নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রঙ্গ ভরা অঙ্গনে মোর-৪

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০০




১০ নম্বর বিপদ সংকেত চলছে, দ্বীপ থেকে সকল লোককে সরিয়ে নেয়া হলেও একজন ধার্মীক লোক কিছুতেই উদ্ধারকারীদের সাথে যেতে রাজি হচ্ছিল না। তার যুক্তি সে সারা জীবন ঈশ্বরের উপাসনায় কাটিয়েছে, তার মানুষের সাহায্যের প্রয়োজন নেই; ঈশ্বরই তাকে রক্ষা করবেন। পরবর্তিতে নৌকা নিয়ে একজন উদ্ধার কর্মী এলেন উনাকে নিয়ে যেতে, তারও পরে একজন এলেন স্পিড বোট নিয়ে। লোকটার এক কথা তিনি মানুষের সাহায্য চান না ঈশ্বর তাকে সাহায্য করবেন, বলেই তিনি প্রার্থনায় রত হলেন

ইতোমধ্যে ঝড়ের তীব্রতা বাড়ছে, জোয়ারে তলিয়ে যাচ্ছে সারা দ্বীপ। একটা লোক দ্বীপে আটকা পড়ে আছে জেনে রেডক্রসের হেলিকপ্টার পাঠানো হল তাকে উদ্ধারের জন্য, লোকটা আগের যুক্তি দেখিয়ে এবারও উদ্ধার কর্মীদের ফিরিয়ে দিলেন। অবশেষে ঝড়,জোয়ারে লণ্ডভণ্ড হয়ে গেল দ্বীপ। লোকটা যথারীতি মারা গেল।

লোকটিকে ঈশ্বরের সামনে হাজির করা হল। সে বলল- ঈশ্বর সারা জীবন তোমার প্রার্থনায় কাটিয়েছি,মিথ্যা বলিনি,মন্দকাজ করিনি। আর তুমি কিনা আমাকে উদ্ধার না করে পানিতে তলিয়ে মারলে?
ঈশ্বর বললেন- তোর জন্য আমি নৌকা পাঠিয়েছি, স্পিডবোট পাঠিয়েছে, সর্বশেষ হেলিকপটারও পাঠালাম তুই উঠলিনা, আমি তোর জন্য আর কি করতে পারি বল?

আপনি উটে চড়ে শহরে এলেন। শহরের বাইরে ‘আল্লাহ ভরসা’ বলে উটটাকে ছেড়ে দিয়ে আপনি বাজার,সদাই করতে এলেন। বাজার করে গিয়ে দেখেন উট নাই। হাটতে হাটতে উটটা কোন দিকে হারিয়ে গেছে। মনে মনে আল্লাহকে দুষলেন।
আল্লাহ আপনাকে উটটা ছেড়ে রেখে যেতে বলেন নি। ইসলাম বলছে, আপনি উটটাকে বেঁধে রাখুন। তার পরও নানা বিপদ আপদ হতে পারে,উটটা চুরি হয়ে যেতে পারে,রশি ছিড়ে পালাতে পারে, এর জন্য আপনি আল্লাহর হাওলা করুন।
অর্থাৎ নিজের জান,মাল,ইজ্জত,আব্রু রক্ষার্থে সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করুন,যতটুকু সম্ভব নিজে ব্যবস্থা নিন তার পর আল্লাহর উপর ভরসা রাখুন।

ঝড় জলোচ্ছ্বাস তথা প্রাকৃতিক বিপর্যয়ে অনেকে নামাজ,দোয়া-কালাম,খতমে খাজেগান পড়ার পরামর্শ দেন।মুসলমান হিসাবে আবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত, এতে আমিও নিষেধ করিনা। তবে সর্বাগ্রে নিজের সামর্থের সবটুকু দিয়ে নিজের জান,মাল,ইজ্জত,আব্রু রক্ষার চেষ্টা করুন। সামর্থের বাইরেরটার ব্যাপারে আল্লাহর সাহায্য চান।

পরিশেষে-ইন্ডিয়ার পুনে,ওড়িশায় ফণীর আস্ফালন চলছে, সামুর জনপ্রিয় ব্লগার পদাতিক চৌধুরীর সাথে আলাপ হয়েছে। উনি নিরাপদে আছেন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগার পদাতিক চৌধুরী কোথায় বাস করেন?

