নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার বড়াই

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০



গতকালকে একটি পোষ্টে পড়লাম ব্যাটারি চালিত রিক্সার বিরোদ্ধে অভিযান চালিয়ে কিছু রিক্সা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে, কিন্তু কেনো? আমার বিশ্বাস ছিলো, রিক্সাওলারা যে ভুল করেছে তাতে করে; তাদের রিক্সা থেকে ব্যাটারি খুলে নিয়ে গেলেই শাস্তিটা যথাযথ হতো। খেয়াল রাখতে হবে, ক্ষমতা পেলে তা সঠিক ভাবে প্রয়োগ করা কিন্তু একজন বিচারকের প্রথম কাজ। সাথে সাথে খেয়াল রাখা জরুরী যে, আপনি যে শাস্তি উক্ত ব্যক্তিকে দিচ্ছেন সে অনুযায়ী সে ব্যক্তি উক্ত শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করেছেন কিনা? মনে রাখবেন, মজলুমের চোখের পানি কখনো সৃষ্টিকর্তার আরশ এড়ায় না।

আমি এরকম অনেক কর্তা/অধিকর্তাদের খুব কাছ থেকে দেখেছি, যারা ক্ষমতায় থেকে কারো উপকার করতে পারেন নি, ক্ষতি করা ছাড়া বরং ক্ষমতা চলে যাওয়ার পর বলেছেন এটা আপনারা পান, ঐটা আপনাদের ছিলো কিন্তু ওমুকের হুমুকের চাপে পড়ে করতে পারিনি। অথচ ওনাদের হাত ধরেই কিন্তু সকল অপকর্মগুলো ঘটেছে একের পর এক! কথায় বলেনা- অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয় সমান অপরাধী। তাই আজকের লিখার মাধ্যমে উক্ত কর্তৃপক্ষের কাজের প্রতি ঘৃণা এবং রাগ জানাচ্ছি। কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হউন। আইন যেহেতু সবার জন্য সমান সেহেতু কারো রক্ত চঙ্গুর ভয় না করে নিজ সৃষ্টিকর্তার প্রতি আপনাদের কর্তব্যের শপথ মনে করে হলেও সৎ কাজগুলো করেন। তা না করতে পারলে, নিজেদের সেই অপারগতার দিকে নজর দিয়ে হলেও গরীব-দুঃখী মানুষের রিজিকে হাত দেয়া বন্ধ করে দেন।

নিশ্চয় আপনার ক্ষমতার হিসেব আপনার কাছ থেকেই গ্রহণ করা হবে। সে দিনের কথা মনে করে হলেও একটি ভালো কাজ করুন যা আপনাকে সকলের কাছে শ্রদ্ধার পাত্র বানিয়ে দেবে এবং পরকালে রয়েছে সৃষ্টিকর্তার কাছ থেকে সম্মানজনক উপহার ‘জান্নাত’।

বিস্তারিত পড়ুন উক্ত খবরে : তোমাদের দোষ ক্ষমার অযোগ্য, কেন এই কান্না?

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

রুপম হাছান বলেছেন: যারা দু’বেলা খাবার যোগাড় করার জন্য খারাপ পথে না গিয়ে কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে সৎ রিজিকের তালাশ করছেন, আমাদের কর্তৃপক্ষের কিছু ব্যক্তির খামখেয়ালিপনার জন্য তারা হয়তো অন্যর জীবনের জন্য এখন বিপদ সংকুলও হতে পারেন। যার জন্য এরা কখনোই উক্ত কাজের জন্য দায়ী থাকবেনা কারণ বিপদসংকুল কাজ করার জন্য তো কর্তৃপক্ষই তাদেরকে উৎসাহিত করলেন। আমি আমার অন্তর থেকে কর্তৃপক্ষের এমন ঘৃণ্য কাজের প্রতি তীব্রঘৃণা প্রকাশ করছি।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

দেলোয়ার সুমন বলেছেন: মনে রাখবেন, মজলুমের চোখের পানি কখনো সৃষ্টিকর্তার আরশ এড়ায় না।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

রুপম হাছান বলেছেন: সহমত। ধন্যবাদ আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। সাথেই থাকুন।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০

আবু তালেব শেখ বলেছেন: গরীবদের বিষ খাওয়াই না কেন সরকার? না হয় ব্রাশফায়ার। এই বিষয়ে একটি পোস্ট

