নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-রসের হাঁড়ি-

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮


স্ত্রী: ভাবছি চুলটা ছোট করে কেটে ফেলি। কি বল?
স্বামী: কেটে ফেলো।
স্ত্রী: এত কষ্ট করে বড় করলাম...
স্বামী: তাহলে কেটো না ৷
স্ত্রী: কিন্তু আজকাল ছোট চুলই তো ফ্যাশন!
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: আমার বন্ধুরা বলে যে আমার যে মুখের কাটিং তাতে বড় চুলই মানায়।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: কিন্তু ইচ্ছে তো করে।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: ছোট চুলে তো বিনুনি হবে না।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি, নাকি!
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: বাজে করে কেটে দিলে?
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: না। কেটেই দেখি না একবার।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি দায়ী!
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: আসলে ছোট চুল সামলাতে সুবিধা।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: ভয় করে, যদি খারাপ লাগে।
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: না, একবার কেটেই দেখি।
স্বামী: তাহলে কেটে ফেলো।
স্ত্রী: তাহলে কবে যাবে?
স্বামী: তাহলে কেটো না।
স্ত্রী: আমি মায়ের কাছে যাবার কথা বলছি।
স্বামী: তাহলে কেটে ফেলো!
স্ত্রী: কি আবোল তাবোল বলছো! শরীর খারাপ নাকি? স্বামী: তাহলে
কেটো না! স্বামী এখন পাবনাতে ভর্তি আছে, মাঝে
মাঝেই হঠাৎ করে বলে ওঠে 'তাহলে কেটো না...তাহলে
কেটে ফেলো! তাহলে কেটো না...তাহলে কেটে ফেলো!'

হাস্যরসটি সংগ্রহকৃত। নিজের তৈরি নয়। তবে সবার জন্য শেয়ার করলাম। নিশ্চয় আপনারও ভালো লাগবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

রুপম হাছান বলেছেন: কৌতূকটি পড়ে আমি হাঁসতে হাঁসতে চেয়ার নিয়ে পিছনে পড়ে গেলাম! হা হা হা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: সাদামাটা।

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

রুপম হাছান বলেছেন: হয়তো বা। আমি প্রথম পড়েছিলাম তো, তাই হয়তো বেশি কৌতূহল হয়েছিলো। যাই হোক। ধন্যবাদ আপনার সুচিন্তিত অভিব্যক্তি প্রকাশ করার জন্য।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

রুপম হাছান বলেছেন: সহমত। ধন্যবাদ ভাই স্নিগ্ধ শোভন আপনাকে। আপনার কাছে ভালো লেগেছে বলে আমারও আরো কিছুক্ষণ হাঁসার উদ্রেক হলো। হা হা হা।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: মজা পেলুম বেশ B-) =p~

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর আপনাকে। আপনাকে সামান্যতম হাসির সূড়সুড়ি দিতে পেরে নিজেও কিছুটা অনভব করেছি। কারণ হাসি এমন একটি সংক্রম যা অন্যেকে করতে দেখলে নিজেরও পায়। আপনার হাসিতে আমিও আনন্দিত।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: এর আগেও এটা পড়েছিলাম.,, ব্যাপক মজা পাইছি

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই ধ্রুবক। ভালো লেখা বারবার পড়লেও ভালো লাগে অর্থাৎ যে লেখা পড়ে কিছুটা আত্মিক তুষ্টি অর্জন করা সম্ভব। হোক সেটা কৌতূক, কবিতা কিংবা গল্প।

ধন্যবাদ আবারো, আপনাকে কিছুক্ষণের জন্য হলেও বিনোদিত করতে পেরেছে লেখাটি। তাই আমার কাছেও ভালো লাগছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: হাহাহা...

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই আক্তারুজ্জামান।
সত্যিই কৌতূকটি হাস্যকর। আপনার হাসিটুকু আমাকেও বিনোদিত করছে। চলুন আবার একবার পড়ে একসাথে হাসি।

ধন্যবাদ আপনাকে, আপনার হাসিটুকু আমার সাথে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.