নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-অপ্রকাশযোগ্য যৌন হয়রানি!-

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২



গত 19.08.2017ইং তারিখ সন্ধ্যায় গিয়েছিলাম সরোওয়ার্দী হাসপাতালে বন্ধুর ছোট ভায়ের অপারেশনে উপস্থিত থাকার জন্য। যদিও আমি খুব একটা হাসপাতালে যাই না কারণ ভয় লাগে। আর মানুষের মাঝে ব্যবহার হয় সুই থেকে শুরু করে যত অস্ত্র আছে এমন জিনিস দেখলে গাবড়ে যাই। যার ফলে আমার খুব একটা হাসপাতালে যাওয়া হয় না। যদিও যাই তবে সেটা মেডিসিন পর্যন্তই যথার্থ।

গতকালকের বিষয়টি ছিলো অপারেশন নিয়ে। আমার চোখের সামনে বন্ধুর ছোট ভাইকে অপারেশন রুমের ১নং গেটে নিয়ে গেলো সিষ্টাররা। আমি এবং আমার বন্ধু সামনে দাঁড়িয়ে দেখছি। যথারীতি চোটখাটো কিছু কাজ ছিলো সিষ্টাররা সেরে নিচ্ছিলেন। অবাক লাগলো, যখন দেখলাম ডাঃ আসার পূর্বে সিস্টাররা রোগীকে কাপড় খুলে কিছু একটা (অপ্রকাশযোগ্য) করতেছিলেন। আমার দেখে লজ্জা লাগলো কিন্তু এতোগুলো মেয়ে (সিষ্টার) সেখানে উপস্থিত ছিলো তাদের লজ্জা লাগলো বলে মনে হলো না!!

এতে আমার মনে অদ্ভুত এক প্রশ্ন জাগলো, আর তা হলো এখন কি ইভটিজিং কিংবা যৌন হয়রানি বলে কোনো কথা শুনা যাবে!? যদিও ঘটনাটি উল্টো ঘটতেছিলো, মেয়েদের এবং ছেলে দ্বারা হচ্ছিল। আর সেখান আসা যাওয়া করতেছিলো আরো দু’একজন নার্স (সিস্টার)!!!

তারপর সেখান থেকে কিছু সময়ের জন্য ক্যান্টিনে আসলাম যদি পছন্দের কোনো ইর্ণ্টানি ডাঃ চোখে পড়ে! দুই বন্ধু ক্যান্টিনে বসে রুটি আর মুরগীর গোস্ত খেলাম। এর ভিতরে ৪জন (২মেয়ে+২ছেলে উভয় ছিলো চশমা পরা অবস্থায়) আসলো এবং একটি টেবিলে বসলো। সময়টা ছিলো আনুমানিক ৭টা। তারা সবাই কিছু খাচ্ছিল আর তখন আমি আমার বন্ধুর উদ্দেশ্যে বলছিলাম-এতক্ষণ পর্যন্ত যতজনই দেখেছি তার মধ্যে ঐ চারজনের মধ্যে একজনই খুব ভালো লাগার মতো। ঐ মেয়েটির সাথে যে ছেলেটির জুটি দেখছিলাম আমার কাছে মনে হয়েছে ওরা হয়তো ভাই-বোন। কারণ দুজনের মাঝে খুব মিল ছিলো (লম্বা+চশমা+সুন্দর+স্বাস্থ্য+চেহারা)। কিছু সময় পরে তারা উঠে যায় এবং আমরাও তার কিছু সময় পর খাওয়া শেষ করে বের হই। এরপর অপারেশনের ডাঃ এর খোঁজ-খবর নিই। জানতে পারি এখনো ডাঃ আসেন নি, পরের দিন সকালে অপারেশন হবে। যাই হোক-

