নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

অতি দম্ভ ধ্বংসের কারণ

০৫ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯



কোনো দল নির্বাচনে না এলে আমাদের কিছু করার নেই!- প্রধানমন্ত্রী।
কোন দল এলো বা না এলো তাতে বর্তমান সরকার বা আওয়ামী লীগের কিছু করার নেই! - নাসিম।
------------------------------ বনাম ------------------------------
নির্বাচন মনে হয় কারো মেয়ের বিয়ে, কাউকে আমন্ত্রণ জানাবেন আর কাউকে জানাবেন না!- আমির খসরু মাহমুদ চৌধুরী।

------------------------------ মুক্তমনা সাধারণ মানুষের চিন্তা-ভাবনা থেকে ------------------------------
যারা মুক্তমনা চর্চা করেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যতিত সাধারণদের মধ্যে যারা প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা-সমালোচনা করেন তারা হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে চলছে তার উপযুক্ত বিচার করতে পারবেন। আর যারা অন্ধভাবে কোনো দলের সমর্থন করেন তাদের কথা বলাই বাহুল্য! কারণ তারা দলের ভালো-মন্দকেই একমাত্র দেশের ভালো-মন্দ হিসেবে জাহির করেন। শুধুমাত্র সেই সকল অন্ধ সমর্থক ব্যতিত অন্যরা আজকের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কত ভয়াবহ আকার ধারণ করেছে তা সহজেই অনুধাবন করতে পারতেছেন।

তো সেই যায়গায় থেকে আমার অনুমান যদি সঠিক হয়, তবে হয়তো সেটা আগামী ‍জুলাই-আগস্টে দেশের আপামোর জনসাধারণ দেখলেও দেখতে পাবেন। আর সেই রকম একটি অশনি সংকেতের গন্ধ পাচ্ছি আমি। এই গন্ধটি প্রতি নিয়তই অতি দ্রুততার সাথে একটি সংকটময় সময় অতিক্রম করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সরকার দলের আজকের এই বাড়াবাড়ির ফলে, প্রতিফল স্বরুপ এর একটি কুফল বাংলাদেশের জনগণ ভোগ করতে প্রস্তুত হয়ে গেছে বলেও মনে করি। তার সাথে সাথে দেশে একটি রাজনৈতিক পট-পরিবর্তন হওয়ারও সুস্পষ্ট সিনড্রমও দেখতে পাচ্ছি। যা দলের অন্ধ সমর্থকেরা ছাড়া আর বাকিরা দেখতে পাবেন। তবুও তারা তাদের একগেয়েমী আর গোয়ার্তুমী ছেড়ে দেশ ও জাতির মঙ্গলার্তে কোনো কল্যাণকর কাজ করতে চাইছে না! একদিন তাদের এই মিথ্যাচার, দম্ভ, আর অহংকার নিয়েই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে অন্ধকার প্রোকোষ্ঠে। সেই দিনটি কিন্তু আওয়ামীলীগের খুব সন্নিকটে!

আশা করছি, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমাজ, ব্যক্তিবর্গ প্রতিটি সেক্টরে রাজনীতি ও গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশ ও জাতির কল্যাণেই করবেন। অন্যথায় দেশ উগান্ডা কিংবা মিশর হতে বাধ্য। মহান আল্লাহ সকলের প্রাপ্তি সুনিশ্চিত করুন সকল প্রকার অপরাধ ও রক্তবিহীন।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

সনেট কবি বলেছেন: দেখা যাক কি হয়! তবে যা হোক, দেশ ও দশের ভাল হোক।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৭

রুপম হাছান বলেছেন: আমারাও তাই চাই, যেনো সবকিছু দেশের মানুষের অনুকূলেই হয়ে থাকে। ধন্যবাদ জানবেন ভাই সনেট আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:১২

শাহ আজিজ বলেছেন: আমরাও অবগত আপনার এই ভাবনা । এই ভাবনা আমাদের আচ্ছন্ন করে কিন্তু অতি ক্ষমতার সাথে ব্যাপক রক্তপাত জড়িত যা এই জাতি প্রত্যক্ষ করেছে আগেও। ব্যাপারটা এমন যে লীগ নয় নেত্রীর ক্ষমতা সুসংহত হওয়াটা জরুরি । আর এই প্রক্রিয়ায় যারা জারি সারি গাইছেন তারাও নিরাপদ নয় গণধোলাইয়ের হাত থেকে। সব বন্ধ - দশ বছর কোন নির্বাচন হবে না - জাতীয় সরকার দেশ চালাবে।

