নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

আমার ডাক নাম লজ্জা!!

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৩



আমি বিশ্বজিত, আমি অভিজিত!
আমি নাদিয়া, আমি আজমি তনুর মতো হারিয়াছি কত জিত!
আমি সন্ধ্যায় মশা মারা ব্যর্থ একটি রাষ্ট্র! নাগরিকের কেটে যাচ্ছে ঘুম বিহীন কত যে রাত্র!
আমি প্রশ্নপত্র ফাঁস! আমি ঘরের ভেতরে মেঝেতে পড়ে থাকা বিচারবিহীন এক লাশ!

আমি অবিরাম বাংলার মুখ! আমি লাল সবুজের কাফন!
আমি পিলখানার অসহায় সেনা অফিসারদের আঁধারে করেছি দাফন!
আমি ইলেকশন কমিশন এবং তার পাতানো এক নির্বাচন!
আমি স্বাধীন দেশের পরাধীন সাধাসিধে এক জনগন!

আমি আন্তর্জাতিক 'নিরাপরাধ' ট্রাইবুনাল!
আমি বিরোধী নেত্রীর বাড়ীর রাস্তায় পড়ে থাকা মালামাল!
আমি বিরোধী নেত্রীর বাড়ীর সামনে জমিয়ে রাখা বালির ট্রাক!
আমি গণতন্ত্রহীন স্বৈরাচারীর নজর বন্দীতে রাখ!

আমি শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক আর রিজার্ভ চুরি!
আমি দেশের উন্নয়ন গাইতে গিয়ে মূলধন লোপাট করি!
আমি বাসের যাত্রী হওয়া ধর্ষিতা মেয়ে মাজেদা!
আমি বিচার চেয়ে সৃষ্টিকর্তার কাছে করেছি সেজদা!

আমি ছেলের সামনে ধর্ষিতা হতভাগ্য এক মা!
আমি আইনের কাছে চেয়েছি বিচার, তোমার করণীয় আছে যা!
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা কোন বোন!
আমি সব সইলেও সইতে নাই পারি, মানে না যে মন!

আমি এমপির গুলিতে পেটে থাকা গুলিবিদ্ধ শিশু সৌরভ!
আমি গুম হওয়া শত পরিবারের সন্তান, তোমার হচ্ছে গৌরব!
আমি দেখেছি মায়ের চোখে জমে থাকা নিরব-নিভৃতে কান্না!
আমি বৃথা সময় পার করেছি ভেবেছি আর না!

আমি রানা প্লাজার ধুঁলোয় উড়া গলিত কোন লাশ!
আমি উন্নয়নের কাজে ব্যবহার করেছি রডের বদলে বাশঁ!
আমি তাজরীনের অগ্নিকান্ডের নিহত গরীব কর্মচারী!
আমি চেয়েছিলাম ক্ষতিপূরণ সরকার নিয়ম করেছে ভারী!

আমি শিল্পী হয়েও স্তব্ধ আসিফ আর মনির খান!
আমি পত্রিকা টিভি বন্ধ করে ধরেছি কত ভান!
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ
আমি বিমান ক্রাশ আর জাহাজ ডুবিতে হয়েছি দম বন্ধ!

আমি বন্ধু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!
আমি গুম হওয়া ইলিয়াস, আযমী, আরমান আর হুম্মাম!
আমি সাগর-রুনির মেঘ!
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ!

আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু!
আমি বুঝিতে পারি জগণ্য এই পাপ ক্ষমা করিবে না যিশু!
আমি শাপলা চত্বরে ঐ রাতের নির্মম গনহত্যায়!
আমি দেখেছিলাম ঐ বাহিনীগুলো মেরেছিলো খুব সস্তায়!

আমি সাত খুণ আর রাজনীতিতে পরিচিত শীতলক্ষ্যা!
আমি মুক্তিযোদ্ধা বলে উচ্চস্বরে নিজেদের দিয়েছি দীক্ষা!
আমি তাঁর কাঁটার ওপর ঝুলিয়ে রাখা মৃত সেই ফেলানী!
আমি সালাউদ্দিন ভারতে গিয়ে জেলের টানি ঘানী!

আমি ১৮ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি উন্নয়নে!
আমি রোহিঙ্গার মতো দেশহীনার অশ্রু নয়ন জলে!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ভয়াবহ কবিতা।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

রুপম হাছান বলেছেন: অনেক দিন ধরে শক্তি এবং সাহস পুঁঞ্জিভুত করেছিলাম আর আপনাদের ভালোবাসার কাছে সমর্পন করে দিলাম। আশা করছি ভয়াবহতা রোধকল্পে সবাই সচেতন হবেন। ধন্যবাদ জানবেন ভাই রাজীব নূর আপনার অভিব্যক্তি প্রকাশে কৃতার্থ করার জন্য।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: কবিতায় 'তেজ' আছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

রুপম হাছান বলেছেন: নজরুলের বাংলায় ‘তেজী’ ভক্ত থাকবেনা তা কি করে হয়। হা হা হা।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:


আমি ১৮ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি উন্নয়নে!
আমি রোহিঙ্গার মতো দেশহীনার অশ্রু নয়ন জলে!!

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

রুপম হাছান বলেছেন: ধন্যবাদ জানবেন আপনার সহমত প্রকাশে কৃতার্থ করার জন্য। ভালো থাকুন।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

আমিনভাই বলেছেন: আমি বিশ্ব বেহায়া যখন তখন বলি মিথ্যা
পাবলিককে ধোকা দিয়ে খালি পেচাই তেনা।
আমি জনগনকে বানাবো গরদব শিখাবো শুধু হিংসার পেশা
আমি ভাবি নিবো শোধ এটাই আমার নেশা।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

রুপম হাছান বলেছেন: আপনার ভাবনাটা একদম সঠিক। তবে এর থেকে পরিত্রাণ অবিশ্যই প্রয়োজন আর সেজন্য আমাদের চিন্তা-চেতনায়ও পরিবর্তন আনা সময়ের দাবী। ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.