নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

একটি হেলথ টিপস - চুলের জন্য ডিম ও মেহেদি -

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

চুলের জন্য ডিম ও মেহেদির মিশ্রণ অত্যন্ত উপকারী। এতে চুল ঘন হয়, খুশকি দুর হয় এবং চুল হয় ঝকঝেকে, স্বাস্থ্যেজ্বল ও সজীব। মিশণটি তৈরি করতে পরিমাণ মতো হেনা বা মেহেদির গুঁড়ো পানিতে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার এতে একটি ডিম, এক থেকে দুই চা-চামচ মধু এবং পরিমাণ মতো নারিকেল তেল মিশিয়ে ভালোভাবে নাড়ালেই প্যাক বা মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এই প্যাক ঘন করে চুলে লাগিয়ে আধঘন্টা থেকে দুই ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে। পরের দিনে চুলে শ্যাম্পু করতে হবে। এভাবে মাসে দুই বার প্যাকটি ব্যবহার করলে চুল পড়া কমে যাবে, চুল হবে ঘন ও স্বাস্থ্যেজ্বল। আশা করি টিপসটি সকলের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা চুল হারাতে বসেছো। হা হা হা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সাফরিনলিপি২ বলেছেন: ভাল লাগলো আপনার বিউটি টিপস টি।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

তামান্না তাম্মি বলেছেন: ট্রাই করে দেখব |

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

মতিউর রহমান মিঠু বলেছেন: অপনার টিপস যদি কাজে না লাগে তাইলে কিন্তু আপনার মাথায় ১টা চুলও অবশিষ্ট থাকবনা জনাব হাহাহা :-B :-B :-B :-B :-B :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

রুপম হাছান বলেছেন: আশা করছি আপনি রেজাল্টা হাতে হাতে পেয়ে যাবেন। তবে যেভাবে বলা হয়েছে ঠিক সেই ভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ। হা হা হা। লাইকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.