এর ভিতর বন্ধু বললো চলো তোমাকে হাসপাতালের লেকটা দেখিয়ে আনি। ঐখানে অনেক সুন্দরীরা আছে হয়তো। আমিও মনে খুব আনন্দ নিয়ে বন্ধুর কথায় রাজি হয়ে গেলাম। গিয়ে দেখি ১৫-২০ জন ছেলে আছে চার দলে বিভক্ত। তাদের মধ্যে দুই দলের মাঝে ২জন মেয়ে ছিলো। অবাক হয়েছি যখন দেখলাম ৪জন ছেলের মাঝে একজন মেয়েই ব্যস্ত! আর ১জন ছেলে কে নিয়ে ১জন মেয়ে ব্যস্ত। বাকিরা দুই ভাগে বিভক্ত হয়ে বসে আড্ডা দিচ্ছে। সময় প্রায় রাত ৯টা। বন্ধুকে বললাম, এখন আমি বাসায় ফিরবো কারণ ঘরে দাদাও অসুস্থ। এর ভিতর আবিষ্কার করলাম, ক্যান্টিনে আমার দেখা সুন্দরী মেয়েটা (অনুমানকৃত ভাই) ঐ ছেলেকে নিয়ে গেট দিয়ে লেকে প্রবেশ করছে!! এত রাত নিশ্চয় কোনো ভাই তার বোনকে নিয়ে অন্ধকার লেকে ঘুরতে যাবে না!? মনে শংসয় জাগলো, তারা কি করছে তা দেখার জন্য! যা দেখলাম মুখে বলছি না- তবে অবাক হলাম কিছু সময়ের জন্য---

যাকে সবচেয়ে সুন্দরী বলে ভালো মনে চিন্তায় ধরে নিয়েছিলাম কিছু সময়ের জন্য হলেও, মনে হয়েছিলো খুবই ভদ্র পরিবারে মেয়ে। যে মেয়ে ক্যান্টিনে এক সেকেন্ডের জন্যও কারো দিকে তাকালো না! যার চেহারায় ছিলো নিশপাপ ছাপ। সেই কিনা শেষ পর্যন্ত বাকি দুজনকে বাসায় পাঠিয়ে দিয়ে রাতের অন্ধকারে ছেলে বন্ধুকে নিয়ে কিছু সময় সুখ খুঁজতে লেকে আশ্রয় নিয়েছিলো!!!

অবশেষে মনটা খারাপ করে বাসায় চলে আসলাম। ভাবছি আসলে সুন্দরে সত্যি জিনিটা বোধহয় নাই। যা আছে শুধুই লোক দেখানো ভন্ডামী ছাড়া আর কিছুই নয়। অথচ ওনারাই আবার ছেলেদের দিকে ইভটিজিং কিংবা যৌন হয়রানির অভিযোগের আঙ্গুল তোলেন!

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

রুপম হাছান বলেছেন: মনে হয় ব্যাপারটি মেনে নিতে পারেনি, ভাই দেশ প্রেমিক। আপনার সাথে আমিও একমত। তবে সত্যি সেদিন কিছুটা খারাপ লেগেছিলো নিজের কাছে।

ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন। ধন্যবাদ আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: চেহারা সুন্দর হলেই যে ভদ্র! হবে এমন কথা নয়।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১১

রুপম হাছান বলেছেন: তা বলেছেন বৈকি। সবক্ষেত্রে হয়তো না। তবে কিছুক্ষেত্রে এমনটা প্রায় লক্ষণীয়। নিশ্চয় সেটা ঐ দুই ব্যক্তি ছাড়া আর কারো কাছে ভালো লাগার মতো নয়। যেমনটা আমার কাছেও লাগেনি।

ধন্যবাদ ভাই ফয়েজ উল্লাহ রবি আপনার সুন্দর অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

রুপম হাছান বলেছেন: হয়তোবা। সহমত প্রকাশ করছি আপনার সাথে।

ধন্যবাদ থাকলো ভাই রাজীব নুর আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

নতুন বলেছেন: অবাক লাগলো, যখন দেখলাম ডাঃ আসার পূর্বে সিস্টাররা রোগীকে কাপড় খুলে কিছু একটা (অপ্রকাশযোগ্য) করতেছিলেন।

অপারেসনের আগে যদি রোগীকে তৌরির জন্য পরিস্কার পরিচ্ছন্ন করতে হয়। সেটা এতোটা খারাপ কিছু হবে কেন?

এত রাত নিশ্চয় কোনো ভাই তার বোনকে নিয়ে অন্ধকার লেকে ঘুরতে যাবে না!? মনে শংসয় জাগলো, তারা কি করছে তা দেখার জন্য! যা দেখলাম মুখে বলছি না- তবে অবাক হলাম কিছু সময়ের জন্য---

মানুষ বাইরে কি করতে পারে সেই সম্পকে আপনার ধারনা আছে বলেই মনে হয়। তবে আপনি পিছু নিয়েছিলেন কেন?

