নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

এখন মেনে নিলাম কিন্তু পরে...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮



দুই টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে হয়, মেনে নিলাম।
দুইশত টাকার গ্যাস ১০০০ টাকা হলো, মেনে নিলাম।
দুই টাকার ইউনিটের বিদ্যুৎ আট টাকা হয়, মেনে নিলাম।
১৫ টাকার পেয়াজ ৭০ টাকা হলো, মেনে নিলাম।
০৯ টাকার কেরোসিন ১০৫ টাকা হলো, মেনে নিলাম।
২০ টাকার সয়াবিন তেল আজ কত টাকা..?? মেনে নিলাম।
০৯ মাসের স্বাধীনতা যুদ্ধ করতে হইছে, মেনে নিলাম।
৪৫ বছর ধরে রোজ শোষন হচ্ছি, মেনে নিলাম।

পদ্মা সেতুর নামে কোটি টাকা লাপাত্তা, মেনে নিলাম।
বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে চার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, মেনে নিলাম।
শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লোপাট যার ফলে বহু লোক গলায় দঁড়ি দিলো, মেনে নিলাম।
গর্ভবতী মায়ের পেটে গুলি করে রক্তাক্ত করা হলো শিশু, মেনে নিলাম।
প্রতিনিয়তই তনুর মত হাজার ধর্ষিত বোনের আর্তনাদ ধ্বনি শুনতে হয়, মেনে নিলাম।
ক্ষুধার্ত রোহিঙ্গার আর্তনাদে আকাশ কাপেঁ অথচ ২২ ট্রাক ত্রাণ আটকে রাখা হয়, মেনে নিলাম।
ইসলামের কথা বললে জঙ্গী হয়, মেনে নিলাম।
চটি পর্ন হয় চেতনা চর্চা আর কোরআন-হাদিস হয় জিহাদি বই, মেনে নিলাম।

এমন হাজারটা উদাহরণ দেওয়া যাবে.... এত কিছু মানার পরে ও সামান্য মোটা চাউল ১০ টাকা থেকে ৭০ টাকা!!! ভাবা যায়!!!?
যা মন খুশি তাই করবেন!!!??? যে দেশের ৯৯% মানুষ ভাত খায় সে দেশে চাউল নাকি ৭০ টাকা কেজি!!! দয়া করে দেশের সাধারন মানুষ জনকে দু’মুঠো ভাত খেয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার সুযোগ দিন। তা না হলে এটা মেনে নিতে পারবো না।

প্লিজ...

পাদটীকাঃ অতি মাত্রায় সবকিছু মেনে নেয়ার প্রবণতা দেখে সরকার বেটার ও সব বুঝ হয়ে গেছে, বাঙ্গালীর এখন যা দেবেন, তা সয় অবস্থা!!!?

(বিঃ দ্রঃ - এখানে বেশির ভাগ তথ্য সংগ্রহকৃত আংশিক লিখিত।) ধন্যবাদ।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এত কিছু মেনে নিছেন যখন তখন এইটাও মেনে নেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

রুপম হাছান বলেছেন: হুম। নিয়েছি তো। কারণ আমাদের তো এখন যা দেবেন, তা সয় অবস্থা!!! ধন্যবাদ ভালো থাকবেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

বারিধারা বলেছেন: দুই টাকার ডিম ১০ টাকায় খেতে পারলে ২০ টাকার চাল ৭০ টাকায় খেতে অসুবিধা কি?
৭৩ সালে এক রাতের মধ্যে ২ টাকার চাল ১০ টাকা হয়ে গেছিল, কারো তো কোন সমস্যা হয়নি!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

রুপম হাছান বলেছেন: এটা বাংলাদেশ বলে সব সম্ভবের দেশ। তাই মেনে নিলাম। সাথেই থাকুন। ধন্যবাদ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

বিষাদ সময় বলেছেন: দুই টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে হয়, মেনে নিলাম।
১৫ টাকার পেয়াজ ৭০ টাকা হলো, মেনে নিলাম।
২০ টাকার সয়াবিন তেল আজ কত টাকা..?? মেনে নিলাম।


৫,০০০ টাকা আয় থেকে ৫০,০০০ টাকা আয় হয়েছে এটা যখন মেনে নিয়েছেন তখন অন্ততঃ উপরের গুলোও কষ্ট করে মেনে নিন।