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পশ্চিমবঙ্গ, বারাসাত।

২| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা এই মুহূর্তে আপনার ও পাড়াতে কমেন্ট করলাম। ব্লগে ঢুকেই দেখছি আপনি হাজির। আমি আমার নিরাপদ উপস্থিতি জানান দিলাম। সকলের মঙ্গল হোক। একি! লাস্টে আপনি আমার নিরাপদ অবস্থানের কথা উল্লেখ করলেন। যাক গিয়ে, এক দিক দিয়ে ভালোই করেছেন, নইলে এরপরে ব্লগে আমার নাম মিসিং ডায়েরি হয়ে যেত।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপস্থিতি জানান দেয়ায় আনন্দিত!
ভারত সরকার আগাম প্রস্তুতি নেয়ায় আশা করছি ক্ষয় ক্ষতি সহনীয় মাত্রায় থাকবে।

৩| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যদি ঝড়ের মতো বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারতেন, তিনি অবশ্যই এই ধরণের ঝড়ই দিতেন না; ঝড় না দেয়াই ঝড় থেকে রক্ষার সঠিক উপায়, একটু লজিক্যালী ভাবার শুরু করেন।

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই জাতীর ভাগ্য পরিবর্তন করেননা, যতক্ষণ পর্যন্ত না তারা নিজে চেষ্টা করে। (সুরা আনফাল,আয়াত ৪৮ থেকে ৫৪)আমার পোস্টের মুল কথা ছিল , আগে নিজের চেস্টা,পরে আল্লাহ ভরসা!
এখানে লজিকের ঘাটতি কোথায় হল বুঝতেছিনা!!!

৪| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: দারুণ দারুণ !! চেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়।
সময়োপযোগী লেখায় +।

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি সুমন কর।

৫| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: পদাতিকরে পেলেন কোথায়? পদাতিক কি সমুদ্র পাড়ে না কোলকাতায়?

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনি ভারতের বারাসাতে আছেন।
অনেক দিন পর প্রামাণিক ভাইর মন্তব্য পেয়ে ভাল লাগলো।

৬| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লিটন ভাই সালাম নিবেন । অবশেষে ব্লগে ঢুকতে পারলাম । আপনার লেখাটা পড়লাম । খুব ভাল লাগল । আপনি অনেক সহযোগিতা করার চেষ্টা করেছেন । আবার ও অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখা বরাবরের মতো ভাল লাগল ।

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ব্লগে দেখে খুব ভাল লাগছে।
আমার পোস্টে দেখে আরও বেশি আনন্দিত।
আমাদের কিছু মানুষের কাছে সামু নেশার মত। যে কোন উপায়ে সামুতে ঢুকতে না পারলে স্বস্থি নাই।

৭| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই নিজের চেষ্টা আগে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে সাহায্য করবেন না, যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে রক্ষা করার চেষ্টা না করছি।

ধন্যবাদ লিটন ভাই।

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল ফেবুতে 'সাইক্লোনে করণীয়' টাইপের এক পোস্ট দিয়ে অনেক মোল্লা মুন্সীর মন্তব্য পেয়েছিলাম। তার রেশ ধরেই এই পোস্টের উৎপত্তি।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

৮| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা.... প্রিয় প্রামানিক ভাইয়ের কথা শুনে না হেসে পারলাম না। আমি তো আর ছড়া লিখতে পারিনা যে দীঘার সমুদ্রে গিয়ে বসে বসে ছড়া লিখবো। রুদ্র দেবের রোষানলে গৃহবন্দী ছিলাম। অবশেষে পবন দেবের রোষানলে অবরুদ্ধ মুক্ত হলাম। হাহাহাহাহা..