এটা কে পিপিং টম বলে.. :P

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

রুপম হাছান বলেছেন: অবাক হয়েছিলাম বৈকি তবে তা কিছুক্ষণের জন্য। তবে আমি পিছু নেই নি, আমি লেক থেকে বাহির হয়ে এসে কিছুক্ষণ গেইটের সামনেই অর্থাৎ বাহিরেই দাঁড়িয়ে ছিলাম এবং দেখলাম। আশা করছি বুঝতে পেরেছেন। হা হা হা।

অনেক ধন্যবাদ ভাই নতুন আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন: ডাঃ আসার পূর্বে সিস্টাররা রোগীকে কাপড় খুলে কিছু একটা (অপ্রকাশযোগ্য) করতেছিলেন। আমার দেখে লজ্জা লাগলো কিন্তু এতোগুলো মেয়ে (সিষ্টার) সেখানে উপস্থিত ছিলো তাদের লজ্জা লাগলো বলে মনে হলো না!!

এতে আমার মনে অদ্ভুত এক প্রশ্ন জাগলো, আর তা হলো এখন কি ইভটিজিং কিংবা যৌন হয়রানি বলে কোনো কথা শুনা যাবে!? যদিও ঘটনাটি উল্টো ঘটতেছিলো, মেয়েদের এবং ছেলে দ্বারা হচ্ছিল। আর সেখান আসা যাওয়া করতেছিলো আরো দু’একজন নার্স (সিস্টার)!!!


আপনি নয় বছর ধরে ব্লগিং করছেন। আপনার বয়স কত ? ৩০/৩৫ ?
যতই হোক, আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। নার্স রোগীর কাপড়ে বদলে দিচ্ছে, হয়ত সেজন্য শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে নার্সরা ইচ্ছে করেই একজন অপারেশনের রোগীর গোপন অঙ্গে হাত বুলিয়ে নিজেরা তৃপ্তি নিচ্ছেন? এটা কাজ, ডিউটি ।



অবাক হয়েছি যখন দেখলাম ৪জন ছেলের মাঝে একজন মেয়েই ব্যস্ত! আর ১জন ছেলে কে নিয়ে ১জন মেয়ে ব্যস্ত।

ব্যস্ত, এই ব্যস্ত শব্দটা দিয়ে কি বুঝাতে চাইছেন? ঠিক কিভাবে ব্যস্ত তারা ? কি করছিল ? আড্ডা দিতে ব্যস্ত ছিল নাকি এমন কিছু কাজে ব্যস্ত ছিল যা আপনি লিখতে পারবেন না।

মনে শংসয় জাগলো, তারা কি করছে তা দেখার জন্য! যা দেখলাম মুখে বলছি না- তবে অবাক হলাম কিছু সময়ের জন্য---

পৃথিবীর আদিমতম কাজ। স্বাভাবিক। ঘরের মধ্যে খিল দিয়ে করলে আপনি অবাক হতেন না, আর এখানে আঁধারে করেছে বলে আপনি দেখতে পেয়েছেন তাতে আপনি অবাক।
অবাক কেন হয়েছেন।
অন্ধকারে কোন এক বিশ্ব সুন্দরী আপনার কাছে এসে ধরা দিলে আপনি হাত পা গুঁটিয়ে বসে থাকবেন বলছেন ?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

রুপম হাছান বলেছেন: আপনার অনুমান ঠিক তাহলে বয়স এবং ডাক্তার কি একই হওয়া উচিত না!?

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

জোহা ৭১ বলেছেন: নার্সদের ব্যাপারটা খটকা লাগলো।
আর নির্জন জায়গা হিসেবে রাত নয় টায় জঙ্গল বেছে নিবে, এটা কতটুকু গ্রহণযোগ্য ।
রেস্টুরেন্ট গুলোতে পাচশ টাকা খরচ করে নিদেনপক্ষে একঘন্টা একান্তে সময় কাটানো যায় ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

রুপম হাছান বলেছেন: সেটা তো একান্তই তারা জানেন!?

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

আহা রুবন বলেছেন: আপনি যেসব ওখানে দেখার খায়েস করেছিলেন মনে মনে, তাই তাই দেখেছেন।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

রুপম হাছান বলেছেন: হা হা হা। মানুষেরই খায়েস থাকে, গরু-ছাগলের নয়! এরিস্টটলের মতে-

The man who does not live in a society he is either beast or an angel. but I am a man.

