নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-পাতি নেতার কান্ড-

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০



অনেকে দেশের আইনের কথা বলেছেন। আবার কেউ কেউ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমি বলছি-আইনের কথা এখানে না বললে কি হয় না! দেশে আইন থাকলে ঐ নেতা কিভাবে শিক্ষাথীদের শরীরের উপর চড়ে সেতু বানিয়ে সংবর্ধনা গ্রহন করে! আইনের সঠিক ব্যবহার নিশ্চিত থাকলে তো ঐ নেতা জীবনেও তা কল্পনা করার সাহস পেতো না। পিঠে চড়ে আনন্দ গ্রহণ করা তো দূরের কথা।

ইচ্ছে হচ্ছে- ওরে, ঐখানে জুতা দিয়ে পিটিয়ে ওর বাপের নাম ভুলিয়ে দেয়া উচিত ছিলো। সংবর্ধনা তো চিন্তাও করা যায় না! আমার তো খুব রাগ হচ্ছে। আবার কিনা বত্রিশ পাটি খুলে হাসতেছে! ঐ নেতার হাস্যজ্জল চেহারা দেখে তো আমার ও লজ্জা হচ্ছে! ধিক ঐ নেতার নেতৃত্ত্বকে! ধিক ঐ শিক্ষকদের কেও! যারা ঐনেতা কে সংবর্ধনা দেয়ার জন্য তাঁদের কোমল-কচি শিশুদের এভাবে ব্যবহার করেছেন

বিস্তারিত জানতে পড়ুন : -পাতি নেতার কান্ড-

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

রুপম হাছান বলেছেন: শরীরটা ফাইট্ট্যা যাইতেছে নেতার অহংবোধ দেখে! কেউ সারা জীবন কষ্ট করেও আনন্দের সংবাদ পায় না! আর ওনারা সামান্য সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে ধরাকে সরাজ্ঞান করছেন! ভাবছি আর অবাক হচ্ছি- তৃণমূল যদি এমন হয় তবে জাতীয় নেতৃত্ত্ব কোন পর্যায়ে আছে!?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

চোরাবালি- বলেছেন: আমার কিন্তু আয়োজোকদের নিয়ে প্রশ্ন!!!! উনি না হয় বেআক্কল হলেন যারা আয়োজক তারা কি করলেন??

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই চোরাবালি আপনার সুন্দর প্রশ্নটি করার জন্য। এটা একা আপনার প্রশ্ন নয়, সমাজের আম-জনগণেরও প্রশ্ন? শিক্ষকরা হচ্ছেন দেশ/জাতি গড়ার কারিগর, তারাই যদি দেশ/জাতি কে পঙ্গু করার দায়িত্ব গ্রহণ করে নেন; তবে এই দেশ/জাতির ভবিষ্যৎ একমাত্র মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

নতুন নকিব বলেছেন:



"এই, চুপ!
একদম চুপ!!
এটা আমাদের দেশ!
যেমন খুশি তেমন চলব!
যেমন খুশি তেমন চালাব!
সাংবাদিকগিরি জাহির করতে আইছোস ব্যাটা!
তোর মতন সাংবাদিক গন্ডায় গন্ডায়--------!"

-এ জাতীয় মজাদার ডায়ালগ শুনেছেন কখনও? এগুলোও এখন বিনা পয়সায় শোনার সুযোগ আছে।

আল্লাহর কাছে সমাজ থেকে এসব দুরবস্থা দূর করার জন্য দুআ করুন।

পোস্টে ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব আপনার সমজদার হুংকার শেয়ার করার জন্য। প্রথমেই তো আমি নিজেই ঘাবড়িয়ে গিয়েছিলাম! না জানি আমাকে দমকানো হচ্ছে!? সে যাই হোক-

