নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

রুপম হাছান

‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’

রুপম হাছান › বিস্তারিত পোস্টঃ

-আজ বঙ্গবন্ধুর জম্ম দিন (কিছুক্ষণ পরেই)-

১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০



আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে দেখিনি, তবে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ডকে আমাদের জন্য উপহার দিতে যার অবদান সবার উপরে; তিঁনিই হচ্ছেন সেই ক্ষণজম্মা বীর, বাংলার ঔরসে জম্ম নেয়া হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান; স্বাধীন বাংলার গর্ব, জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আগামীকাল তথা আজ রাত ১২:০১ মিনিটে সেই ক্ষণজম্মা বীর, বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের শততম জম্ম দিবস। বীরের জম্ম দিবসে আমার মতো নগন্য বাঙ্গালীর পক্ষ থেকে শত সহস্র সালাম।

বেঁচে থাকুক লক্ষ কোটি বছর বাঙ্গালীর হৃদয়ে, এমনটাই প্রত্যাশা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



উনাকে দেখেননি, সেটা ওকে! উনাকে বংগবন্ধু খেতাব কো অরগেনাইজেশন দিয়েছিলো?

২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৮:১৮

একাল-সেকাল বলেছেন:
উনি তো দেশ দিয়ে গেছেন, প্রতিদানে আমরা দিচ্ছি আতসবাজি। আর যাদের কথা ভেবে উনি স্বাধীনতা এনেছিলেন, তাদের বাচ্চা প্রসব হয় হাসপাতালের সামনের খোলা রাস্তায়। নিশ্চয়ই উনি এই স্বপ্ন দেখেন নি।

৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

৪| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:২২

নেওয়াজ আলি বলেছেন: এই সেই হাসিনার আওয়ামী লীগ। ( oil)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.