দুই টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে হয়, মেনে নিলাম।

যারা এ কথাটি বলেন তাদের মাথায় আর যা থাক ঘিলু বলে অন্ততঃ কিছু নাই। কারণ পোল্ট্রি শিল্পে বিপ্লব ঘটায় মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় ডিম এখনও সস্তা।

এ সরকারের আমলে সুশাসনের অভাব বা গুম, খুন বেড়ে গেছে এ কথা সত্য। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা যে আগের চেয়ে অনেক অনেক ভাল সেটা অন্ধ হলেও বুঝা যায়।

পদ্মা সেতুর নামে কোটি টাকা লাপাত্তা, মেনে নিলাম।
বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে চার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, মেনে নিলাম।
শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লোপাট যার ফলে বহু লোক গলায় দঁড়ি দিলো, মেনে নিলাম।


বর্তমানে যে যথেষ্ট দুর্নীতি হচ্ছে এটা ঠিক, কিন্তু আগের চেয়ে দুর্নীতি অনেক বেড়ে গেছে এ কথা মানতে পারছি না। কারণ এক সময় আমাদের দেশ দুর্নীতিতে পর পর ৪ বা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারঃ এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে দুর্নিতীতে বাংলাদেশের অবস্থান ১২ বা ১৪ তম। এমনকি দুর্নীতির সূচকেও বাংলাদেশের অবস্থান আগের চেয়ে ভাল।

কাজেই যা বলবেন বুঝে শুনে বলুন, যুক্তিপূর্ণ কথা বলুন। ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

রুপম হাছান বলেছেন: শিরোনামটা যখন মেনে নেয়ার তখন না হয় আপনার সবকিছুও মেনে নিলাম। তবে কিছুক্ষেত্রে আপত্তি থেকেই গেলো কারণ ‘পরে...’ শব্দটিও শিরোনামে ব্যবহার করেছি আমি। তাই পরবর্তী অনেক কিছু হয়তো প্রজম্মরা মেনে নিতে চাইবে না। তাই সবকিছু নিজের মতো করে বুঝাতে চাইলে সবকিছু পরবর্তী প্রজম্ম হয়তো গলদকরণ না ও করতে পারে। তাই সেদিকে লক্ষ্য রেখে না হয় আজকে আপনার যুক্তিও মেনে নিলাম।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

বিষক্ষয় বলেছেন: @ বিষাদ সময়: অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পেনশন কি ৫০০০ টাকা থেকে বেড়ে ৫০০০০ টাকা হয়েছে? গার্মেন্টসের কর্মচারিদের বেতন কি ৫০০০ টাকা থেকে বেড়ে ৫০০০০ টাকা হয়েছে?
সবাইতো আর আওয়ামিলীগ করা চোর-বাটপার বা ঘুষখোর সরকারি কর্মকর্তা না, আর তাদের সুইস ব্যাংকে কোটি-কোটি লুটের টাকাও নাই, যে জিনিস পত্রের দাম বেড়ে ইউরোপ আমেরিকার সমান হয়ে গেলেও কোন অসুবিধা নাই

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখিত প্রকাশ করছি।

ঐসব মিথ্যা গল্পগুলোকে কেউ কেউ জেনে বুঝে শুধুমাত্র দলীয় চিন্তার ঊর্ধ্বে না উঠতে পারার কারণে সত্য বলে সবাইকে গিলানোর চেষ্টা করতেছেন। তথাপি সত্য চিরকাল আপনগুণে প্রফুস্টিত হয়। সেটা বুঝতে পারলেই কেবল প্রতিত্তোরগুলো সহমত আকারে পাওয়ার আশা রাখা যায়।

ধন্যবাদ আনপার সুন্দর যুক্তিযুক্ত মন্ত্যর জন্য। ভালো থাকবেন সব সময়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

পদ্মপুকুর বলেছেন: বিষাদ সময় বলেছেন: এ সরকারের আমলে সুশাসনের অভাব বা গুম, খুন বেড়ে গেছে এ কথা সত্য। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা যে আগের চেয়ে অনেক অনেক ভাল সেটা অন্ধ হলেও বুঝা যায়।

