নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কেউ ঠকিয়ে খুশি, কেউ ঠকে খুশি। =p~ (ভিডিও সহ)

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪


আবাসিক গলির মাথায় ১৫/২০ জনের এক জটলা থেকে হাস্যরোল আর উল্যাস ধ্বনি শোনা যাচ্ছে। আমিও এগিয়ে গেলাম, দেখি স্টিলের তৈজসপাতির পশরা মেলে ২৫/২৮ বছরের এক মহিলা হকার।
ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। একজন একটা বড় থালা দেখিয়ে বলল, এটা কত?
মহিলা বল্ল-এগারোশ টাকা
- দুইটা নিলে কত?
- দুইটা নিলে ১১শ আর ১১শ মোট দেন ৮৫০। জনতার হাস্য রোলের ভিতর ক্রেতা দাম পরিশোধ করলেন।
আরেকজন বলল এই চামুচ সেটের দাম কত? মহিলা বলল – আড়াইশ টাকা।
- আর দুইটা নিলে?
- দুইটা নিলে এই হইল আড়াইশ, এই আড়াইশ মোট কত হইল?
মহিলাটার প্রতি আমার মায়া হল।হিসাব পত্র জানেনা দেখে মানুষ তাকে ঠকিয়ে পৈশাষিক আনন্দ পাচ্ছে। আমি উত্তর দিলাম- মোট হইল পাঁচশ।
মহিলা আমাকে ধমক দিয়ে বললেন- আপনি কি জানেন মিয়া? ক্রেতার দিকে তাকিয়ে বললেন- এই হইল আড়াইশ, এই আড়াইশ মোট দেন দুইশ পঞ্চাশ টাকা।
মনটা খারাপ হয়ে গেল, হতাশ হয়ে স্থান ত্যাগ করলাম।

দেখুন ভিডিওতে----

এর ঘন্টা খানেক পরে জেলা শহরের উদ্যেশ্যে বাসে উঠলাম। শেষ সময়ে গাড়িতে উঠে আমার পাশে বসলেন এক মহিলা। খেয়াল করে দেখি সেই হকার, সাথের ব্যাগ খালি।সব বিক্রি হয়ে গেছে।
বললাম- একটু আগে আপনাকে না দেখলাম থালা চামুচ বেচছেন ?
মহিলা বলল –হ্যাঁ ।
বললাম- হিসাব পত্র না শিখে আপনাকে এই ধান্দা করতে কে বলেছে? আপনিতো ঠকে ভুত হয়ে যাচ্ছেন ।
মহিলা বললেন- হ ভাইজান, মানুষ খালি ঠকায়, আপনিও আড়াইশ, আড়াইশ পাঁচশ বলে আমাকে ঠকাতে চাইছিলেন।
আমি বিব্রত।
বললাম- সব মালতো বিক্রি করে ফেলেছেন। কত টাকার মাল এনেছেন আর কত বিক্রি উঠেছে হিসাব করেছেন?
মহিলা বলল - হিসাব আপনিই করেন, সতেরশ টাকার মাল এনেছি,বিক্রি উঠেছে তেতাল্লিশ’শ টাকা। কেলাশ টেন পর্যন্ত পড়েছি।এত বোকা ভাইবেন না ভাইজান।

আমার এখন ক্রেতাদের জন্যই মায়া হচ্ছে।



মন্তব্য ৬৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: নাহিদ কাকুর আমলে ক্লাস টেন পাশ মনে হয়।হিসেবে ভুল করলেও ঠকে না। ;)

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~

২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,





ভাবছেন কি যে, গিয়াস উদ্দিন লিটন একলাই চালাক ? :P
আপনার জন্যেই আমার এখন মায়া হচ্ছে , ক্লাস টেন পাশের কাছে চালাকিতে হেরে গেলেন । ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষায় পাশ করেছেন তো , তাই সৃজনশীলতে শেখেন নাই .................... :( :((
( জাষ্ট কিডিং ;) )

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লোক ঠকানোর এত এত পদ্ধতি! সৃজনশীলতায়ও কোন কাজ হচ্ছে না ভাইজান। :P

৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: ভুলে ভুলে আমরা কতটা শিক্ষিত তা একজন অশিক্ষিত সবার আগে বুজতে পারে।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহিলাটির সৃজনশীলতায় আমি মুগ্ধ!

৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গিয়াস ভাই আপনিও প্রশ্নফাঁস প্রজন্ম হয়ে গেলেন। :D

১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :-P :-P

৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

চাঁদগাজী বলেছেন:


মেয়েটি বিক্রয়ের জন্য নতুন মেথামেটিক্যাল অলগারিদম বের করেছে: সে ২ টি প্লেট ৮৫০ টাকা বিক্রয় আনুমানিক ১২৫% লাভ করবে ঠিক করে রেখেছে; মাঝখানে ১১০০ টাকা, + ১১০০ টাকা যোগ করতে গিয়ে ভুলে ৮৫০ টাকা করাতে ক্রেতারা সহজে কিনছে; সে ভালো পদ্ধতি বের করেছে।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঙ্গালী কাউকে ঠকাতে পারলে আমোদ পায়। মহিলা এই সুযোগ নিয়েছে,আমি তার বুদ্ধি দেখে আমি তাজ্জব হয়ে গেছি!

৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

আবু তালেব শেখ বলেছেন: এরা গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। ঠকবাজ এই মহিলা গুলো। আমাদের এলাকায় মহিলাদের হাতে পিটুনি খেয়েছে কিছুদিন আগে।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টেকনিকটা চমৎকার। কেউ ধরতে পারেনি। ভিডিওটা ভাইরাল হবার পর সকলে মহিলার জন্য আফসোস করেছে।

৭| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতো দেখি চোরের উপর বাটপারি!!!:P সরলতাকে পুঁজি করে টাউটগিরি!!

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদের সরল বলছেন এরাই বাটপার। ভেবেছে মহিলাকে ঠকায়ে নিজে লাভবান হচ্ছে।

৮| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা এরকম ঠকবাজদের আমিও অনেক দেখেছি আমাদের এলাকায় কিছু পুরুষ আর মহিলা বিক্রিতারা যেতে এই স্টালের থালা-বাটি, চামচ নিয়ে তারাও এই রকম হিসাব দিয়ে বিক্রি করতো । তখন ছোট্টা ছিলাম বলে কিছু বুজতে পারিনি পড়ে যখন বড়রা বলতো তখন বুজতাম। আজ অনেক দিন পর এইরকম ঘটনা আপনার থেকে জানলাম।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলি, লোক ঠকানোয় নোবেল থাকলে সেটা বাঙালি পাইতো।

৯| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন:

ছিঃ ছিঃ ছিঃ

আপনিও আড়াইশ আড়াইশ ৫০০ বলে মহিলাকে ঠকাতে চাইছিলেন !!!!!!!

মহিলা চালু আছে।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বরাবরই অংকে কাচা অনিক ভাই । :P

১০| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এই যে দুনিয়া
কিসেরও লাগিয়া

কত যত্নে ঠকাইতেছেে
আবার ঠকতাছে সবাই।
একটু দেখনা ভাই
হায়রে একটু দেখনা ও ভাই।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার বিষয় হচ্ছে যে ঠকেছে সেও খুশি।

১১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইরকমভাবে ঠকতে শিখতে হবে

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিদিনই ঠকানো নতুন্ নতুন ফন্দি আবিস্কার হচ্ছে , শিখে কুল পাবেন না রাজপুত্র।

১২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সমাজের উপর থেকে নিচ পর্যন্ত আমরা প্রায় সবাই সবসময় অন্যকে ঠকানোর ফন্দি-ফিকিরে ব্যস্ত। কী আর বলব? চোরের উপর বাটপারি মনে হয় একেই বলে।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সম্রাট ইজ বেস্ট মহিলার অভিনয় রিতিমত অস্কার পাওয়ার মত।

১৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ক্রেতারাতো নিজেরা চালাক মনে করে মাল কিনছে আর মহিলাটিকে ঠকিয়ে কেলকেলিয়ে হাসছে ঠকাতে পেরেছে দেখে। মহিলার পদ্ধতি দারুণ ছিল ঠকবাঝদের এইভাবেই শিক্ষা দেওয়া ধরকার।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্যকে ঠকাতে গেলে নিজেই ঠকতে হয় এ তারই প্রমান সুজন ভাই।

১৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

শাহিন বিন রফিক বলেছেন: পৃথিবী এখন ঠকময়

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন শাহিন

১৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

নতুন নকিব বলেছেন:



সমাজের অসংখ্য অসংগতির একটির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। ধন্যবাদ, লিটন ভাই।

প্রতারনার সয়লাবে বুঝি ক্রমে ডুবে যাচ্ছি আমরা। দেশের উঁচু-নিচু, শিক্ষিত-অশিক্ষিত সকল পর্যায়ে এই ঠকবাজির কারবার। কৌশল ভিন্ন হলেও লক্ষ্য সবার বিত্ত-বৈভবের অধিকারী হওয়া। তা যত অনৈতিকভাবেই হোক, প্রতারনার যত কৌশল খাটিয়েই হোক না কেন।

আর, কত যে বিচিত্র ঢংয়ের প্রতারনার অভ্যূদয় ঘটছে দিন দিন। চিন্তারও বাইরে।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত যে বিচিত্র ঢংয়ের প্রতারনার অভ্যূদয় ঘটছে দিন দিন। চিন্তারও বাইরে। ঠিক বলেছেন নতুন নকিব ।
নীতি নৈতিকতার বালাই হীন এক বিশৃঙ্খল সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা।

১৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

কামরুননাহার কলি বলেছেন: ঠিকই বলেছেন ভাইয়া পৃথিবীতে যদি এই নিয়ম থাকতো যে মানুষ ঠকানোর জন্যও নোভেল পুরস্কার পাবে তাহলে সবার আগের লিস্টে থাকতো বাংলাদেশ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলি, মহিলাটির অভিনয়ও রীতিমত অস্কারের যোগ্য ।

১৭| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আমি সারাজীবন ঠকে গেছি। কিন্তু কোনোদিন কাউকে ঠকাই না।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিই জিতে গেছেন। যারা ঠকিয়েছে তারাই প্রকারান্তরে ঠকেছে রাজীব ভাই।

১৮| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

কালীদাস বলেছেন: মাথা আউলায়া গেছে ভাউ :||

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও =p~

১৯| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: জগতটাই এমন, কেউ ঠকে কেউ ঠকাই। কেউ মারে কেউ মাইর খায়।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর থেকে পরিত্রানের কি কোন উপায় নেই?

২০| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো পদ্ধটি বেছে নিয়েছেন উনি :P

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ক্রিয়েটিভিটিও বলা যায়

২১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

মিরোরডডল বলেছেন: ভদ্রমহিলা সুপার স্মার্ট
যেমন ক্রেতা সেরকম বিক্রেতা

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন MirroredDoll

২২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন: ঠকলে শেখা যায় :P

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিখতে শিখতে জীবন গেল :P

২৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

খাঁজা বাবা বলেছেন: ভিডিওটা অনেক দিন যাবত দেখছি।
ভাবছিলাম এমন ই কিছু একটা হবে

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ খাঁজা বাবা

২৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: ঠকের কাহিনী শুনে তো কী বলবো ঠিক করতে পারছি না !
তবে আপনি দারুণভাবে পরিবেশন করেছেন পুরো ঘটনাটা ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।

২৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

নতুন বিচারক বলেছেন: বাঙালি পারেও বটে ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন বিচারক, পুরান জন কি সিনহা বাবু? :P

২৬| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: হাহাহা..........ভিডিও'টা আগে ফেসবুকে দেখেছিলাম। আরো মজার কথা হলো, একদিন আমাদের বাসায় ও এমন একজন বিক্রেতা এসেছিল। সে এক মজার ব্যাপার।

তারা এমন করে যাতে দ্রুত বিক্রি করে লাভসহ বাড়িতে চলে যেতে পারে। বুঝেন তো, পাগলও নিজের ভালো বোঝে।

+।

১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাগলও নিজের ভালো বোঝে। সুন্দর বলেছেন।

২৭| ১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

সোহানী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন , ভাবছেন কি যে, গিয়াস উদ্দিন লিটন একলাই চালাক ? :P

হাহাহাাহাহা........... দেখলেনতো কে বেশী বুদ্ধিমান? দুইয়ে দুইয়ে যে পাঁচ হয়ে তা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল..........