০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইয়ের মন্তব্যের রেশ ধরে পুনঃমন্তব্যের জন্য পুনঃধন্যবাদ নিন পদাতিক দা।

৯| ০৩ রা মে, ২০১৯ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



যে দু'টো ঘটনার কথা বললেন তাতে বলতেই হয় - সৃষ্টিকর্তা নিজের হাতে কিছুই করেন না, এর জন্যে তাঁর রয়েছে আলাদা ব্যবস্থা যেটাকে আমরা মানুষের " জ্ঞান-বুদ্ধি" বলি সেটা ঠেসে দিয়েছেন মানুষের মগজে। এটাকে যে যেভাবে কাজে লাগাবে ফলটাও হবে তেমনি মিষ্টি বা টক কিম্বা ঝাল হবে।

সুপার ঝড় ফণীর ধংশ ছোবল থেকে সকল মানুষ-প্রানী-বৃক্ষরাজী নিরাপদ থাকুক।
সহব্লগার পদাতিক চৌধুরী নিরাপদ আছেন জেনে ভালো লাগলো। ওপার বাংলায় আমাদের আরও অনেক সহব্লগার আছেন তাদেরও মঙ্গল কামনায়!!!!!!!!!!!

০৩ রা মে, ২০১৯ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপার ঝড় ফণীর ধংশ ছোবল থেকে সকল মানুষ-প্রানী-বৃক্ষরাজী নিরাপদ থাকুক।--- ওপার বাংলায় আমাদের আরও অনেক সহব্লগার আছেন তাদেরও মঙ্গল কামনায়!!!!!!!!!!! সুন্দর শুভ কামনার সাথে সহমত।
ধন্যবাদ নিন জনাব আহমেদ জী এস

১০| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:২৫

মাহমুদুর রহমান বলেছেন: এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ।

০৩ রা মে, ২০১৯ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাহমুদুর রহমান

১১| ০৩ রা মে, ২০১৯ রাত ১০:৪৭

বলেছেন: সময়োপযোগী লেখা
লজিক্যালী ভাবানার সব প্রশ্নের উত্তর কোরআনে দেওয়া আছে রে মনু --
প্রভু আমাদের শিখায় তোমরা মায়ের সাথে জিনা করো না।
প্রভু আমাদের শিখায় বোনের সাথে সেক্স করো না।
প্রভু আমাদের শিখায়গরিব কে সেবা করো।
প্রভু আমাদের শিখায়অন্যের দুর্নাম করো না।
প্রভু আমাদের শিখায় সুদ নিওনা- দিও না
প্রভু আমাদের শিখায় ঘুষ নিও না -দি ও না।
প্রভু আমাদের শিখায় বিয়ে করে সেক্স চাহিদা মিটাও
প্রভু আমাদের শিখায় নিজের মেয়ের সাথে সেক্স কর না
প্রভু আমাদের শিখায় সম্পদ বেশী হলে জাকাত দাও ,
প্রভু আমাদের শিখায় অন্যায়ের প্রতিবাদ কর,
প্রভু আমাদের শিখায়,বিপদে সবুর করো ,
প্রভু আমাদের শিখায় মায়ের সাথে খারাপ ব্যবহার কর না,
প্রভু আমাদের শিখায় বাবা কে সম্মান মাকে সম্মান করো, ---------চলবে

০৪ ঠা মে, ২০১৯ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব সেসে প্রভু আমাদের শিখান নিজের বিবেক খরচ করে ভাল মন্দ বেছে নিতে।

১২| ০৩ রা মে, ২০১৯ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:

একমত । শুধু স্রষ্টাকে দোষলে লাভ নেই । তিনি উসিলা দেন আকঁড়ে ধরে বাঁচতে । সেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে । পদাতিক ভাই নিরাপদে আছেন েজেনে ভালো লাগছে । আপনিও নিরাপদে থাকুন সেই কামনা করি ।

০৪ ঠা মে, ২০১৯ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নিন রাকু হাসান

১৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



আসলে মানুষের বিশ্বাসের শিকড় অনেক গভীর। মানুষ তার বিবেক ও সমাজ থেকে পাওয়া শিক্ষা থেকে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পারে। শুধু বিশ্বাসের উপর অবিচল থাকলে জীবন প্রদীপ নিভে যেতে পারে।

০৪ ঠা মে, ২০১৯ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন কাওসার চৌধুরী। ধন্যবাদ নিন।

১৪| ০৪ ঠা মে, ২০১৯ রাত ২:২৭

আকতার আর হোসাইন বলেছেন: পদাতিক চৌধুরী ভাই, ইন্ডিয়ায় বাস করে জানতাম না। একবার ওনার মন্তব্য না পোস্ট পড়ে ধারণা করেছিলাম মাত্র যে ওনি ইন্ডিয়ার। যাইহোক, ওনি নিরাপদে আছেন জেনে স্বস্তি বোধ করছি।

আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক..