দেশের ব্যাংকগুলোতে তরল মুদ্রার প্রাচুর্য, অথচ বিনিয়োগ হচ্ছে না। কিন্তু লুট হচ্ছে সমানে, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও। তৈরী পোশাক শিল্পে ক্রমেই খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে। আবাসন ব্যবসায় মন্দা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী হচ্ছে না।
সরকারী চাঁদাবাজির মাধ্যমে পাবলিকের পকেট থেকে টাকা বের করে নিয়ে সরকারী চাকুরেদের ক্রয়ক্ষমতা বাড়ানোর নাম অর্থনৈতিক উন্নতি না রে ভাই।

বিষাদ সময় বলেছেন: বর্তমানে যে যথেষ্ট দুর্নীতি হচ্ছে এটা ঠিক, কিন্তু আগের চেয়ে দুর্নীতি অনেক বেড়ে গেছে এ কথা মানতে পারছি না। কারণ এক সময় আমাদের দেশ দুর্নীতিতে পর পর ৪ বা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারঃ এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে দুর্নিতীতে বাংলাদেশের অবস্থান ১২ বা ১৪ তম। এমনকি দুর্নীতির সূচকেও বাংলাদেশের অবস্থান আগের চেয়ে ভাল।

দুর্ণিতির ক্ষেত্রে অবস্থার কোন উন্নতি হয়নি, বরং খারাপ হয়েছে। অন্যদের দুর্নিতি বৃদ্ধির ফলে আমরা খানিকটা এগিয়েছি।

ভালো থাকবেন। হ্যাপি ব্লগিং।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

একদিকে উনি সত্যকে স্বীকার করেছেন অন্যদিকে সে স্বীকারোক্তিকে আংশিক মিথ্যার আশ্রয়ে ম্লান করার চেষ্টা করেছেন। এটা শুধুমাত্র দলীয় চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ ছাড়া আর অন্য কিছু নয়।

দুর্ণিতির ক্ষেত্রে অবস্থার কোন উন্নতি হয়নি, বরং খারাপ হয়েছে। অন্যদের দুর্নিতি বৃদ্ধির ফলে আমরা খানিকটা এগিয়েছি। সহমত প্রকাশ করছি।

ভালো থাকবেন সব সময় এবং সব ভালোর সাথেই থাকবেন। ধন্যবাদ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

জেকলেট বলেছেন: @বিষাদ সময়: আপনি আসলেই বিষাদে আক্রান্ত। তাড়াতাড়ি ডাক্তার দেখান। বাংলাদেশের পেয়াজের দাম ইংল্যান্ড থেকে বেশি বা কাছাকাছি কই আছেন?? বাংলাদেশের মানুষের ইনকাম কি ইংল্যান্ড থেকে বেশি??? আর চালের কথা "১০টাকার চাল খামু কিসে যেন ভোট দিমু" এই স্লগানটা কোথাও শুনছিলাম বলে মনে হয়।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

আসলে দলীয় চিন্তায় বিশ্বাসীদেরকে যতই তার দলের ব্যাপরে প্রশ্ন করাই হোক না কেনো সেটা তার কাছ থেকে দলীয় চিন্তায় পজেটিভ হলেও পুরো দেশের মানুষের জন্য যে নেগেটিভ তা হয়তো উনারা বুঝতে পারেন না। তথাপি প্রশ্নগুলো তো উনাদের মুখের থেকে পুরো দেশ জেনেছিলো।

ধন্যবাদ আনপার সুন্দর যুক্তিযুক্ত মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

ধ্রুবক আলো বলেছেন: এই জাতি মেনে নেয়ায় অভ্যস্ত !

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

হা হা হা। তবুও আমরা পরিবর্তনে আশাবাদী।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