১২ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি চালাক নয়, ঠকা খাওয়াদের দলে।
কালও এক জেলে দেশি মাগুর বলে ৫০০ টাকায় আমাকে ছোট থাই মাগুর গছিয়ে দিয়েছে। যার দাম ১০০ টাকা :D :D

২৮| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: ওয়াট অ্যা সারপ্রাইজ!




:P

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবা

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মেয়া ভাই

২৯| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

মলাসইলমুইনা বলেছেন: গিয়াস ভাই :এটা কি নারী দিবস উপলক্ষ্যে লেখা ছিল ? মহা স্মার্ট মহিলা ! মার্কেটিঙের এ টু জি সবইতো দেখি এর নখদর্পনে | সে না করলে অন্য কেউ না কেউতো একই কাজ করতো |কি আর করা যাবে ? এভাবেই চলবে দেশের মানুষের জীবন প্রতারণা করে বা তার স্বীকার হয়ে | অনেক ধন্যবাদ নেবেন |

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন,কেউ প্রতারণা করছে আর কেউ প্রতারিত হচ্ছে এভাবেই চলছে দেশ

৩০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

শামচুল হক বলেছেন: ঠকাঠকির গল্প ভালই লাগল।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা ধন্যবাদ শামচুল হক ভাই।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

বর্ষন হোমস বলেছেন: বাহ।পদ্ধতি টা অসাধারন।ব্যাবসায়িক ভাইয়েদের জন্য প্রচুর কাজে লাগবে।মানুষকে খুব সহজেই বোকা বানিয়ে দিচ্ছে।

ধন্যবাদ পোষ্ট দেওয়ার জন্য।কোনদিন জানি এভাবে ধরা খাইতাম।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বর্ষন হোমস

৩২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে আক্কেল গুড়ুম!
মহিলাটির অভিনয়ও রীতিমত অস্কারের যোগ্য (১৬ নং প্রতিমন্তব্য) - :)

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা
অনেক ধন্যবাদ জনাব খায়রুল আহসান ।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিডিওটা আগেও দেখেছি। মহিলা কিন্তু নির্বিকার। কিন্তু লাভ হইছে! কেমনে কী??

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটাকে নিখুত অভিনয় বলতে পারেন।

৩৪| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৮

নিশি মানব বলেছেন: নোয়াখালীতে থাকা আমার এক ফ্রেন্ড ঢাকা কলেজে পড়তো।
একবার সে হাজার পাচেক টাকা ধার চেয়েছিলো। দিলাম। সপ্তাহ খানিক পর দিয়ে দিলো। কদিন বাদে আবার চাইছিলো। দিলাম। মাস খানিক পর দিয়ে দিলো। এরপর আবার চাইলো। লেনদেন ভাল দেখে দিলাম। সপ্তাহ খানিক পর রিটার্ন। এরপরে তার নয়, আমার প্রয়োজন থাকায় তার থেকে নিলাম। দশ দিন বাদে পাচ হাজার ফেরত দিয়ে দিলাম। এতোক্ষন পর্যন্ত সব ঠিক ছিলো। বিপত্তি ঘটেছিলো পরের মাসে। সে পাচ হাজার নিয়ে আর দেয়না। জিজ্ঞেস করলে বলে, ওটা তার টাকা। কিভাবে, ঐযে নিয়েছিলাম। বল্লাম, ওটাতো দিয়েছি। সে বলে আগে নিয়েছি। মাথা পুরা আউলায়ে গেছিলো। এরকম প্যাচ দেখে নিজেই কনফিউজড হয়ে গেছিলাম নিজেরটা।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এখানে একজন দোকানদার মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ঠিক মত দিয়ে দিত। এভাবে বিশ্বাস অর্জন করে এক দিন ৩২ জনের কাছ থেকে লাখ তিনেক টাকা নিয়ে ডাইরেক্ট ইন্ডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.