নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-চলতি পথে যা দেখিলাম-

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

এবার ঈদে বাড়িতে এসে অনেক ঘটনার মধ্যে ২টি ঘটনার কথা বলিঃ

১ম ঘটনাঃ জীবনের প্রথম দেখলাম গ্রামের হাট গুলোতে সুদের হালখাতা হয়। ওইদিন হালখাতা করে সুদ গ্রহিতা সুদের টাকা পরিশোধ করে। মজার ব্যাপার হলো বাংলাদেশ পুলিশ ওইদিন কয়েকজন সুদখোরকে সুন্দর জামাই আদর করে আদালতে চালান দিয়েছে। ধন্যবাদ রংপুর পীরগঞ্জ পুলিশ। (আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করে দিয়েছেন।)

২য় ঘটনাঃ এক বিড়িখোড় অটো ড্রাইভার বিড়ি খাওয়ার আগে নিজের থুথু দিয়ে পুরো বিড়িটারে ভিজিয়ে নিচ্ছে। আমি কারন জানতে চাইলে বিড়িখোড় অটো ড্রাইভার বলল ভাই মাল যে হারে বিড়ির দাম বাড়াচ্ছে তাতে বিড়ি খাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে খাইতে হবে। উদ্দেশ্যঃ বিড়ি যাতে তাড়াতাড়ি শেষ না হয়। ধন্যবাদ অর্থমন্ত্রী (মাল)। (মাদক গ্রহণ হারাম)

উল্লেখিত দুটি ঘটনাই পড়ার পর আপনার মধ্যে মৃদু হাসির জম্ম দিতে পারে। তবে এটা সত্যি কিন্তু ইসলাম সম্মত নয়।

কার্টেসি : মশিউর ভাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: মজার শেয়ার।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

রুপম হাছান বলেছেন: অনেক ধন্যবাদ থাকলো মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার হাসি পায় নাই, তার জন্য আপনাকে
৭.৫% হারে ভ্যাট প্রদান করতে হবে

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

রুপম হাছান বলেছেন: অনেক বাঁচা বেঁচে গেছি, মাল আমাদের লেখার উপর কর আরোপ করেননি। তাহলে গুনে গুনে শব্দচয়ন করতে হতো।

অনেক ধন্যবাদ ভাই নূর মোহাম্মদ নুরু আপনার সুন্দর মন্তব্যর জন্য। ভাই বললেন আমাকে ভ্যাট দিতে হবে-
হা হা হা। তা না হয় দিবো কিন্তু সেটা কোন বস্তুর ওপর হতে প্রযোজ্য হবে? আর সেই বস্তুটার বেসিক কত নির্ধারণ করেছেন তাও স্পষ্ট করে জানাতে হবে। হা হা হা। তাহলেই কেবল ৭.৫% হারে ভ্যাট প্রদান করা যেতে পারে। হা হা হা।

ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.