নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-নেগেটিভ ফানি জোকস্-

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

দুইটি নেগেটিভ ফানি জোকস বলি - (রাগ নেয়া যাবে না কিন্তু হাসতে হবে। না হাসলে মাইন্ড খামু!

* বলুন তো ছেলেরা ‘চলে’ বেশি ‘বলে’ কম আর মেয়েরা ‘বলে’ বেশি ‘চলে’ কম, এর কারণ কি!?
জানা নেই তো! বলছি- কারণ, ছেলেদের পা তিনটা আর মেয়েদের ‍মুখ দুই টা! হা হা হা।

* এটি হয়তো আপনারা আগেও জেনে থাকতে পারেন, তবুও বলছি- ‘সামু’তে পাসওয়ার্ড দিয়েছিলাম ‘নুনু’। কিন্তু ‘সামু’ বললো-ইট ইজ টু মাচ শর্ট। আমার নুনু যে ছোট, সেটা ‘সামু’ জানলো ক্যামনে!?.... হা হা হা।

জোকসগুলো হজম করার দায়িত্ব একান্তভাবেই নিজেদের। কারো রাগ এলে আমি দায়ী নই।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

রুপম হাছান বলেছেন: লিখার সময় আমি অনেক হেসেছি এখন আপনাদের পালা। আর দয়া করে কেউ আমাকে গুতা মেরে কিছু বলবে না। হা হা হা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

সিফটিপিন বলেছেন: ২টা ট্যাকা দেন বুটভাজা কিইন্না খামু আর পইরা পইরা হাসুম =p~ =p~ =p~





দ্বিতীয়টা জটিল হইছে বস।
ধন্যবাদ, ভাল থাকুন সব সময়।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই সিফটিপিন আপনার সুচিন্তিত মনের ভাব আমার সাথে শেয়ার করার জন্য। ২ টাকা আপনার কাছে পাঠানোর দরকার কি। আসুন না আমার অফিসে। এসে পেট পুরে খেয়ে যান। আর আমরা উভয়ে তা বলে আর শুনে হাসতে থাকি। ধন্যবাদ আবারো আমার আঙ্গিনায় আপনার কলম মাড়ানোর জন্য।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

উৎপল চক্রবর্ত্তী বলেছেন: ১।রাগ নেয়া যাবে না কিন্তু হাসতে হবে। না হাসলে মাইন্ড খামু।
২। জোকসগুলো হজম করার দায়িত্ব একান্তভাবেই নিজেদের। কারো রাগ এলে আমি দায়ী নই।
৩। লিখার সময় আমি অনেক হেসেছি এখন আপনাদের পালা।
৪। আর দয়া করে কেউ আমাকে গুতা মেরে কিছু বলবে না। হা হা হা।
সব তো হাপ্নেই বলে দিলেন আবার করেও দিলেন , আমরা এখন কী করি ?
আবার লেখা আছে সোনার হরফে “আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার বলার স্বাধীনতার জন্য প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”
এবার একটু হাসতে চাই হে হে হে !

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই উৎপল চক্রবর্তী, আমাকে গুতো মেরে আনন্দ পাওয়ার জন্য। ভাই, আমি তো বলেছি রাগ করা যাবে না কিন্তু হাসি-ঠাট্টা তো বারণ ছিলো না! জানেন তো ভাই উৎপল, শেষ ভালো যার সব ভালো তার।

শেষে যেহেতু আমার সাথে দ্বিমত পোষণ করার সুযোগ ছিলো সেহেতু ঐসকল বাক্য পুণরায় না লিখলেই চলতো কারণ আমি চেয়েছিলাম আপনি যেনো আমাকে হাস্যকর আরো কিছু যোগ করে দেন। যা পড়ে আমার হাসিটুকুর পরিধি আরো বাড়াতে পারি।

যাই হোক শেষ পর্যন্ত আপনাকে আমি হাসাতে পেরেছি এটাই বা কম কিসে। হা হা হা। ভালো থাকবেন এবং পুণরায় আমার আঙ্গিনা পরিদর্শনের আমন্ত্রণ রইল।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

বর্ষন হোমস বলেছেন: ২ নাম্বার অস্থির নেগেটিভ+হাসির

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই বর্ষন হোমস। ভালো লাগলো আপনার ভাবনা আমার সাথে মিলে যাওয়ার জন্য।

ভালো থাকবেন এবং সাথেই থাকবেন। আমার আঙ্গিনায় পুণরায় আমন্ত্রণ থাকলো।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

আহা রুবন বলেছেন: ‌আপনি যে এতটা বোকা তাতো জানতাম না! :( পাসওয়ার্ড দেওয়া লাগত জোড়া দিয়া লম্বা করা নু ... যেটা প্রয়োজের সময় করেন বলে শুনেছি। দেখতেন কেল্লা ফতে!!!!!! =p~ :P

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই আহা রুবন। ভাই আমি বোকা বলেই তো প্রশ্নটা করেছিলাম আর আপনাদের মতো জিনিয়াসদের কাছ থেকে উত্তরগুলো সংগ্রহ করছি। দেখলেন তো [ ‘জোড়া দিয়া লম্বা করা নু ... যেটা প্রয়োজের সময় করেন বলে শুনেছি’ ] কিভাবে সংগ্রহে নিলাম। হা হা হা।

আনপার মন্তব্যর জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি। হা হা হা।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মেলা পুরানো এই দুইটা জোক্স।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই মোটা ফ্রেমের চশমা পুণরায় জোকসগুলো পড়ার জন্য এবং মন্তব্য দিয়ে জ্ঞাত করার জন্য। আবারো আমার আঙ্গিনায় আপনাকে আমন্ত্রণ রইল।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

শহুের বাউল বলেছেন: সব কমেন্ট তো আপনিই করে দিয়েছেন। আমি আর কি কমেন্ট করবো। তবে বলতেই হয় সেই হয়েছে!!!!!!

