নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-সময় গেলে সাধন হবে না!!!-

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭



কার ওপর রাগ করে লিখা লিখবো! নিজ দেশের সরকারের ওপর নাকি বিদেশী নীতির ওপর! আসলে পুরো বিশ্ব সিস্টেমটাই খারাপভাবে পরিচালিত হচ্ছে বলেই খারাপ ঘটনাগুলো পুণরাবৃতি হচ্ছে বার বার। যার দায় একক ভাবে কেউ (দেশ-বিদেশ) এড়াতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে পুরো ক্ষতিটা এই মুহুর্তে বাংলাদেশেরই হচ্ছে বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে। তবুও আমরা সকল অন্যায়ের বিরোধিতা করছি এবং করবো। একদিকে মায়ানমার যেমন তার নিজ দেশের মানুষের সাথে অন্যায় করে যাচ্ছে আবার ঠিক সেই নাগরিকেরা অন্য দেশে রিফিউজি হয়ে আসার পর অবস্থানকৃত দেশের ক্ষতি করে চলেছে অন্যায়ভাবে, যা গ্রহণ করা কোনো ভাবেই সমীচিন হবে না। কারণ আমরা দেশ হিসেবে ঘণবসতিপূর্ণ রাষ্ট্রের জনগন। একদিকে আমাদের যেমন বসত জমির অভাব রয়েছে ঠিক তেমনি রয়েছে খাদ্য সংকটও। তার ওপরে যোগ হয়েছে পরিবেশ গত বিপর্যয়ের সমূহ আশংঙ্খা।

সারা বিশ্ব যেখানে জলবায়ু নিয়ন্ত্রণে রাখার জন্য কোটি কোটি ডলার খরচ করছে প্রতিনিয়তই সেখানে রোহিঙ্গাদের মতো অন্যান্য বিশ্বের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে অন্যায়ভাবে আশ্রয় গ্রহণ, জলবায়ুর পরিবর্তনে হুমকি স্বরুপ বলে আমি মনে করি। আর এর জন্য দায়ী ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আজকে বিশ্ব ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নায়কেরা যেভাবে নিজের ক্ষমতা প্রদর্শণের ব্যবস্থা সুসংহত করতে কোটি কোটি ডলার বিনিয়োগ করতেছেন মিসাইল/ড্রোন/আনবিক/ পারমানবিক/হাড্রলিক বোমা তৈরির পিছনে সেটা যদি কোনো মানবিক খাতে ব্যায় করা হতো তবে হয়তো বিশ্ব অনেক বেশি শান্তিতে থাকতে পারতো এবং শান্তিতে থাকতো দেশের নাগরিক সকলও। অথচ মাথা মোটা সরকারগুলো সে পথে না হেঁটে উল্টো পথে বিজয় অর্জনের ভুল স্বপ্ন লালন করছেন প্রতিনিয়তই। যা কোনো ভাবেই সঠিক লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে না।

যদি প্রতিটি রাষ্ট্রের সরকার তার নিজ দেশের নাগরিকের সুব্যবস্থার কথা না ভেবে পুরো বিশ্বের নাগরিকের সুব্যবস্থার কথা চিন্তা করে এবং জাতিগত কিংবা ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা গঠনের চিন্তা থেকে বেরিয়ে এসে মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতো, তবে হয়তো সকল দেশের নাগরিক তার সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার ন্যুনতম অধিকার ফিরে পেতো। কারণ মানুষের ধর্মীয় চিন্তা-ভাবনা যেমনি হোক যদি প্রতিটি মানুষের মানবিক দিকটা (একে-অপরের) সবাই গ্রহণ করে তার ন্যুনতম সম্মান দেখাতে পারে, তবে আমার মনে হয়; কখনোই জাতিতে-জাতিতে/ধর্মে-ধর্মে কিংবা শক্তিতে-শক্তিতে ভেদাভেদ পরিলক্ষিত হবে না। যেমনটা আমরা দেখেছি- ফিলিস্তিন/ইরাক/সিরিয়া/আফগানিস্তান/লিবিয়া/ইয়েমেন এবং সর্বশেষ দেখছি মায়ানমারের নাগরিকদের ওপর রাষ্ট্র কর্তৃক অন্যায় আচরণ। আবার কখনো কখনো বিদেশী শক্তি কর্তৃক নিজ দেশের নাগরিকদের প্রতি অন্যায় আচরণ, যা কোন মতেই গ্রহণযোগ্য নয়।

হয়তো এটা শুধুমাত্র মুসলিম কিংবা মুসলিম দেশের ব্যাপারে লক্ষ্যনীয় কিন্তু পুরো বিশ্বে যারা সন্ত্রাসী হিসেবে শীর্ষস্থান দখল করে আছেন তাদের কেউ মুসলমান ছিলোনা। উদাহরণ দিয়ে বলতে পারি সন্ত্রাসীদের শীর্ষস্থানে এখনো-হিটলার/মাও সেতুং এর নামই প্রতিধ্বনি হচ্ছে। অথচ সারা বিশ্বে মুসলিমদের এবং মুসলিম দেশগুলোকে প্রায় একঘরে করে রাখা হয়েছে জঙ্গি আখ্যা দিয়ে। আশা করছি মুসলিম বিশ্ব এখন নিজেদের ঘর গোছানোর সময় এসেছে। যেখানে ইন্ডিয়া আর চীন একে অপরের চির শত্রু। কিছু দিন আগেও তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। কিন্তু রোহিংগা মুসলিম নিধনে তারা উভয়েই মায়ানমারের সাথে একমত ও সহযোগী। অথচ মুসলমানরা? শত ভাগে বিভক্ত। অন্তর্কলহে লিপ্ত। অধিকাংশ মুসলিম রাস্ট্র প্রধানরাই মনে করছে ওটা ‘ত’ আমার দেশের সমস্যা না! আর এভাবেই মুসলিম তথা মুসলিম বিশ্ব একঘরে হচ্ছে যাচ্ছে। কথায় বলে না-সময় গেলে সাধন হবে না!!!

আমরা আশা করবো, প্রতিটি রাষ্ট্রের সরকার তার দেশের নাগরিকদের সুরক্ষা দেয়ার ব্যাপারে সর্বচ্চ সতর্কতা অবলম্বন করবেন পাশ্ববর্তী দেশের কিংবা দেশের নাগরিকদের কোনো রকম ক্ষতি ছাড়াই।

বিস্তারিত জানতে পড়ুন : ৪শ’ একর পাহাড় রোহিঙ্গাদের দখলে ! ·

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন। অথচ আমরা মানবতাবাদী হয়ে নিজ দেশের ক্ষতি চিন্তা না করে রোহিঙ্গা আশ্রয় দিতে সরকারকে চাপ দিচ্ছি, আবার আশ্রয় দেয়ার অপরাধে সেই সরকারকেই দোষছি। বড অদ্ভুত আমরা বাংলাদেশি নাগরিক!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

রুপম হাছান বলেছেন: একদম তাই। বড়ই বিচিত্র আমাদের সমাজ ব্যবস্থা এবং আমরা।

ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন, আপনার সুন্দর মন্তব্য প্রকাশে কৃতার্থ করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.