নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার মুক্তিযোদ্ধার সন্তান

গন

গন › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া কি আসলেই এতিমের টাকা খেয়েছেন? রহস্যটা অন্য জায়গায়।

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি এতিমের টাকা তফরূফ করেছেন। এতিমের টাকা মেরে ঐ টাকা খালেদা জিয়া কি করেছেন? সেই টাকা দিয়ে তিনি কয়টা বাড়ি করেছেন? তিনি তো এখানো বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। টাকা যদি তসরফ-ই করে থাকেন,তাহলে তিনি নিজ স্বামীর নামে করা তহবিলের টাকা কেন মারবেন? সম্পূর্ন রাষ্ট্র-ই তো তখন বেগম জিয়ার নিয়ন্ত্রনে ছিল। তিনি তো পুরো দেশের সকল সম্পদেরই জিম্মাদার ছিলেন। ইচ্ছে করলে সব কিছু লুটপাট করে দেশ ত্যাগ করতে পারতেন। তিনি জিয়া-উর রহমানকে খুবই ভাল বাসেন। প্রতিবছরই স্বামীর জন্ম দিবস.মৃত্যু দিবস জমকালো ভাবে পালন করেন। এই উপলক্ষে তিনি এতিম সহ সকলের জন্য বিভিন্ন শ্রেনীর দরিদ্র মানুষের জন্য আয়োজন করে থাকেন। পোষ্টার ছাপান। আজকে আওয়ামী লীগ বিভিন্ন দিবসের নাম বলে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ডিজিটাল ব্যানার বানিয়ে দলীয় প্রচার করেন। বিএনপি করলে দোষের কি? বিএনপি অরফানেজ ট্রাস্ট্রের টাকা দিয়ে পোষ্টার-ব্যানার যদি করেও থাকে,করলে দোষের কি? এই কি নিরপেক্ষতা? এই ধরনের কট্টর একটি দলের অধীনে কিভাবে তাহলে বিএনপি ইলেকশনে যাবে? সামান্য দুই টাকার মামলা নিয়ে যা দেখালেন আপনারা । তারপরও আপনাদের নিরপেক্ষ মেনে ইলেকশনে যেতে হবে? খালেদা জিয়াকে বিতারন করে কিসের ইলেকশন এই জাতী তা দেখার বাকী নাই। বিনা ভোটে যারা পাঁব বছর কাটিয়ে দিতে পারে। তারা অন্তত হারামে আরাম ভোগী। নিরপেক্ষতার প্রশ্ন-ই আসে না। নির্বাচন কমিশনের অধীনে ইলেকশন হবে । ঠিক আছে ভাল কথা। তাহলে তাদের সকল ক্ষমতা দিয়ে দেন। আপনার হাতে ক্ষমতা রাখার দরকারটা কি? কিসের জন্য ক্ষমতায় থেকে ইলেকশন করতে আপনারা চাচ্ছেন?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: নলের জোরে এক নায়িকা
চালায় বর্গী শাষন,
নলের ভাষায় কথা বলে
শুনায় পিতার ভাষন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

আবু তালেব শেখ বলেছেন: শানে নূযুল চাদগাজি সাহেব দিতে পারবেন বলে মনে হয়

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খালেদার বিচার করছে ভাল। আম্লিগের মন্ত্রীদের বিচার ও হওয়া উচিত সাথে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সাহবের মন্তব্যের অপেক্ষায়।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

করুণাধারা বলেছেন: ভাল লিখেছেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: খালেদার কাজ খালেদা করেছেন, এখন হাসিনার কাজ হাসিনা করছেন।

আমরা দেখতে থাকি।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চাঁদগাজী কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.