬৮ নং আমি পারসোনালি চিনি। এরা সবাই দেশের গৌরব। এদের অনেকেই দেশে প্রজেক্ট করেন, এবং দেশের উন্নয়নে ভুমিকা রাখেন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে একটা কথা জানা গেল ,এঁরা দেশের জন্যও কিছু করেন । ধন্যবাদ যাদুকর ।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টে মুগ্ধতা,

অনেক ভেবে বের করলাম জীবনে কোন সেরা ৫০ এর তালিকায় আমার নাম আসতে পারে,,,আসবোই আসবো, ইনফ্যাক্ট উপড়ের দিকেই থাকবো..................

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই যেমন ১৬ তে আসলেন :P

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা এই পোষ্টের প্রথম ৫০জন কমেন্টকারীর তালিকায়!!! :-B :P ;)
এ ছাড়া আমার আর গতি কি??? |-)

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৫০ লাগবেনা, আমার প্রিয় ১০ জনের ভিতর আপনি আছেন ।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল একটি পোষ্টের জন্য ।
দেশ বিদেশের সকল গুণী শিক্ষকদের প্রতি রইল শ্রদ্ধা ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ আর শুভ কামনা নিন ডঃ এম এ আলী ভাই

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এভাবে বাংলাদেশ ও বাংলাদেশীরা এগিয়ে যাক বিশ্ব দরবারে।

ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মোঃ মাইদুল সরকার

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

বিদেশ পাগলা বলেছেন: চমৎকার ও তথ্য্য সমৃদ্ধ এ পোস্ট আমাদের বাংলাদেশীদের জন্য অনেক গবের্র এবং উৎসাহ জনক । অনেক নেতিবাচক খবরের মাঝে এটি একটি ইতিবাচক সংবাদ । বেশ ভালো লেগেছে ।

অনেক ধন্যবাদ আপনাকে

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো । অনেক ধন্যবাদ বিপা।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নিবেদিতপ্রাণ সহব্লগার গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের লেখনী থেকে স্বভাবসুলভ একটি পোস্ট দেখতে পেলাম অনেক দিন পর।

দেখুন তো.... আরবান প্লানিং, কনস্ট্রাকশন এনজিনিয়ার, রিজনাল প্লানিং, ট্রান্সপোর্ট কনস্ট্রাকশন, এমন কি ধর্মতত্ত্ব বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিরা যদি নিজদেশে কাজ করতেন, তবে কেমন হতো? হয়তো আমাদের দেশের অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত রাস্তাঘাট আরও কম হতো।

দেশের মেধাবীরা দেশে থাকেন না, বিষয়টির জন্য তাদেরকে দায়ী না করে আমাদেরকে দায়ী করা উচিত। আমরা কেন তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারি না, অথবা রাখতে পারি না... আমাদের নেতানেত্রীরা এবিষয়ে কী ভাবছেন?

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সিরিজের ১০০ নং গুণী স্থপতি ফজলুর রহমান খান। যিনি বিশ্বের অসংখ্য আকাশচুম্বী টাওয়ারের স্থপতি। তিনি বাংলাদেশে এসে কাজ করতে চেয়েছেন। সুযোগ ও কাজের ক্ষেত্র পাননি । ১নং গুনি জিম্নাস্টিক ওয়ার্ড র‍্যাংকিংএ ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা সমুহে অংশ নিতে চেয়েছিলেন। বাংলাদেশ সরকার এ ধরনের আন্তর্জাতিক মানের খেলোয়াডের ভার বহনে অক্ষম বলে তাঁকে ফিরিয়ে দেয়। এরূপ অনেক উদাহরণ থেকে দেখা যায় এ সব প্রবাসীরা দেশের হয়ে কাজ করতে চান।
আশা করছি একদিন আমাদের দেশে এদের কাজের যথাযথ ক্ষেত্র তৈরি হবে, তারাও দেশের সেবা করতে আসবেন।
সুন্দর মন্তব্যের জন্য ধইন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত এত গুনি রত্ন!!!

