নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-যৌনতার রাজ্যে, ধর্ষণ স্বপ্নময়!!!-

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১



যৌনতা বন্ধ না হলে, ধর্ষণ বন্ধ হবে কি?? দয়া করে পুরো লেখাটা পড়বেন।

♦মোবাইল ভর্তি যৌনতা-- ইহা স্মার্টনেস !
♦টিভি ভর্তি যৌনতা-- উহা তো সিনেমা !
♦কাগজ ভর্তি যৌনতা-- উহা তো কবিতা !
♦ক্যাসেট ভর্তি যৌনতা-- উহা সঙ্গীত !
♦বিলবোর্ড ভর্তি যৌনতা-- উহা তো বিজ্ঞাপন !
♦ক্যানভাস ভর্তি যৌনতা-- উহা তো পেইন্টিং !
♦পাথর ভর্তি যৌনতা-- উহা তো ভাস্কার্য !

সমগ্র পৃথিবীর'' খাঁজে-ভাঁজে '' মাংসে-অংশে '' পাহাড়ে-নহরে '' উদ্যানে-বিদ্বানে '' শহরে-নগরে '' কন্দরে-বন্দরে যৌনতা !!!
উহা যে শিল্প'' উহা যে আর্ট'' উহা যে আর্টেরই পার্ট।
-------------------------ফলাফল------------------------
বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ, গাঁয়ে ধর্ষণ, শহরে ধর্ষণ, কিশোরী ধর্ষণ, তরুণী ধর্ষণ, কোচিংয়ের নামে ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ, রাজনিতির নামে ধর্ষণ, নেত্রী বানানোর নামে ধর্ষণ, মডেলিংয়ের নামে ধর্ষণ, বিরহের নামেও ধর্ষণ!!

♥আজ বিপর্যস্ত মাধ্যাকর্ষণ ♦
সামাজিক স্ট্যাটাস বাড়াতে,আধুনিক থেকে অত্যাধুনিক হতে গিয়ে নিজের অল্প বয়সি মেয়েটাকে যখন টাইট ফিটিংস জাতীয় পোষাক কিনে দিলেন!একবার ও ভাবেন নি,এই পোষাকটাই আর তার জীবন নাশের কারণ হয়ে দাড়াতে পারে!! ভেবেছেন কি??এ সমস্ত ফিটফাট পোশাক পড়লে মেয়েটাকে আরো ভালো লাগবে?? না!! ভুল!!

শালীনতার পরিবর্তে নিজেই যখন অশালীনতা বেছে নিলেন, কেন তবে ধর্ষকদের শাস্তি দাবী করেন?? ধর্ষকদের স্বাধীনতা চাওয়া উচিত। ধর্ষণের চাইতে আরও মারাত্বক বিষয়কে স্বাধীনতা দেয়া হলে, ধর্ষণতো নিজেদের তৈরিকৃত একটা ক্ষেত্র মাত্র!!
কিছু দিন পরে,কেউ হয়তো বুক ফুলিয়ে গর্ব করে বলবে আমি ধর্ষণকারী,সূচনা হবে নতুন দিগন্তের। রচিত হবে বাণী। ধর্ষণ হবে সামাজিক মূল্যবোধের মাপকাঠি। ধর্ষণ ই দর্শক। বিশ্ব বিদ্যালয়ে একটি সাবজেক্ট অন্তরবুক্ত হবে,গান রচিত হবে,কোরাশ গাইতে থাকবে ধর্ষণের জয় গান।

(collected from sujon)

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: এতকিছু অবিস্কারের আগে কি ধর্ষণ হতো না??

আমার মতে মানুষকে আগে নৈতিকভাবে শিক্ষিত হতে হবে।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৯

রুপম হাছান বলেছেন: হয়তো হতো, তখন হয়তো এতটা বিপর্যয় এখনকার মতো প্রকটভাবে সমাজে পরিলক্ষিত হয়নি। এটা তো একদম সত্যি যে, আমারা যতক্ষণ পর্যন্ত না সুশিক্ষিত হতে পারবো ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই অনাচার দূর করা সম্ভব হবে না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।

২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

Al Rajbari বলেছেন: ভালই লিখেছেন-!! :D :D :D

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬

রুপম হাছান বলেছেন: নিজের ভালো লিখার প্রশংসা পেলে প্রত্যেক লেখকের লেখার নেশা অধিকতর বেড়ে যায় এবং লেখকের নিজের কাছেও ভালো লাগে। আপনার প্রশংসাসূলভ মন্তব্যর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: সমাজের ভন্ডামী দায়ী এই সব সমস্যা বাড়ার পেছেন...