মলাসইলমুইনা বলেছেন: @বিষাদ সময় : মাথায় ঘিলু কতটুকু আছে বা নেই-ই নাকি জানি না কিন্তু মনে হচ্ছে অর্থনীতির তত্বতো দিলেন উল্টে ! "কারণ পোল্ট্রি শিল্পে বিপ্লব ঘটলে ডিমের উৎপাদন আর সরবরাহ বেশি হবে তাই দামতো কমার এবং সহনশীল থাকার কথা | একশত টাকা ডিমের হালি হলে (এটাই জানি পত্রিকা পরে) এটাতো আর সস্তা থাকে না | আপনি খুব সহনশীল মানুষ | আপনার হবে |উন্নতি হবে | দুর্নীতিতে এক থেকে এখন বারো/তেরো আছি দেখেই এতো খুশি! আপনি মানুষ ভালো ! "৫,০০০ টাকা আয় থেকে ৫০,০০০ টাকা আয় হয়েছে " কাদের ? সরকারের গ্রেড ওয়ান হলো সিনিয়র সচিবদের বেতন স্কেল | তাদের বেতন ৭৮ বা ৮০ হাজার টাকা | এখন কতো জনের বেতন ৫০ হাজার টাকা নিশ্চই বুঝতে পারছেন ? একটা দেশের উন্নতি ডিপেন্ড করে তার মোট্ সম্পদের উপর নয় তার সুষ্ঠু বন্টনের উপর | হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে স্রেফ ডাকাতি হয়েছে, কিন্তু দেশে এক টাকাও বিনিয়োগ হয়নি |সেগুলো জমেছে সুইস ব্যাংকে (প্রকাশিত তথ্যগুলো দেখুন) | আগেতো তাও দেশেই খানিকটা বিনিয়োগ হতো | আজ হাজার হাজার কোটি টাকার চুরি ডাকাতির কোনো বন্টন সুবিধা দেশ এখন পাচ্ছে না | তাই এখনকার ব্যাংক চুরি বা ডাকাতিগুলো দেশকে অনেক বেশি ভোগাবে | গ্রীসের কথা মনে রাখুন আর ইয়া নফসি জপতে থাকুন | দেশের সমস্যাটা সামান্য না, স্বীকার করুন আর নাই করুন |

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

উক্ত প্রশ্নগুলো দেশের প্রতিটি মানুষের মাঝে লুকায়িত কিন্তু বলার সুযোগ নেই তাই দলীয় চিন্তার ব্যক্তিরা তাদের মনের মাধুরী মিশিয়ে মিথ্যার উপর সত্যর ছায়া লেপন করে বিজ্ঞাপন দিচ্ছেন। আর জাতি হিসেবে এর কোনো প্রতিবাদ না করে বরং বোকার মতো গিলে নিচ্ছি সব কিছু। যার ফলে উক্ত প্রশ্নগুলো সব সময় থেকেই যাবে কিন্তু উত্তর পাওয়া যাবে না।

গ্রীসের কথা মনে রাখুন আর ইয়া নফসি জপতে থাকুন | দেশের সমস্যাটা সামান্য না, স্বীকার করুন আর নাই করুন | সহমত প্রকাশ করছি।

অত্যন্ত সুন্দর যুক্তিযুক্ত মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন। ধন্যবাদ।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

আবু তালেব শেখ বলেছেন: আমরা ভাতের বদলে চেতনা খাবো

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

হা হা হা। অনেক ভালো বলেছেন ভাই আবু তালেব শেখ। ঐখানেও বিষ আছে!!!

ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: রুপম হাছান ,




আপনি এবং সকল মন্তব্যকারী যা যা বলেছেন তা মেনে নিলেও "মালমুহিত" কে কিন্তু কিছুতেই মেনে নেয়া যায়না ...............

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

ভাই সব সময় জেনে আসছি ‘মাল’ নামক জিনিসপত্র সব সময় সকলের কাছে অধিক দরকারী কিংবা গুরুত্বপূর্ণ। তবে কেনো এই ‘মাল’ কে আপনি মেনে নিতে পারবেন না, তা আমার কাছে বোধগম্য নয়!!! হা হা হা।

হা হা হা। ধন্যবাদ ভাই আহমেদ জী এস আপনার হাসিযুক্ত মন্তব্যটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

বিষাদ সময় বলেছেন: @ পদ্ম পুকুর-
এখানে মন্তব্য করার পর আমি জানতাম এর রি -আ্যকশন হবে। এই সরকারের অনেক বিষয়ের আমিও সমালোচক। কিন্তু কিছু ব্যাক্তির উদ্দেশ্যমূলক প্রপাগান্ডার সাথে হুচুকে লাফাবো তেমন ব্যাক্তি আমি না। অনেকেই দেখলাম আমার মন্তব্যে রি-আ্যক্ট করেছেন। আপনি শালিন ভাষায় গঠনমূলক সমালোচনা করেছেন দেখেই আপনার মন্তব্যের জবাব দিচ্ছি।

