নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

ভারতের প্রতি বাংলাদেশের অন্ধ ভালোবাসা

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭



এই না হলে বাংলাদেশের আওয়ামী শাসন ব্যবস্থা!!! যারা মিথ্যার ওপর ভর করে গদি শাসন করেন। কিছু দিন আগেও আমরা দেখেছি, দেশে পেপাল চালু হবে...হবে বলে একটা রৈ উঠানো হয়েছিলো কিন্তু বাস্তবে দেখলাম সম্পূর্ণভাবে বোগাস রৈ উঠানো হয়েছিলো!!! অথচ পেপালের অবস্থা বাংলাদেশে আগে যা ছিলো এখনো তা আছে। কোনো রকম পরিবর্তন পরিলক্ষিত হয়নি। কিন্তু পেপাল চালুর ব্যাপারটি নিয়ে সরকার পক্ষ যে আয়োজন করেছিলো তা দিয়ে মোটামুটি ভালো অর্থ নষ্ট ছাড়া আর কিছুই করা হয়নি।

এছাড়াও, বাংলাদেশ আওয়ামীলীগ ভারত আমাদের বন্ধু বলে যে শোরগোল উঠিয়ে ক্ষমতার মসনদ শক্ত ও কঠিন করেছিলেন তারও একটি সত্যটা প্রকাশ হতে শুরু করেছে..........! আর কত গোপন করবেন ‘বাল’!!!

বাংলার মানুষ এখনো যদি ঘুমিয়ে থাকেন তবে জাতীর কপালে দুঃর্যোগের ঘনঘটা দেখা ছাড়া উপায় থাকবেনা। তাই প্রিতমের একটি গানের কথায় লিখছি-

ভারত তোমার প্রেমের পত্র দিয়োনা কোনো ‘বাল’কে
যারা ফুলে ফুলে উড়ে মধু পান করে, ভাঙ্গে বাঙ্গালীর মনকে
একটা বিশ্বাস করেছিলো বলে হয়েছিলো একাত্তর
সেই বিশ্বাসের সুখ লুটে হয় কঠিনও বৃহত্তর।

হুও হুশিয়ার মনের দুয়ার নজর রাখো খুব
চোখের ইশারায় মুখের হাসিতে হইওনা উৎসুক///………বাঙ্গালী
উড়ে যাবে সব সুখ!!!

তাই ভারতকে, বাঙ্গালীর আর বিশ্বাস করা ঠিক হবে না। গর্জে উঠতে হবে বাঙ্গালীর। এখনই সময়।

বিস্তারিত পড়তে ক্লিক করুনঃ ‘বাংলাদেশ ভারতের বন্ধু মুখে মুখেই’

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

রুপম হাছান বলেছেন: ‘BAL-বাল’=বাংলাদেশ আওয়ামীলীগ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

খাঁজা বাবা বলেছেন: পুরান কথা

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

রুপম হাছান বলেছেন: তবুও লিখতে হয়...

ভালো থাকবেন এবং সকল ভালোর সাথেই থাকবেন। ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ আশা করেছিলেন আওয়ামী লীগ দেশ ভালোভাবে চালাবেন, উনারা উপনিবেশের মতো চালাচ্ছেন; এর থেকে কে ভালো করতে পারবে বলে আপনি মনে করেন?

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

রুপম হাছান বলেছেন: ঠিক বলেছেন, এই বিশ্বাস আমারও ছিলো; তাই বাকিটা না হয় এখানেই থাক।

তবে এটাও ঠিক যে, এর থেকে ভালো আর কে করতে পারতো। ধন্যবাদ আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গেম চেঞ্জার বলেছেন: ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান। কে কবে আমাদের আপন ভাই বলে জ্ঞন করে?

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

রুপম হাছান বলেছেন: জ্ঞান করে না বলেই তো আমরা এতো কথা রাজনৈতিকদের ব্যাপারে লিখতে হয়। কারণ ওনারা যা বলেন তার বেশির ভাগই বোগাস। যদিও তা আমরা পরবর্তীতে বুঝতে পারি এবং প্রতিবাদ করি।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশের প্রকৃত বন্ধু আমরাই জনগন

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

রুপম হাছান বলেছেন: এইখানেও দুই ভাগ আছে!!! একদল স্বাধীনতার পক্ষে অন্যদল বিপক্ষে! যদিও এটা ‘বাল’ এর দেয়া উপাধি!

আসলে এই দেশের জনগণই এই দেশের শত্রু!!! হা হা হা। এটাই সত্যি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কলাবাগান১ বলেছেন: গর্জে উঠ বাংগালী...রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের রক্তস্মাত পতাকা আবার তুলতে হবে

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

রুপম হাছান বলেছেন: মনে হয় দোষের কিছু হবে না। কারণ এখনো রাজাকারের পরিবার প্লাগ উড়িয়ে মন্ত্রণালয়ে অফিস করেন। তার কিছু অংশ এখানেই হয়তো পাবেন।

ক্লিক করুন : শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.