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

রুপম হাছান বলেছেন: এই জাতির আগা-গোড়া সবাই কমবেশি জানেন বলেই বলছি, বীরের সন্তানেরা অন্যায়ের সাথে আপোষ করেনি কখনোই। আর ভবিষ্যতেও করবে না। কারণ আপোষযুক্ত অন্যায় সকলের ভবিষ্যতকে অন্ধকার করে দিবে। নিশ্চয় সেই অন্ধকার থেকে দলীয় সমর্থকেরাও বাঁচতে পারবেন না। তাই যথাসময়ে যথাপোযুক্ত কাজই বীরের কাজ।

আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

৩| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৩

কানিজ রিনা বলেছেন: ভোট দখলের রাজনীতি সাধারন জনগন চায়না
জনগন সেই ভয়ে আছে পুনরায় ভোট দখল
হবে। সরকারী কিছু নেতার বক্তব্য তাই প্রকাশ
পায়। ধন্যবাদ।

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৪

রুপম হাছান বলেছেন: মিশরের একটি গনতান্ত্রিক পার্টিকে কিভাবে অন্যায় করে জেনারেল সিসি কারারুদ্ধ করলো এবং সেই পার্টির বেশির ভাগ প্রবীন রাজনৈতিক কে হত্যা করলো তা জাতি দেখেছে এবং সিসি এত অন্যায় করার পরেও জোর গলায় তার সিদান্তইকেই সঠিক বলে বিশ্ব দরবারে প্রতিয়মান করার অহেতুক চেষ্টা করেছে। কে তাকে বিশ্বাস করলো আর কে করলো না তাতে কি, ক্ষমতা তো পেয়েছে! এরা ক্ষমতাকেই বেশি পছন্দ করে জনগণকে সেবা দিতে নয়! অথচ রাজনীতির মূল উদ্দেশ্যেই হচ্ছে জনগণের সেবা করা।

বর্তমান বাংলাদেশেও ঠিক তেমনটা পরিলক্ষিত হচ্ছে। যদিও এই জাতি বীরের জাতি। মিশরের মতো এই রকম অন্যায় এই জাতি ৭১ রে ও গ্রহন করেনি ২০১৮ তে ও গ্রহণ করবে না।

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

৪| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: ক্ষমতার দম্ভ খুব খারাপ জিনিষ,একদিন দম্ভই হাসিনা আপার পতনের কারণ হতে পারে।

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৬

রুপম হাছান বলেছেন: মোদ্দকথা বলেছেন। অহংকার পতনের মূল। আর এই প্রবাদ বাক্য নিশ্চয় পড়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

ধন্যবাদ জানবেন আপনার মন্তব্যর জন্য। ভালো থাকুন সব সময় সকল ভালোর সাথেই থাকুন।

৫| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আওয়ামীলীগ যে ভুল পথে এগোচ্ছে, সেটা তারা নিজেরাও বুঝতে পারছে না।।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

রুপম হাছান বলেছেন: পড়াশুনা করে ডিগ্রি পেলে কি হয়?! তার গুনগত মান ধরে রাখার জন্য গবেষণারও দরকার হয়। ওনারা শুধু ডিগ্রিতেই খুশি গবেষণায় নয়। যার কারণে ওনারা সাধারণের ভাবনা থেকে অনেক অনেক দূরে। যা একদিন এদেরকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করবে অন্ধকার প্রোকোষ্ঠে।

ধন্যবাদ জানবেন আপনার সুন্দর মন্তব্যটির জন্য। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

৬| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার সবচেয়ে ভাল লাগে এটা ভেবে যে,

অসুস্থ রাজনীতির ভেতরও ব্লগে একটা সুস্থ চিন্তাধারা আছে। দলকানা আর মোসাহেবদের ভীড়েও একদল সত্যপথের যাত্রী আছে।।

সাদাকে সাদা আর কালোকে কালো বলার এই মানষিকতাটা বজায় থাকুক।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪

রুপম হাছান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকলো যে সত্যিটা আপনি উপলদ্ধি করতে পেরেছেন। আমরাও চাই প্রতিট ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেনো দেশ ও জাতির বাঁধাবিহীন পথচলায় ভুমিকা রাখেন এবং সুষ্ঠু গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সত্য পথের অবলম্বন করেন।

ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন, এমটাই প্রত্যাশা রাখি।

৭| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: কেউ কাউকে ছাড় দেয় না। দিতে চায় না।
শান্তির জন্য ভালোর জন্য 'ছাড়' দিতে হয়।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৭

রুপম হাছান বলেছেন: প্রকৃত অর্থে ছাড় তো সেই দিবে যে দখল করে আছে। আর যার বিন্দু মাত্র দখলে ভুমিকা নাই তার ছাড় দেয়ার ক্ষেত্রে পুরো সিস্টেমটাই যে অন্তরায়।