দেশের ব্যাংকগুলোতে তরল মুদ্রার প্রাচুর্য, অথচ বিনিয়োগ হচ্ছে না। কিন্তু লুট হচ্ছে সমানে, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও। তৈরী পোশাক শিল্পে ক্রমেই খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে। আবাসন ব্যবসায় মন্দা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী হচ্ছে না।
সরকারী চাঁদাবাজির মাধ্যমে পাবলিকের পকেট থেকে টাকা বের করে নিয়ে সরকারী চাকুরেদের ক্রয়ক্ষমতা বাড়ানোর নাম অর্থনৈতিক উন্নতি না রে ভাই।


আপনার কথা কিছুটা সত্যি। গত ১-২ বছর ধরে দেশের অর্থনৈতিক অবস্থা আগের বছর গুলোর তুলনায় খারাপ। তবে ১০-১২ বছর আগে যখন ডিম ২ টাকা ছিল তারচেয়ে এখনকার মানুষের আর্থিক অবস্থা যে কতটা ভাল তা বলার বাইরে। অনেক লুটপাটের পরও ব্যাংক গুলো রুগ্ন হয়ে যায়নি, বেসরকারি প্রায় প্রতিটি ব্যাংক এখনও লাভ করছে। কিছু কিছু সেক্টর এর অবস্থা খারাপ হয়ে গেছে আবার আই,টি সেক্টরসহ বেশ কিছু নতুন সেক্টর সৃষ্টি হচ্ছে।

১০ বছর আগে আমার ঘনিষ্ট ৮-১০ জন বন্ধুর অর্থনৈতিক অবস্থা আর তাদের বর্তমান অবস্থায় আকাশ পাতাল পার্থক্য। তারা কেউ আওয়ামীলীগ তো দুরের কথা কোন পাটিই করেনা। তাদের তুলনায় আমার অবস্থা বলা যায় অনেক খারাপ। ১০-১৫ বছর আগে রিকশাওয়ালাদের প্রায় সবাইকে ছেড়া কাপড় পরতে দেখেছি, এখন কোন রিকশাওয়ালাকে পুরান কাপড় দিতে চাইলে নেয়না। ১০-১২ বছর আগে খোলা বাজারে মানুষ লাইন দিয়ে চাল কিনতো। চালের বর্তমান ক্রাইসিস হওয়ার আগে খোলা বাজার থেকে তেমন কাউকে চাল কিনতে দেখতাম না। উত্তর বঙ্গের মানুষ এখন আর তেমন মঙ্গায় ভোগে না। দেশি বিদেশী অনেক পত্রিকায়ই ক' দিন আগেও বাংলাদেশের অর্থনীতির ভূয়ষী প্রশংসা করেছে।

তারপরও বলবো গত ২-৩ বছর আগেও অর্থনৈতিক অবস্থার যে অভূতপূর্ব উন্নতি হচ্ছিল সে ধারা এখন আর নাই। সুশাসনের অভাবে এখন অর্থনীতি স্থবীর হয়ে পড়েছে এবং সুশাসন নিিশ্চিত করতে না পারলে আমাদের অর্থনীতি যে ভেঙ্গে পড়বে এটাও সত্যি।

দুর্নীতি নিয়ে আমিও শঙ্কিত। তবে ক্রমাগত একটা প্রচারনা হলো দেশ দিন দিন দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে এ কথাটি সত্যি না।
কারণ ২০০৫-৭ এর চেয়ে ২০১৩-১৪ এ দুর্নীতিতে দেশের অবস্থান এবং সূচক উভয়টাই ভাল। এ ব্যাপারে ডেইলি স্টারের প্রকাশিত ড. ইফতেখারুজ্জামানের বক্তব্যটি তুলে ধরলাম-

Bangladesh was at the bottom of the TI scale for five years from 2001 to 2005. The country started doing better in the following years with its score rising, especially from 2010 to 2013, he said.

"But we could not keep the upward trend. If that had happened, we would have been able to reach the global average of 43," Iftekharuzzaman said.