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শেয়াল বলেছেন: =p~ =p~

বাইচ্চা বড়ো হও :-P

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

রুপম হাছান বলেছেন: Same to you.

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই প্রেম করে। আর এখনকার প্রেমিক প্রেমিকারা ডেট করে। ডেট-এ দুজন মানুষ যা করে ডাক্তাররাও তাই করবে...স্বাভাবিক। তবে যারা এসব দেখতে অভ্যস্ত নয় তারা এসব প্রথমবার দেখলে আকাশ থেকে পড়ে - এটাও স্বাভাবিক...

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

রুপম হাছান বলেছেন: তাহলে আপনি কি বিশ্বপ্রেমিক?

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপ্নার কথাবার্তায় আপ্নারেতো আমার ওলে বাবুটা বলে মনে হচ্ছে। প্রফেশনাল কাজকর্ম, ব্যাক্তিগত আচরন বিষয়ে আপনারতো মিনিমাম ধারনাও নেই। সর্বোপরি আছে অন্যকে অন্ধকারে ফলো করার মত আপত্তিকর আচরন............

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

রুপম হাছান বলেছেন: এক্ষেত্রে আপনার মতে আমার করণীয় কি?

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাবনায় ফেলে দিলেন

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

রুপম হাছান বলেছেন: চালিয়ে যান!

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

আল ইফরান বলেছেন: চিন্তা-ভাবনায় আরেকটু পরিপক্কতা প্রয়োজন এই ধরনের পোস্ট লেখার আগে।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

রুপম হাছান বলেছেন: দোলনা থেকে কবর পযর্ন্তই জ্ঞান অন্নেষণ করতে হয়। আপনি নিশ্চয় কবরে যান নি!?

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্য প্রত্যাশী রুপম ভাই,
খটকা লাগলো, মন্তব্য পেতে এই পথ বেছে নিবেন বিশ্বাস করতে পারছিনা।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

রুপম হাছান বলেছেন: মনে হয় প্যাঁচ লেগে গেলো!!!?

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

চিন্তিত নিরন্তর বলেছেন: এমন হয়, তবে লেখার আগা মাথা পাইনি।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

রুপম হাছান বলেছেন: মাথার অপেক্ষায় রইলাম...

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯

ইফতি সৌরভ বলেছেন: আল ইফরান বলেছেন: চিন্তা-ভাবনায় আরেকটু পরিপক্কতা প্রয়োজন - একমত ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

রুপম হাছান বলেছেন: আমাকে মনে রেখো পরিপক্কতা/অপরিপক্কতার জন্য...

১৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

অশ্রুকারিগর বলেছেন: এই পোস্ট নির্বাচিত পাতায় কি করতেছে !

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

রুপম হাছান বলেছেন: মনে হচ্ছে আপনি শেরে বাংলা, যদি তাই হয় তাহলে পাতা ছিড়ে ফেলুন!!!

১৭| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

বিষাদ সময় বলেছেন: পোস্ট শুরু করলেন কি নিয়ে আর শেষ করলেন কি দিয়ে!!!!!!!
পোস্ট পড়ে যতটা না বিস্মিত হলাম তারচেয়ে বেশি বিস্মিত হলাম মডারেটর এর নির্বাচন কোয়ালিটি দেখে!!!!

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

রুপম হাছান বলেছেন: ভাগ্যিস সেখানে আপনি ছিলেন না...!!!

১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: আজাইরা পোস্ট!

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

রুপম হাছান বলেছেন: মনে হয় দাঁত নেই, তাই বুট বাদ দিলাম... এসো ছোলা বাদাম খাই!!!

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: আমি বলতে চেয়েছি, আপনি এই পোস্টে যা বলতে চেয়েছেন, তা আরো ভালভাবে বলতে পারতেন।

তাহলে ছোলা-বুট খেতে হতো না।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭

রুপম হাছান বলেছেন: অপরিপক্কতো, তাই...

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: এটা আপনার মনের কথা নয়................পরিপক্ক হতে দোষ কি!!!

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

রুপম হাছান বলেছেন: চেষ্টায় আছি। দোয়া রাখবেন ভাই বিজন রয়। ধন্যবাদ।

২১| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: Godhulibest

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

রুপম হাছান বলেছেন: মেনশন করার জন্য ধন্যবাদ। সাথেই থাকুন নিশ্চয় ভালো কিছু দেয়ার চেষ্টা করবো...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.