কিন্তু মেয়েদের পোষাক দায়ী না। এটা ভুল আইডিয়া...

আমরা সবাই নিজেদের লাভের জন্য যৌনতাকে ব্যবসার কাজে ব্যবহার করি... এটা চরম সত্য...

কিন্তু আরেকটা বিষয় ধষ`ন বাড়ায় সেটা হইলো... দূনিতি... পুলিশ টাকা খেয়ে ক্ষমতার প্রভাবে ধষক বিশ্বাস করে যে এই গরিব/ক্ষমতাহীন লোকের মেয়েকে কিছু করলে আমার কিছু হবেনা।

টাকা ওয়ালা সাফাত বিশ্বাস করে টাকা /ক্ষমতায় তার ৭খুন মাফ... এই দুই মেয়ে কি করবে?

এমপি/মন্ত্রী/এলাকায় ক্ষমতাশালীদের মেয়েদের ইভটিজিং বা ধষ`নের মতন ঘটনা ঘটেছে??? কেন তারা কি সবাই হিজাবী? তারা একেলা কোথাও যায়না? তারা একা রাস্তায় চলাফেরা করেনা?

ধষনের সাথে যৌন উত্তেজনা/তৃপ্তির সাথে সম্পক কম.... জোর করে আদায় করার কিছু করার প্রবনতা এবং সেই কাজ করে পারপাবে সেই সমাজই দায়ী///

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

রুপম হাছান বলেছেন: আপনার অসম্ভব সুন্দর বিশ্লেষণধর্মী মন্ত্যর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে পুণরায় ব্যক্ত করছি- সমাজ অবশ্যই এই ব্যাপারে দায়ী, তবে অতীতেও এমন কর্ম যে হতো না তা কিন্তু নয়। তখন হয়তো এতটা বিপর্যয় এখনকার মতো প্রকটভাবে সমাজে পরিলক্ষিত হয়নি। এটা তো একদম সত্যি যে, আমারা যতক্ষণ পর্যন্ত না সুশিক্ষিত হতে পারবো ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই অনাচার দূর করা কখনোই সম্ভব হবে না।

বিশেষ করে আমাদের প্রত্যেককে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি সমাজে চলতে পারি (যে কোনো পর্যায় থেকে হোক) তাহলেও অনেকখানি অনাচার কমে যাবে বলেও বিশ্বাস করি।

৪| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

কানিজ রিনা বলেছেন: বিজন রয় ঠিক বলেছেন। আগে পরিবার থেকে নৈতিকতা শুরু করা জরুরী। প্রতিটা
পরিবারের বাবা মার দায়িত্ব্য সন্তানের ন্যায়
নীতি সুশিক্ষার উপর নজর দেওয়া। ছেলে
হোক মেয়ে হোক পরিবার থেকে গোড়া শক্ত
না হলে বাইরের পরিবেশে টালমাটাল হয়ে পরে।
তাই পরিবারই সমাজের অবকাঠামো প্রতিটা
সুষ্ঠ পরিবার মিলে সুষ্ঠ সমাজ। আর সুষ্ঠ
সমাজই সু্ষ্ঠ রাষ্ট্র।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০

রুপম হাছান বলেছেন: আপনার সাথে একমত পোষণ করে বলছি, পরিবারই প্রতিটি ব্যক্তির জন্য (সে ছেলে হোক কিংবা মেয়ে) তার সুশিক্ষার মূল নিয়ামক বা প্রধান পৃষ্ঠপোষক। আর যদি পরিবার তাদের সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করতে না পারে, তবে সে সন্তান থেকে কখনো পরিবার ভালো আচরণ আশা করতে পারে না। আমিও মনে করি, একটি সুশিক্ষিত মা/একটি সুন্দর জাতি এবং একটি সুশিক্ষিত পরিবার একটি সুস্থ সুন্দর রাষ্ট্র গঠনের মূল নিয়ামক।

ধন্যবাদ আনপার সুন্দর মন্তব্যটির জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়। এমনটাই প্রত্যাশা।

৫| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: যৌনতা বন্ধ না হলে, ধর্ষণ বন্ধ হবে কি?? দয়া করে পুরো লেখাটা পড়বেন।

♦মোবাইল ভর্তি যৌনতা-- ইহা স্মার্টনেস !
♦টিভি ভর্তি যৌনতা-- উহা তো সিনেমা !
♦কাগজ ভর্তি যৌনতা-- উহা তো কবিতা !
♦ক্যাসেট ভর্তি যৌনতা-- উহা সঙ্গীত !
♦বিলবোর্ড ভর্তি যৌনতা-- উহা তো বিজ্ঞাপন !
♦ক্যানভাস ভর্তি যৌনতা-- উহা তো পেইন্টিং !
♦পাথর ভর্তি যৌনতা-- উহা তো ভাস্কার্য !