০৪ ঠা মে, ২০১৯ সকাল ১১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর বেশ কয়েকজন ব্লগার আছেন ইন্ডিয়ান বাঙ্গালী।
মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব আকতার আর হোসাইন

১৫| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:১৬

শরতের ছবি বলেছেন:


আপ্নি সময় উপযোগি ভালো পোস্ট দিয়েছেন । ভালো কথা বলেছেন । আমরা সবসময় বিতর্কের বাইরে থাকি ।এটাই মঙ্গল । ভালো থাকুন , নিরাপদে থাকুন দুআ রইলো ।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শরতের ছবি

১৬| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ ঝড় দিচ্ছেন, উনি আবার ঝড় থেকে রক্ষাও করবেন; মগজহীনদের লজিক।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু আল্লাহর উপর ভরসা না করে বিপদেের সময় প্রাপ্ত সুবিধাগুলি কাজে লাগান। এই বুঝাতে উপরের গল্পের অবতারণা।

১৭| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অন্ধ আবেগের চেয়ে যুক্তিপূর্ন বিশ্বাস আর ভরসার স্থান উর্ধে!


++++

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন ভৃগু'দা

১৮| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ১০:৩৫

বাংলার মেলা বলেছেন: @চাদ্গাজী, আল্লাহ ঝড় দিয়েছেন - এটা আপনাকে কে বলল? বায়ুমন্ডলে তাপ ও চাপের তারতম্যের কারণে ঝড়, বৃষ্টি এসব হয় আপনার জানা নেই? আল্লাহ মানুষকে দিয়েছেন বুদ্ধি, যাতে এসবের মোকাবিলা করে মানুষ আরও শক্ত হয়। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে ঝড়-বন্যা-জলোচ্ছাস-ভূমিকম্প এগুলোরও দরকার আছে।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন।

১৯| ০৪ ঠা মে, ২০১৯ দুপুর ১২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আবেগের চেয়ে যুক্তি ভালো। পদাতিক ভাই সেফ আছেন জেনে খুশি হলাম।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স

২০| ০৪ ঠা মে, ২০১৯ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



@বাংলার মেলা ,

আমি পোষ্ট অনুযায়ী মন্তব্য করছি; ঝড় কিভাবে হয়, সেটা আমার জানা আছে! লেখক ঝড়ে মৃত ব্যক্তিকে আল্লাহের সামেন নিয়ে গেছে, উহা আপনার পঁচা মগজে প্রবেশ করেনি এখনো? আল্লাহ কোন ঝড়-বৃষ্টি দেন না, কাউকে রক্ষাও করেন না; আল্লাযহকে রক্ষা করেন মানুষ।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃত ব্যাক্তি কারো সামনে হাজির হওয়া না হওয়া জীবিত কারো জানার কথা নয়। এটা ছিল স্রেফ গল্প।
তাছাড়া গল্পে আমি আপনার উল্ল্যেখিত 'আল্লাহ' শব্দটা ব্যবহার করিনি।

২১| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

হারাধণ০২ বলেছেন: মডুরা কুত্তা পালে কুত্তার গলায় চেইন লাগায় না কেন?
গল্পে অনেক ভালো লাগা ।

০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্প ভাল লাগায় আনন্দিত। ধন্যবাদ হারাধণ০২ ।

২২| ০৫ ই মে, ২০১৯ সকাল ১১:০৪

বাংলার মেলা বলেছেন: @চাঁদগাজী, আমার মগজ তো পচা, তাই এসব প্রবেশ করেনা। আপনার টাটকা মগজ খাটিয়ে আমার এই প্রশ্নের উত্তর দিন তো?
- আল্লাহ আছেন আরশে, যেটার কথা পবিত্র কুরআনে আছে। সেখানে তিনি কি কি কি বিপদে পড়তে পারেন, যেখান থেকে আপনার আরাধ্য 'মানুষ' তাঁকে উদ্ধার করতে পারে?
- আল্লাহ কাউকে রক্ষা করেন না, এটা কি বিজ্ঞান (যা নাস্তিকেরা নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করে) প্রমাণ করতে পেরেছে? এক্সোডাসের কাহিনী কি বিশ্বাস করেন? নাকি নিজের চোখে দেখেননি বলে বুজরুকী বলে উড়িয়ে দেবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.