নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন বনাম প্রাপ্তি সবটাই আওয়ামীলীগের জন্যে

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২



অনেক অনেক উন্নয়নের(!) মাঝে অসামান্য একটা নিদর্শন হয়ে থাকবে এই বাঁশ ফর্মুলা! কয়দিন পর আওয়ামীলীগের যুগান্তকারী এই আবিষ্কারটির নামও হয়তো ছড়িয়ে পড়বে পৃথিবীব্যাপী! কারণ বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে সবদিক থেকে! এজন্য বিশ্ব শ্রদ্ধাভরে স্মরন করবে আওয়ামীলীগকে তাদের এই আবিষ্কারের জন্যে! এই আবিষ্কারের স্বীকৃতি স্বরুপ আওয়ামীলীগকে/শেখ হাসিনাকে হয়তো বদনা দিয়ে পুরস্কৃত ও করা হতে পারে...!!! যেমনটা অস্ট্রেলিয়া দিয়েছে নোবেলের পরিবর্তে ‘আএফএল বাটি’!!!

যদিও আওয়ামীলীগের উন্নয়নের স্বীকৃতি স্বরুপ হাজারো পুরষ্কার ইতিমধ্যে ঝুলিতে জমা পড়ে গেছে! অনামি-বেনামি প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধশত রেওয়ার্ড নিজ দলের উদ্দেগ্যে সংগ্রহ করতে সক্ষম হয়েছেন! গত রবিবার তিঁনি (শেখ হাসিনা) নাকি ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট’ ভিত্তিক একটি সংস্থার রিপোর্টে খালেদা জিয়া তথা বিএনপি থেকে অনেক বেশি জনপ্রিয় দাবি করা হয়েছে। আর এই খবরটি বিশ্বের কোনো মিড়িয়া না জানতে পারলেও জেনে গেছেন আওয়ামীলীগের তথ্য উপদেষ্টা জনাব জয় সাহেব!!!

এতো পুরষ্কার রাখবো কোথায়...?!

বিস্তারিত পড়ার জন্য লিংকগুলো দিলামঃ

01. অখ্যাত জরিপে নিজের মাকে জনপ্রিয় বানালেন জয়?
02. সুনামগঞ্জে রডের সঙ্গে বাঁশ দিয়ে সেতু নির্মাণের অভিযোগ

আশা করছি এই বীরের জাতি আপনাদের (আওয়ামীলীগ/শেখ হাসিনা) কে অনেক দিন মনে রাখবে!

সাথে সাথে জানাচ্ছি, ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের ‘হে মার্কেট’ চত্বরে সংঘটিত শ্রমজীবি মানুষের উপর তৎকালীন সরকার শ্রমিকেদের ন্যায় সংগত অধিকার আদায় ও মর্যাদা রক্ষার আন্দোলনে অতর্কীত হামলার করে শ্রমিকদের নিষ্ঠুরভাবে হত্যা করে। সে সমস্ত মহান শ্রমিকদের জীবনের বিনিময়ে আজ বিশ্ব-শ্রমিকেরা তাদের নায্য মুজুরী পাচ্ছেন। তাই সেসব মহান শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান হোক মে দিবস সকল শ্রমিকের জন্য।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

এখওয়ানআখী বলেছেন: লেখার শুরুটা সুন্দর, শেষের দিকে কিছুটা অসংলগ্ন। তবুও সত্য কথনের জন্য ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১

রুপম হাছান বলেছেন: সবকিছু ঠিকঠাক ছিলো কিন্তু মাঝে দুইদিন বন্ধ থাকবে বলে ভাবলাম মে দিবসের জন্য কিছু লেখা হলো না ভেবে অসংলগ্নটা লিখতেই হলো। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: উন্নয়ন, দুর্নীতি আর তামাশা একসাথে চলছে।
চলুক।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

রুপম হাছান বলেছেন: সবই লীগের অবদান বলে...! তা না হলে কি আর এসব একসাথে চলতে পারে?! ধন্যবাদ জানবেন আপনার সুন্দর মন্তব্যর জন্য। ভালো থাকুন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: আরো অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

রুপম হাছান বলেছেন: মনে হয় এটা ২০৪১ সাল পর্যন্ত... তারপর না হয় ভাবা যাবে, কি বলেন?! ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: উন্নতির চেয়ে দুর্নীতি বেশি হয়েছে।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৪৪

রুপম হাছান বলেছেন: তবে সবটাই যে আওয়ামীলীগেরই হয়েছে!!! হা হা হা।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জেনারেল জিয়ার 'গলাকাটা ক্যাপিলিজম' অনুসরণ করাতে বিএনপি'র অভাব পুরণ হয়ে গেছে।

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৪৬

রুপম হাছান বলেছেন: হা হা হা। হয়তো বা আপনি ঠিক বলেছেন। যদিও কেউ সুযোগ পেলে কোনো অংশে কম যায় না।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের বার এত্তগুলো ড্ক্টরেট ডিগ্রী নেওয়ার পরও অশিক্ষিত(!) জনতা তেনাকে ভোট দেয়নি। এবার তাই 'এওয়ার্ড' নিয়ে যদি সেই অশিক্ষিতদের চোখে আঙ্গুল দিয়ে দেখানে যায় তিনি কত ভালো...

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৪৯

রুপম হাছান বলেছেন: হা হা হা। অনেক চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ জানবেন আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.