নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-খুঁজছেন নিরপেক্ষ ইসি অতঃপর আশার কথা-

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০



গতপরশু একটি পোষ্টে লিখেছিলাম নিরপেক্ষ ইসি বাচাই করতে সার্চ কমিটিতে বিতর্কিত ব্যাক্তিদের আগমণ। এবং তখন থেকে কেমন যেনো এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ নিজের মধ্যে কাজ করতে ছিলো। এই সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠনে ভূমিকা রাখতে পারবে তো!? যদিও পুরো লিখার মধ্যে আমি আমাদের সম্মানিত রাষ্ট্রপতি’র প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস রেখেই লেখাটি লিখেছিলাম। কারণ তিনি সবার তরে সব সময় নিরপেক্ষ ব্যাক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আর আজো হয়তো তার থেকে বিচ্যুত হবেন না। এবং এও লিখেছিলাম, গণতন্ত্রের মূলমন্ত্র সঠিক রাখার প্রয়োজনে সকল রাজনৈতিক দলের পছন্দের ব্যাক্তিকে দিয়ে ইসি গঠন করার জন্য বতর্মান মাননীয়া প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ভূমিকা রাখতে পারেন। যা জাতীর জন্য মাইলফলক হয়ে থাকবে।

আজকের পত্রিকা পড়ে কিছুটা আশার সঞ্চার হলো মনে। কারণ আজকের পত্রিকার প্রথম হেড লাইনই ছিলো খুঁজছেন নিরপেক্ষ ইসি-, ৩১ দলের কাছে ইসি গঠনের জন্য নাম চেয়েছেন নতুন এই সার্চ কমিটি। খবরগুলো পড়ে একটু শান্তি পেলাম এই ভেবে যে, আমরা টুকিটাকি যা কিছুই করি কি বলি হয়তো সেগুলোও কেউ না কেউ মূল্যায়ন করে। সে যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে সকল রাজনৈতিক দলের দেয়া সেসকল ব্যাক্তিদের মধ্যে থেকে সবচেয়ে ভালো ব্যাক্তিই (যার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে এমন লোক) কি ইসি হবেন!? নাকি, কোনো একটি রাজনৈতিক দলের চাহিদা মাফিক তা নির্ধারণ করা হবে!? আর পুরো ব্যাপারটিকে চোখ পরিষ্কারের জন্যই ব্যবহার করা হবে। সময় তা বলে দিতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.