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

রুপম হাছান বলেছেন: হুম, আপনার দেয়া লিংটির লেখা পড়লাম এবং আমি সহমত প্রকাশ করতে পারিনি ঐ লেখায় কারণ কর্তা চাইলেই যখন কর্ম নিশ্চিত তখন রাস্তার কর্তাদের ব্যাপারে আগেই আইন প্রয়োগ করলে কেবল এমন ঘটনা কমে যেতো বলে বিশ্বাস আমার। সে যাই হোক-

গরীবদেরকে বিষ খাওয়ানো কিংবা ব্রাশফায়ার এর পক্ষপাতি নই আমি কারণ আইন যখন সবার জন্য সমান তখন বড়লোকেরা মধু খাবে কিংবা ফ্রেসএয়ার নিবে কেনো!? এর অংশীদার তো সমাজে কম বেশি সবারই।

ধন্যবাদ আনপার অভিব্যক্তি প্রকাশ করে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

জ্বলন্ত আলো বলেছেন: লঘু অপরাধে গুরু দন্ড

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

রুপম হাছান বলেছেন: পুঁজিবাদী সমাজে এটাই বোধ হয় নিয়ম!!! এটার ও বিচার হওয়া উচিত।

ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচার যারা করেন
তাদের বোঝা উচিত
কতটুকু অপরাধের জন্য
কতটুকা শাস্তি প্রযোজ্য।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

রুপম হাছান বলেছেন: আজকাল বেশি কিতাব পড়া লোকদের কে বিচারের আসনে দেয়া হয় না, দেয়া হয় বেশি কির্তন কে করতে পারে তাকে! এজন্য তারা অপরাধের তারতম্য বোঝারও ক্ষমতা রাখেন না বলেই বিচার ব্যবস্থায় এমনটাই দেখতে পাওয়া যায়।

ধন্যবাদ ভাই নূর মোহাম্মদ নূরু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

সেয়ানা পাগল বলেছেন: ভাত দেবার নাম নাই, কিল মারার গোঁসাই :(

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

রুপম হাছান বলেছেন: পুঁজিবাদী সমাজে ব্যাকরণের বর্তমান কাল চলিতেছে... তাই ভবিষ্যতের অপেক্ষায় রইলাম! যদি পরিবর্তন পরিলক্ষিত হয়...

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

আমার আব্বা বলেছেন: আমরা গরিব ব্লগার আমাগরে কি pc ভাঙ্গ্যা দিবো

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

রুপম হাছান বলেছেন: বলা যায় না... তবে সাবধানে থাকবেন এবং যা কিছু করবেন তা নিজ দায়িত্বে করবেন। তাহলেই হয়তো এই ভাঙ্গ্যা-ভাঙ্গি থেকে রক্ষা পেতে পারেন।

হা হা হা। ধন্যবাদ। সাথে থাকুন এবং সকল ভালোর সাথেই থাকুন।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

নিরাপদ দেশ চাই বলেছেন: ফেসবুকে পোস্টটা ভাইরাল করা গেলে লোকদুটো উপকৃত হতে পারত। ফেসবুক সেলিব্রিটিদের সাথে যোগাযোগ করেন।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭

রুপম হাছান বলেছেন: তার জন্যও ভাগ্য লাগে। কথায় বলে না-গরীবের নাকি ভাগ্য নাই!!! হা হা হা। লেখার মাধ্যমে যদি আংশিক অন্যায়ের প্রতিবাদও হয় তবে সেটাই আমার করা উচিত মনে করেই লিখি।

ধন্যবাদ আপনার সুন্দর উপদেশ মুলক মন্তব্যটি শেয়ার করে কৃতার্থ করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

কানিজ রিনা বলেছেন: এই অটোরিক্সাগুল দেখলেই ভয় পাই।
এত জোড়ে চালায় ঝাকিতে সুস্থ মানুষ
অসুস্থ হয়ে যায়। হয়ত সুবিদার্থে রিক্সা
চালকরা কম খাটুনি হয় এমন যানবাহন
বেছে নিয়েছে। ওরাও গরীব সবদিক
বিবেচনা করে এর একটা সুরাহা হলে
ভাল হয়। যেমন মেন রোড গুল বাদে
শহরের অলি গলি বা মফস্বলে এগুল
ব্যবহারে দিকনির্দেশনা দিলে হয়ত ভাল।
তবুও বিদ্যুতের অপচয় লাগাম টানতে
হবে। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

