নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

সবাইকে পবিত্র ঈদুল আযহা মোবারক এর শুভেচ্ছা

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬



আগামী পরশুদিন অর্থাৎ ২২/০৮/২০১৮ইং পবিত্র ঈদুল আযহা, মহান আল্লাহতা’লার উদ্দেশ্যে পশু কোরবানী দেয়ার মহিমান্বিত দিন। পারিভাষক অর্থে কুরবানী শব্দের শাব্দিক অর্থ হল উৎসর্গ বা ত্যাগ । ইসলামী শরীয়তের পরিভাষায় জিলহাজ্ব মাসের ১০,১১ ও ১২ তারিখে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জবেহ করাকে কুরবানী বলা হয় । কুরবানী মুসলমানদের জন্য আল্লাহর প্রতি অগাধ প্রেম ও অনুপম আনুগত্যের এক উজ্জল দৃষ্টান্ত ।

কোরবানীর উদ্দেশ্যই হলো আল্লাহতা’লার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা। কোরবানি দেয়ার প্রথম নির্দেশ এসেছিল মুসলিম জাতির পিতা হযরত ইবরাহিম (আঃ)-এর কাছে। তিনি আল্লাহকে বেশি ভালোবাসেন ও মান্য করেন, নাকি সন্তানের গুরুত্ব তাঁর কাছে বেশি- সেটা পরীক্ষা করাই ছিল উদ্দেশ্য। এজন্য তাঁকে আদরের পুত্র হযরত ইসমাইল (আঃ)-কে আল্লাহতা’লার উদ্দেশে কোরবানী করার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী হযরত ইবরাহিম (আঃ) নিজ পুত্র সন্তানকে মহান আল্লাহ’র খুশির জন্য কোরবানী দিতে প্রস্তুতি নিয়েছিলেন, সেই মোতাবেক হযরত ইসমাইল (আঃ)-ও মহান আল্লাহর নির্দেশ মোতাবেক সানন্দে তা কবুল করেছিলেন। পিতা-পুত্রের এমন কান্ড দেখে সন্তুষ্ট হয়েছিলেন মহান আল্লাহ। পুত্রের গলদেশে ছুরি চালানো শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে হযরত ইবরাহিম (আঃ)-কে এই সন্তুষ্টির কথা জানিয়ে বলা হয়েছিল, তিনি যেন হযরত ইসমাইল (আঃ)-এর পরিবর্তে একটি পশু কোরবানি দেন। সে অনুযায়ী পশুই কোরবানী দিয়েছিলেন হযরত ইবরাহিম (আঃ)। সেই থেকে পশু কোরবানীর মধ্য দিয়ে মুসলমানরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করে আসছেন। বিধানটি চূড়ান্ত হয়েছে শেষ পয়গাম্বর রাসূলে পাক হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে।

প্রসঙ্গক্রমে বলা দরকার, ঈদুল আযহা কেবলই পশু কোরবানী দেয়ার এবং উৎসব করার দিন নয়। দিনটির মূলত প্রধান উদ্দেশ্য হলো, মুসলমানদের মধ্যে আল্লাহতা’লার প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও আনুগত্য তৈরি করা এবং স্বার্থচিন্তার উচ্ছেদ করে আত্মত্যাগের শিক্ষা দেয়া। আল্লাহতা’লার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুতরাং কেবলই পশু কোরবানী দেয়া নিয়ে ব্যস্ত থাকার পরিবর্তে মুসলমানদের উচিত নিজেকে আল্লাহতা’লার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা এবং তাঁর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। একই কারণে পশু কেনা উচিত সৎপথে উপার্জিত অর্থ দিয়ে। পশুর গোস্ত যত বেশি সম্ভব আত্মীয়-স্বজন ও গরীবদের মধ্যে বিলিয়ে দেয়ার মধ্যেও কল্যাণ রয়েছে। এভাবে সব মিলিয়েই কোরবানী তথা আত্মত্যাগের শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। আমরা আশা করতে চাই, বাংলাদেশের মুসলমানরাও দিনটির মূল শিক্ষাগুলো অনুধাবন করবেন এবং চেষ্টা করবেন যাতে প্রতিবেশি ও স্বজনসহ অন্যরাও উৎসবে শরিক হতে পারেন।

সবাইকে পবিত্র ঈদুল আযহা মোবারক এর শুভেচ্ছা রইল। শুভ হোক সবার জন্য পবিত্র ঈদুল আযহা মোবারক ২০১৮ইং।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন:

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

রুপম হাছান বলেছেন: সর্ব প্রথম ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং ছুটি শেষে অফিসে প্রথম কর্ম দিবসে হাজির হতে পারার জন্য শুভকানমা গ্রহণ করবেন।

আপনি ঠিকেই বলেছেন অতীত ও বর্তমান কাল দুটোই তো দেখেছি বাকি সময়টুকুর হিসেবটা যেনো আল্লাহ’র সন্তুটির জন্যই হয়, তেমনটাই প্রত্যাশা করছি। ভালো থাকুন জীবনের প্রতিটি দিন ঠিক ঈদের আনন্দের মতো করে। আল্লাহ হাফেজ।

২| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

রুপম হাছান বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল এবং ছুটি শেষে অফিসে প্রথম কর্ম দিবসে হাজির হতে পারার জন্য শুভকানমা ও গ্রহণ করবেন।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো বলেছেন, শুধু কোরবানি দেওয়া না, উচিত কোরবানির সঠিক মর্ম অনুধাবন করা। ঈদের শুভেচ্ছা জানাই ভাইয়াকে ।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

রুপম হাছান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লিখাটি পড়ে পজেটিভলি অনুপ্রেরণা জোগানোর জন্য। আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল এবং ছুটি শেষে অফিসে প্রথম কর্ম দিবসে হাজির হতে পারার জন্য শুভকানমা ও রইল।

মহান আল্লাহপাক রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কোরবানীর সঠিক তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুন। আমীন।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো বলেছেন, শুধু কোরবানি দেওয়া না, উচিত কোরবানির সঠিক মর্ম অনুধাবন করা। ঈদের শুভেচ্ছা জানাই ভাইয়াকে ।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৯

রুপম হাছান বলেছেন: লিখাটি মনে হয় দুইবার প্রকাশ করা হয়েছে। সেই যাই হোক, আপনার কষ্ট করে সুন্দর মন্তব্যটির জন্য আবারো ধন্যবাদ গ্রহণ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.