একটি সমাজে শিক্ষা ব্যবস্থা দেখে খুব সহজে বুঝা যায়, সে সমাজ ব্যবস্থা কাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে?! নিশ্চয় তিনি সর্বাপেক্ষা জ্ঞানী এবং ভালো যিনি সবচেয়ে সুন্দর সমাজ ব্যবস্থা নির্ধারণ করেছেন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যেখানে যাদের রাজত্ব সেখানে তারা যা করে তাই..ই জায়েজ।

সমাজের সবাই প্রতিবাদ না করলেও চলে, দু’একজন করলে সবার কাফ্ফারা আদায় হয়ে যায়- ফতোয়াই সত্যের ছায়া।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাৎ হোসাইন আপনার সুচিন্তিত মনোভাব শেয়ার করার জন্য। আপনি ঠিক বলেছেন ফতোয়াই সত্যের ছায়া।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজাকাদের যেমন ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে এদের মারা উচিত ফায়ারিং স্কোয়াডে।
এরা বড় কোন সুযোগ পেলে সব চাইতে বড় রাজাকারী করবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

রুপম হাছান বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন ভাই শাহাদাৎ হোসাইন। এর উপর কোনো কথা চলে না। তবে এটা যেনো হয় আইনগত ভাবে সিদ্ধ।

তা না হলে তো, যারা এদেরকে শাস্তি দেয়ার দায়িত্ব নিবে তারাই দেশীয় আইন অমান্য করার কারণে হয়ে যাবে সন্ত্রাসী! হা হা হা।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

স্পর্শ বলেছেন: ঐখানে জুতা খুলে মুজা দিয়ে পিটিয়ে ওর বাপের নাম ভুলিয়ে দেয়া উচিত ছিলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

রুপম হাছান বলেছেন: বিশ্বাস করেন ভাই স্পর্শ, খবরটি দেখার পরে শরীরটা খুব জ্বলছিলো! খুব রাগ হচ্ছিল! হয়তো কিছু করার ক্ষমতা নাই কিন্তু এইধরণের অসভ্য মানুষগুলোর প্রতি ধিক্কার জানাতে কুন্ঠাবোধ করি না। কথায় বলে না - কর্তার ইচ্ছায় কর্ম! যতদিন কর্তাদের অসামাজিক মন-মানসিকতার পরিবর্তন না ঘটবে ঠিক ততদিন হয়তো জাতির মুক্তি নিশ্চিত হবে না। আর আমরা হয়তো এভাবে ওয়ালে লিখে প্রতিবাদ জানাতে থাকবো।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কলাবাগান১ বলেছেন: প্রথম আলোর খবর:

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘আমি ২০০২ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে দেখে আসছি শিক্ষার্থীরা প্রতিবছর এই মানবসেতু বানিয়ে আসছে। স্কুলের ক্রীড়া শিক্ষক প্রশান্ত কুমার দাস এই সেতুর পরিকল্পনা করে আসছেন এবং প্রতিবছর এটি শিক্ষার্থীদের দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রদর্শন করেছেন।ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘আমি ২০০২ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে দেখে আসছি শিক্ষার্থীরা প্রতিবছর এই মানবসেতু বানিয়ে আসছে। স্কুলের ক্রীড়া শিক্ষক প্রশান্ত কুমার দাস এই সেতুর পরিকল্পনা করে আসছেন এবং প্রতিবছর এটি শিক্ষার্থীদের দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রদর্শন করেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই কলাবাগান১!

সত্যি বলতে কি, প্রশান্ত কুমারদের মতো লোকেরাই দেশটাকে আজকের এই যায়গায় নিয়ে এসেছেন। অতীতের রেকর্ড দেখলে বুঝতে পারবেন; আমাদের শিক্ষাব্যবস্থায় এদের মতো লোক কি পরিমাণ ছিলো এবং তখন শিক্ষার মান কি ছিলো? আজকে দেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ প্রশান্ত কুমারদের স্থান হয়েছে অতীতে তা হয়তো ছিলো হাতেগোনা। আর তখন আমাদের শিক্ষার মান ও ছিলো যথেষ্ট উঁচু লেভেলে। প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোথায় এসে স্থান করে নিয়েছে, তা কি ভাবা যায়?! সারা বিশ্বের ৫০০ তালিকাভূক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টি দেখা যায় না!!!