রুপম হাছান বলেছেন: আমার মতামতও ঠিক আপনার মতই। কর্তৃপক্ষের সঠিক তদারকিতেই হয়তো প্রকাশ্য অন্যায় সমাজ থেকে কমে যেতে পারে। কর্তৃপক্ষের দায়িত্ব পালনে চরম অবহেলা আছে বলেই আমার কাছে মনে হয়। তাই আগে কর্তৃপক্ষের এসব ব্যাপারে সচেতন হওয়া জরুরী।

ধন্যবাদ আপু আপনার সুন্দর দিক নির্দেশনামূলক মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমদানীর সময় কলকাঠী নেড়েছে কে? তার কী বিচার করা উচিত? তখন পয়সার মোহে সব ঠিক হোতা হ্যাঁয়!!

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

রুপম হাছান বলেছেন: মূলত কোন চালানে রিক্সার সরঞ্জাম ঘোষণা দিয়ে কোনো পণ্য আমদানী করা হয় না। আমদনী পর্যায়ে সব ধরনের ব্যাটারি চালিত রিক্সা ও তার সরঞ্জাম আমদানি নিষিদ্ধ। আমদানী হয়ে আসে ডিসি মটর, যা শিল্প কারখানায়ও কাজে লাগে। আমদানী হয় ব্যাটারি যা গাড়ীতে-বাড়ীতে-মোবাইল টাওয়ারে সর্বদা কাজে লাগে; রিক্সা তৈরিতে বাকিগুলি এ দেশেই তৈরী হয়। যার ফলে এটা ঠেকানো কঠিন কাজই বটে।

তবে সঠিক তদারকিতে সকল প্রকার দুর্ঘনটা এড়ানো সম্ভব বলে মনে করি। সেটা আমাদের কর্তৃপক্ষ করতে চূড়ান্তভাবে অপারগ। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: রিকশার উপর বুলডোজার চালানো একটা চূড়ান্ত বর্বরতা ছাড়া আর কিছুই নয়।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

রুপম হাছান বলেছেন: সহমত প্রকাশ করছি। এভাবে কখনোই কর্তৃপক্ষের দৃষ্টিতে অন্যায় বন্ধ করা যাবে না বরং এমন কাজের দরুণ বেকার রিক্সাওয়ালা কর্তৃক আরো বড় ধরণের অন্যায়ের পথ সুগম করে দেয়া হলো বলে মনে করি।

ধন্যবাদ ভাই রাজীব নুর আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করে কৃতার্থ করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রিক্সার ব্যাটারি আমদানীকারক/প্রস্তুতকারক, বিক্রেতা এদের শাস্তি হবে কী?

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

রুপম হাছান বলেছেন: দায়িত্বে থাকা কর্তৃপক্ষই এই ব্যাপারে ভালো জানেন। তবে আমরা সকল অন্যায়ের প্রতিবাদ করি এবং ঘৃণা জানাই।

ধন্যবাদ ভাই আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম আপনার সুন্দর প্রশ্ন কর্তৃপক্ষের দৃষ্টিতে রাখার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই কাজে কি ক্ষমতার বড়াই প্রতিফলিত হয়...?

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২

রুপম হাছান বলেছেন: ক্ষমতায় থেকে যখন কোনো কাজ করা হয় তবে ভালো হলে প্রশংসা পাওয়া যায় আর খারাপ হলে ঘৃণাও অবধারিত... এই ব্যাপারে আমার সাধারণ জ্ঞানে ক্ষমতার প্রতিফলন বলেই মনে হয়েছে।

ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন আপনার অর্থবোধক প্রশ্নটি রাখার জন্য। আশা করছি আপনিও একমত হবেন। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

তপোবণ বলেছেন: ক্ষমতাধারীদের জীবনে এমন দিন আসুক। সারা দিনমান শেষে ৫০০/৬০০ টাকার কামাই রোজি হোক। একদিন এসে কেউ গুড়িয়ে দিয়ে যাক ওদের কামাই-রোজির একমাত্র অবলম্বনটি।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

রুপম হাছান বলেছেন: সাপের দংশন সে বুঝিতে পারে, যাকে সাপে দংশিলো। ওনারা বুঝিতে পারিবেন যদি এমনটা ওনাদের সাথেও ঘটে থাকে...

সহমত থাকলো আপনার মন্তব্যর সাথে। ভালো থাকবেন এবং সকল ভালোর সাথেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.