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই শহুরে বাউল আনপার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। তবে এখানে আমি আমার মন্তব্য করেছি, আপনার জন্য তো পুরো পাতাটাই রেখে দিয়েছিলাম। হা হা হা।

যাই হোক-শেষঅব্দি জোকসগুলো পড়ে কিছুক্ষণের জন্য যে হাসলেন তাতেই ভালো লাগলো। ধন্যবাদ আবারো আমার আঙ্গিনা পরিদর্শনের জন্য।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

দিমিত্রি বলেছেন: :``>> :`>

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই দিমিত্রি সাথে থাকার জন্য। আবারো আসার আমন্ত্রণ রইল।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

প্রবাসী দেশী বলেছেন: সব কমেন্ট তো আপনিই করে দিয়েছেন। আমি আর কি কমেন্ট করবো। তবে আপনি এতো কষ্ট করে ২ তা জোকস দিলেন আপনাকে কিসু না দিলে কেমন দেখায় , তাই নিচের তা আপনার জন্য।



A BOOB, a VAGINA and an ASSHOLE are debating as to who is the greatest of them all
BOOB: I give milk to new born babies and I'm attractive to the opposite sex, that's why I'm the greatest
VAGINA: that's nothing. I give birth to babies and I accommodate the opposite sex, that's why I'm the greatest
.
.
.
.
.
.
.
.
.
Why are you scrolling down? It's your turn to speak!

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই ‘প্রবাসী দেশী’। শেষ-মেষ বাকি গুতা আপনিই মেরে দিলেন! অনেক অনেক রস যোগ করার জন্য আবারো ধন্যবাদ থাকলো। হা হা হা।

তবে ভাই ‘প্রবাসী দেশী’ আমি কোনো ব্যাপারে গ্রেটেষ্ট নয়; আমি সব ব্যাপারে বোকা। তাই ["It's your turn to speak"] এখান থেকে মন্তব্য ক্লোজ করে দিলাম। হা হা হা।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

বেনামি মানুষ বলেছেন: মাফ করবেন,মুখের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। :p হাস্যরসোচ্ছলে বুঝাতে পারেন। তবেই বিষয় টা হাসির থাকবে।

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই বেনামি মানুষ, আপনার চিন্তিত মনের ভাব প্রকাশ করে আমাকে বেকাদায় ফেলে দেয়ার জন্য। হা হা হা। সত্যি বলতে কি এখন আমার মনে হয় পুরো ব্যাপারটির মধ্যে এটিই সবচেয়ে নেগেটিভ উত্তর! হা হা হা।

ভাই বেনামি মানুষ, আবারো অনুরোধ থাকলো; আপনি আপনার বুদ্ধি দিয়ে চিন্তা করে বের করুন, আসলে মুখ বলতে কি বুঝানো হয়েছে!!! কারণ আমি যতবারই বুঝাতে চেয়েছি ততবারই দম বন্ধ হয়ে যাচ্ছিল হাসির চোটে। তাই পুরোপুরি ব্যাখা করতে পারছিনা আপাতত। হা হা হা।

আমন্ত্রণ থাকলো আবারো আমার আঙ্গিনা পরিদর্শন করার জন্য। ভালো থাকবেন।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

বেনামি মানুষ বলেছেন: মাফ করবেন,মুখের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। :p হাস্যরসোচ্ছলে বুঝাতে পারেন। তবেই বিষয় টা হাসির থাকবে।

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

রুপম হাছান বলেছেন: তবে ছোট পরিসরে বলছি-এক মুখ দিয়ে খাওয়ার খায় আর অন্য মুখ দিয়ে পান করে! হা হা হা। আশা করছি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তবে এর বাইরে বুঝিয়ে বলার মতো সক্ষমতা এই মূহুর্তে আমার নাই। হা হা হা। ভালো থাকবেন।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

ডার্ক ম্যান বলেছেন: হাসলাম। এবার কফি পান করান

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই ডার্ক ম্যান। পৃথিবীতে হাসি একমাত্র উপাদান যা অন্য কাউকে করতে দেখলে তা নিজের মধ্যেও আপনা-আপনিই অনুভূত হয়। সেটা হোক বুঝে কিংবা না বুঝে হাসা। কারণ হাসি হচ্ছে একমাত্র সংক্রমন জাতীয় উপাদান যা সংষ্পর্শে না থাকলেও দূর থেকে তা হয়ে যায়।

ধন্যবাদ আবারো ভাই ডার্কম্যান আপনাকে কারণ আপনার হাসির সাথে নিজের হাসিটুকু একটু সময়ের জন্য মিলিয়ে দিলাম। হা হা হা। আমার আঙ্গিনায় পুণরায় পরিদর্শনের আমন্ত্রণ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.