Link

ধন্যবাদ। ভাল থাকুন।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

সত্যি বলতে গেলে, সময়ের চাহিদা পূরণে মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও চাহিদা কিংবা চাওয়া-পাওয়ার পরিবর্তন ঘটে। এটা ভেবে অবাক হওয়ার কিছু নেই। পূর্বে যারা জমিদার ছিলেন তারা কিংবা তাদের পরিবারের সদস্যদের অনেকেই এখন আর জমিদার নেই। তাহলে আপনি এই প্রথাকে কিভাবে ব্যাখ্যা করবেন। এটা হতে পারে। যেমন কোথাও থেকে যখন বায়ু শুন্য হয়ে যায় তখন বাহিরের থেকে বায়ু এসে সেই খালি যায়গা পূরণ করে, আর এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়মের ব্যতয় কখনোই হবে না। যেমনটা হবে না মানুষের বৈচিত্রের (পরিবর্তনের) মাঝে।

দেশের সার্বিক উন্নতি সম্পর্কে যদি বাস্তবিক ধারণা রাখেন, তাহলে বেশি বলার প্রয়োজন হবে না। কারণ, পাবলিকের পকেট থেকে টাকা নিয়ে সরকারী চাকুরেদের ক্রয়ক্ষমতা বাড়ানোর নাম অর্থনৈতিক উন্নতি না। রাস্তার উপর বড় বড় ফ্লাইওভার কিংবা নদীল উপর বড় ব্রিজ নির্মাণ করা উন্নতি না। আপনাকে বুঝতে হবে, সারা বিশ্বে যখন তেলের দাম ২৯ টাকা ছিলো তখন এই দেশের সরকার তার দেশের মানুষের কাছ থেকে আদায় করেছিলো ৭০-৯৯ টাকা! বাড়তি টাকা আপনি আমি কেনো দিলাম!? যখন পঁচা চাল-গম বাহির থেকে এনে বাংলাদেশের সমুদ্রে মাসের পর মাস জাহাজ ভর্তি করে রাখা হয় কিন্তু দেশের মানুষ সেই পঁচা চাল-গম খাবেনা বলে আদালতে রীটও করেছিলো অথচ বর্তমান সরকার সেই কমদামী পঁচা পোকাযুক্ত চাল-গম এই দেশের মানুষকে গিলাবেন বলে বায়না ধরেছিলো! এবং ভালো মানের চাল-গমের দামে দেশের মানুষকে গিলিয়েছিলো! এর মাধ্যমে দেশের গরীব মানুষের অর্থ গুটি কয়েকজন ব্যক্তির পকেট ভারী করলো, এর নাম উন্নতি না! উন্নতি হচ্ছে একটা দেশের মোট সম্পদের সুষ্ঠু বন্টনের উপর নির্ভরশীল। ব্যাখ্যা করতে গেলে ভীষণ বড় হয়ে যাবে এবং সময়েরও দরকার পড়বে। তাই বলবো, জ্ঞানীরা ইশারায় বুঝে। নিশ্চয় আপনি অনেকের তুলনায় অধিক জ্ঞানীব্যক্তি। নিশ্চয় দেশের সার্বিক উন্নয়নের বিবেচনায় বর্তমান সরকার খুব একটা বেশি কিছু দেশের মানুষের জন্য করতে পারেনি। স্বীকার করে নিবেন। কারণ আমি দলীয় চিন্তার ঊর্ধ্বে ওঠেই আপনাকে বলছি...

ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন। ধন্যবাদ।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

তারেক ফাহিম বলেছেন: যে দেশের ৯৯% মানুষ ভাত খায় সে দেশে চাউল নাকি ৭০ টাকা কেজি!!! দয়া করে দেশের সাধারন মানুষ জনকে দু’মুঠো ভাত খেয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার সুযোগ দিন।

যৌক্তিক দাবী।
ভালো লাগলো

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সহমত পোষণ করার জন্য। কারণ সত্য চিরকাল আপনগুণে প্রফুস্টিত হয়। আপনি সেই সত্যর অংশীদার হলেন বলেই।

ধন্যবাদ আবারো। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বস্তাপঁচা বাহুল্য কথাবার্তা, তাও মেনে নিলাম !

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

হা হা হা। ভাগ্যিস গন্ধ বের হয়নি!

ধন্যবাদ ভাই নূর মোহাম্মদ নূরু আপনার এই মেনে নেয়া, আমার যুক্তির পথকে আরো সুগম করে দিলো। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব কিছু এভাবে মেনে নেয়া যায় না।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

রুপম হাছান বলেছেন: প্রথমে দেরি করে আপনার মন্তব্যর প্রতিত্তোর করছি তাই দুঃখ প্রকাশ করছি।

ঠিক বলেছেন ভাই মোঃ মাইদুল সরকার কারণ বিনা শর্তে সবকিছু মেনে নিলে সেখানে ভালোর কিছুই থাকেনা।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.