নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-অতি ভক্তি কখনোই দেশপ্রেম হতে পারে না-

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮



আসলে একটা শ্রেণী আছে যাদের মা আর মামা বুঝার জ্ঞান নেই, যারা মামা বললে হয়তো দুটো মা বুঝবেন, সেই সব স্থুলবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সম্মান প্রদর্শনের ভাষাজ্ঞানের অভাবে সব কিছুকেই মা সম্বোধন করে সম্মান প্রদর্শের চেষ্টা করে থাকেন। সেক্ষেত্রে তাদের জন্মদাত্রীও মা। উপাস্যও মা। সাপও মা। গাছও মা। দেশও মা। এমনকি বউও মা। সুতরাং এইসব অযৌক্তিক কথা কোন ভাবেই বরদাস্ত করা যায় না।

বিস্তারিত জানতে পড়ুন : দেশ আমার মাতাও নয়, পিতাও নয়-তাজুল করিম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনার দেয়া লিংক পড়িনি, আপনি যেটুকু লিখেছেন এতটুকুও অকারণ ও অর্থহীন, বাকীটুকু আপনি পড়েন

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

রুপম হাছান বলেছেন: আপনার বেশি পড়ার দরকার নাই (কারণ আপনি হয় বিদ্যাসাগর নয়তোবা শেরে বাংলা!) তা বুঝতে পেরেছি! আশা করছি অন্যরা যা পড়ে/বুঝে কিছু শিখতে পারবে এবং আমাদেরকে বুঝাতে পারবে আপনি সেরকম কিছু লিখবেন। আপনি সেরকম কিছু সব সময় লিখবেন যা সবার ভবিষ্যতের জন্যও কাজে লাগবে।

আর সেটা না হলেও ক্ষতি নেই বরং সবার লেখায় এসে-গিয়ে মাঝে মাঝে পিন মারবেন, সেটাও কম কিসের!!! ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.