তাই বলবো, এইসব প্রশান্ত কুমারদের চিন্তা-ভাবনাতে যতদিন পর্যন্ত দেশ/জাতি গড়ার মনোভাব না তৈরি হবে ঠিক ততদিন পর্যন্ত আমাদের এমন দৃশ্যই দেখে যেতে হবে।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

আলপনা তালুকদার বলেছেন: ছিঃ!!!!!!!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আপু আল্পনা তালুকদার, আপনার মনোভাব প্রকাশ করে অন্যায়ের প্রতি তিরস্কার করার জন্য। আপনার সাথে সহমত পোষণ করছি।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

কেএসরথি বলেছেন: কমেডী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

রুপম হাছান বলেছেন: ভাই কেএসরথি, আপনি যাকে কমেডী ভাবছেন আমি কিন্ত এটা কে ভাবছি ট্রাজেডি হিসেবে! এটা আমাদের জাতীয় জীবনের প্রতি এক ধরণের হুমকি। আমরা ছোটকাল থেকেই পড়ে এসেছি- শিক্ষাই জাতির মেরুদন্ড। যে শিক্ষা প্রতিষ্ঠান দেশ/জাতি গঠনের দায়িত্ব নিয়েছে জম্মলগ্ন থেকেই সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজকে যা হচ্ছে তা মেনে নেয়া সত্যি কষ্টকর। আমার মনে হচ্ছে- এর মাধ্যমে কেউ না কেউ এই জাতির মেরুদন্ড ভেঙ্গে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। তা না হলে, ওনার দেখা দেখিতে আরো বেশ কয়েক যায়গায় এমন ঘটনা ঘটতে দেখেছি। সময় হয়েছে এগুলো ফরখ করে দেখার। কাদের ইন্ধনে এসব হচ্ছে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

নতুন নকিব বলেছেন:



সেই রকম মজা! -"প্রথমেই (প্রথমে -এর সাথে 'ই' প্রত্যয় না থাকলে ভাল হত) তো আমি নিজেই ঘাবড়িয়ে ('ঘাবড়ে' দিলেই হত) গিয়েছিলাম! না জানি আমাকে দমকানো ('ধমকানো' -হবে) হচ্ছে!?"

যাই হোক, আপনাকে তাহলে ভয় দেখাতে পেরেছি!

ধন্যবাদ। ভাল থাকবেন রুপম হাছান।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব। ব্যাকরণগত ভূলগুলো ধরে দিয়ে সংশোধন করে দেয়ার জন্য। তবে দমকানো অনিচ্ছাস্বত্বে ভূল হয়েছে। হা হা হা। আপনার আন্তরিকতা ভালো লাগলো। লাইকস।

আমার আঙ্গিনা পূণরায় পরিদর্শনের জন্য আমন্ত্রণ রইল।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



"তবে দমকানো অনিচ্ছাস্বত্বে ভূল হয়েছে।"


দুঃখিত! 'ভুল' লিখতে মিস করলেনতো আবার! (দীর্ঘ 'ূ' -কার নয়, হ্রস্ব 'ু' -কার হবে)।

ভাল থাকবেন ভাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকবেন। ভূলের জন্যই ভুল। হা হা হা। আবারো ধন্যবাদ থাকলো।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

নতুন নকিব বলেছেন:



ভূলের জন্যই ভুল। হা হা হা।


-মজার কথা! মাইন্ড করলেন না যে! এই জন্য আমি মাইন্ড করলাম! আর ভূলের জন্যই ভুল মনে হয় কখনও হবে না।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.