আমরা চাই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরাই যেনো সকল সমস্যা উত্তোরণে সুষ্ঠু ও ন্যায় সংগত ভুমিকা রেখে জাতিকে একটি বিবেদময় সংঘাত থেকে রক্ষা করেন।

ধন্যবাদ জানবেন ভাই রাজীব নূর আপনার মন্তব্যর জন্য। ভালো থাকুন।

৮| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বিএনপির জনপ্রিয়তা তুলনায় বেশি। তাদের বাদ দিয়ে নির্বাচন অগনতান্ত্রিক হবে।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪১

রুপম হাছান বলেছেন: জনপ্রিয়তা যাচাই হয় ভোট কেন্দ্রে কিন্তু সেই কেন্দ্রই যখন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি তখন গনতান্ত্রিক আর অগণতান্ত্রিক বলতে কিছুই নেই। আছে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের একচোখা নীতি বা পক্ষাবলম্বন। এটা দূর করতে হবে আগে।

আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃৃপক্ষরা যখন ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে সচেষ্ট হবেন তখনই কেবল দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে। আর জাতি তার কাঙ্খিত লক্ষ্যে সঠিক ভাবে পৌঁছাতে সক্ষম হবে।

৯| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র বড় নেতা ১৭৯৭৫ সালে সুষ্টু নির্বাচন করে ক্ষমতা দখল করেনি; সেটা শেখ হাসিনার ভাবনায় আছে মনে হয়।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৩

রুপম হাছান বলেছেন: হা হা হা। চরম সত্যি কথা বলেছেন ভাই চাঁদগাজী। আমারও তাই মনে হয়।

অনেক অনেক ধন্যবাদ থাকলো আপনার যুক্তি সংগত ব্যাখ্যাটির জন্য। ভালো থাকুন সব সময় এবং সকল ভালোর সাথেই থাকুন।

১০| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজনীতিটাই বিরক্তিকর।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬

রুপম হাছান বলেছেন: অথচ এই বিরক্তিকর ব্যাপারটাই আমাদের জীবনের সাথে উতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে। তবুও আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। প্রকৃতির সুন্দর্য রক্ষার স্বার্থে প্রত্যেক ব্যাক্তিকেই ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় যার যার যায়গা থেকে যথাযথ ভুমিকা রাখতে হবে।

ধন্যবাদ জানবেন আপনার মন্তব্যর জন্য।

১১| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত দম্ভতা কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে...

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৫

রুপম হাছান বলেছেন: সেটা হয়তো এই বীরের জাতি আগামী ২-৩ মাসের মধ্যে দেখতে পাবে! সেই সাথে আমরাও ভীত এবং শংকিত...!!!

মহান আল্লাহ সবাইকে সুস্থ এবং প্রতিঘাত মুক্ত রাখুক এমনটাই প্রত্যাশা রাখি।

ধন্যবাদ জানবেন ভাই আপনার সুন্দর প্রশ্নটির জন্য। ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।

১২| ০৬ ই মে, ২০১৮ ভোর ৫:২৮

অক্পটে বলেছেন: সত্য বললে ওদের লাগে বড় বেশি, রাজাকার রাজাকার বলে দৌঁড়ে কামড়াতে আসে!

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

রুপম হাছান বলেছেন: ওরা যে আওয়ামী আজব মেশিন! দূরত্ব বজায় রাখুন দেখবেন সুস্থ আছেন এবং সুষ্ঠু পরিবেশে আছেন।

ধন্যবাদ জানবেন ভাই আপনার সুন্দর মন্তব্যটির জন্য। ভালো থাকুন।

১৩| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: যে যাই বলুক আসলে অনেক দিন ভোট দিতে পারিনি, নির্বাচনি একটা যে মজা সেটা অনেকদিন পাচ্ছি না এবার যদি পাই সে আশায় থাকলাম।

২০ শে জুন, ২০১৮ সকাল ১০:১৯

রুপম হাছান বলেছেন: আমি দুঃখিত যে আপনার মন্তব্যে উত্তর দিতে দেরি করে ফেলেছি। ক্ষমা করবেন।

আপনার মনবাসনা অবিশ্যেই পূরণ হবে। তবে দেখেশুনে একজন ভালো মানুষকে ভোট দিবেন যেনো তিনি আপনার এবং আপনার সমাজের খেদমত করে যেতে পারেন। আপনার সুন্দর আশাটুকু পূরণ হোক এমনটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ জানবেন আপনার মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.