আরেকটা প্রশ্ন<<< এই সব জিনিস চালু হবার পরেকি দুনিয়াতে ধষ`ন চালু হয়েছে? নাকি ধষ`ন হাজার বছর আগেও ছিলো????

যুদ্ধে জয়ী হয়ে সেই দেশের নারীদের ধষ`ন করা হতো.... জমিদার/প্রভাবশালীরা দরিদ্র/দূবলের নারীদের নিযা`তন করতেন...

তারা কিন্তু আটসাট পোষাক পড়তেন না।

ধষ`নের কারন অন্যকিছু///আটসাট পোষাক আর শুধুই যৌনতার বিস্তারে না...

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

রুপম হাছান বলেছেন: সময় মানুষকে তার আচরণ পরিবর্তন করতে বাধ্য করে। তবে সবকিছুর মূলে রয়েছে ঐ ব্যাক্তির নীতি-নৈতিকতা। আর এই বিষয়টি আসে সব সময় নিজ পরিবার থেকে। হয়তো আগেও এমটাই হয়েছে, তবে তখন শিক্ষা ব্যবস্থার এতটা ব্যাপক বিস্তার ছিলোনা বলেই হয়তো হয়েছে। কারণ বেশির ভাগ মানুষই কুসংস্কার বিশ্বাস করতো আর প্রভাবশালীরা যা করতো তা একরকম অনির্ধারিত আইন বলেই মনে করতো। যার ফলে এমনটা তখনো হতে পেরেছিলো।

ধন্যবাদ ভাই নতুন আপনার সুন্দর মন্তব্যর জন্য।

৬| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: বিজনদার সাথে একমত।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৯

রুপম হাছান বলেছেন: আপনাদের সাথে আমিও একমত পোষণ করছি। ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।

৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: কাগজ ভর্তি যৌনতা-- উহা তো কবিতা !
কথাটা মানতে পারলাম না। সব কবিতাই কিন্তু যৌনতা উসকে দেয় না।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

রুপম হাছান বলেছেন: আপনার সাথে আংশিক একমত “কাগজে ভর্তি যৌনতা--উহা তো কবিত ’’। উপমা যখন দেয়া হয় তখন বেশির ভাগক্ষেত্রে যা ঘটে তা থেকে দেয়া হয়। সেক্ষেত্রে সব বিষয়কে আনা হয়না, এক্ষেত্রেও তাই। এই কবিতা বলতে বেশির ভাগ কবিতায়ই এখন আমরা ঠিক এমনটাই দেখতে পাই যা লিখায় বলা হয়েছে। ধন্যবাদ।

৮| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: বিরক্তকর পোষ্ট।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

রুপম হাছান বলেছেন: হতে পারে তবে এটাই তো সত্যি যে, প্রতিনিয়তই আমরা এসব হজম করে চলেছি। ধন্যবাদ আপনার তিক্ততাপূর্ণ অভিব্যক্তি আমার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন এবং সব সময় সুন্দরের/ভালোর সাথে থাকুন।

৯| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

রাফিন জয় বলেছেন: ইয়ে মানে, শিল্পে সমস্যা, পোশাক সমস্যা, চলাফেরায় সমস্যা ব্লা ব্লা ব্লা ... এর পূর্বেও যে ধর্ষণের কারণ মানসিকতা, তা কেন লিখলেন না?

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩২

রুপম হাছান বলেছেন: অতীতকে প্রসঙ্গে আনলে বর্তমান চলবেনা আর বর্তমানকে দিয়ে ভবিষ্যৎ মেলানো ঠিক হবে না, এটা আমার যুক্তি। অতীতে শিক্ষা ব্যবস্থার এমন প্রসার ছিলোনা বলেই হয়তো তখন জমিদার/প্রভাবশালী শ্রেণীর মানুষগুলো কুসংস্কার বিশ্বাস করতো সাথে সাথে কুকর্ম করতে সাহস পেতো এবং সেসকল কুকর্মকে এক ধরণের অলিখিত আইন হিসেবে দেখতো তারা। তারা যা করতো সেটাই সঠিক। বর্তমানে কিন্তু তা হচ্ছে না। আমরা এখন দেখতে পাই, সাধারণ রিক্সাওয়ালাও টিজ করতে পিছপা হচ্ছে না। এইক্ষেত্রে বলবো, আমাদের পারিবারিক সুশিক্ষার অভাবের কারণে এমটাই হচ্ছে।

ধন্যবাদ আনপার মন্ত্যব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.