যেন শীতের স্বচ্ছা আকাশে অগুনিত তারার মেলা :)

বুকটা ভরে যায়! হায় আমাদের ধান্দাবাজ পদক দাতাদের বদলে রাষ্ট্র যদি প্রতি বৎসর এমন গুনিদের মূল্যায়ন করতো! দেশেরও সুনাম বাড়তো!

অনেক অনেক ধণ্যবাদ আর কৃতজ্ঞতা ভায়া :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৃগু ভাইয়ের মন্তব্যের রেশ ধরে বলছি- আমাদের দেশেও একদিন গুণীর কদর হবে। আমাদের গুণীরা আমাদের দেশে আলো চড়াবেন এই কামনা রইল।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: এই পোষ্টটির অপেক্ষায় থাকি। লিটন ভাইয়ের এই পোষ্টের তুলনাই হয় না। তার কারণেই গুণীজনের পরিচয় জানা সম্ভব হচ্ছে। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে আনন্দিত! অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

সোহানী বলেছেন: এরকম তালিকার নাম কিন্তু বিশাল। কারন ইউনিভার্সিটির শিক্ষক হবার পরই সবাই পিএইচডি করতে যায় এবং মনে হয় ৫% ও ফেরত আসে না। আর বুয়েটেতো মনে হয় ১% ই আসে না।

আমার বন্ধু-বান্ধব যারাই গেছে তার মধ্যে মাত্র একজন ফিরে এসেছে। অবশ্য সে চায়নি শুধুমাত্র কন্ট্রাক্ট রিনিউতে ঝামেলার কারনে ফিরে এসেছিল। সত্যি বলতে কি, দেশে ফিরে এসে যে ঝামেলা পোহাতে হয়, সাধারনত কেউই আসতে চায় না। যেমন ধরেন আমার ছোট ভাই। পিএইচডি করার পর ও ফিরতে চাইলো। কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে লেকচারার পোস্টে দিতে চাইলো। সে বললো, যারা কাল পাশ করে জয়েন করে তারা ও লেকচারার আর অামি পিএইচডি করে ও একই পোস্টে। তার উপর আছে বেতন স্কেল, পলিটিক্স.......... থাক অতো কথা নাই বলি।

যথারীতি ভালোলাগা..... সারাক্ষন নেগেটিভ খবরের মাঝে এক বিন্দু আলোক বার্তা। +++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে মেধার কদর হয়না। উপরন্ত চলে নানা পলিটিক্স।খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী মুহম্মদ জাফর ইকবাল যুক্তরাষ্ট্রে বড় চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তার হাত ধরে বিশ্ববিদ্যালয়টি বহুদূর এগিয়েছে। অথচ কিছুদিন আগে আমরা কি দেখলাম। জয় বাংলা স্লোগান দিয়ে উনাকে শারীরিক লাঞ্ছিত করা হয়েছে।(এই বক্তব্য পরে তিনি প্রত্যাহার করেন)
প্রবাসীদের গুণীদের নিয়ে এই পোস্ট তৈরি করতে গিয়ে এরকম আরো অনেকের বক্তব্য থেকে জেনেছি তাঁদের দেশে থাকার ইচ্ছা ছিল, ফিরেও এসেছেন পরে কোন না কোন তিক্ত অভিজ্ঞতার কারনে দেশ ছেড়েছেন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন সোহানী।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

জুন বলেছেন: আমাদের দেশের এত এত গুনীজনকে দেখে খুব ভালোলাগলো গিয়াস লিটন । শেয়ারের জন্য ধন্যবাদ :)

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫০

কাতিআশা বলেছেন: আমার রুমমেট এর ইনফো দিলাম:
আমার রুমমেট এর ইনফো দিলাম:

আসমা নাজ
সিনিয়র লেকচারার, ইউনিভারসিটি অফ টেক্সাস, ডালাস

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসমা নাজ এর মত গুণীজন আপনার রুমমেট জেনে ভাল লাগলো । এ থেকে আপনার সম্পর্কেও কিছুটা ধারনা করতে পারছি।
তথ্য দিয়ে সহায়তার জন্য ধন্যবাদ জানবেন কাতিআশা (আপনার নামটা জাপানী জাপানী মনে হয় B-) )

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!!
বেশ মনভালো করা পোষ্ট ।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.