নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার মুক্তিযোদ্ধার সন্তান

গন

গন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি নেতাদের গ্রেফতার করে সরকার-ই প্রমান দিচ্ছে,তারা কেমন নিরপেক্ষআচরন করবে আগামী নিবাচনে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৯

দলীয় বা আওয়ামী লীগ সরকারের অধীনে ইলেকশন হলে কেমন নিরপেক্ষতা তারা দেখাবে তার প্রমান প্রতিদিনই জাতী দেখছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারী যে সরকার বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন করে পাঁচটি বছর টিকে রয়েছে। তার্ইা কিনা আবার বলছে তারা নিরপেক্ষ। তাদের অধীনেই ইলেকশনে যেতে হবে। এক আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়াকে সরকার বিচারের মুখোমুখি দ্বার করিয়েছে। অন্যদিকে অন্য আলিয়া মাদ্রাসা মাঠে শেখ হাসিনা ভোট চা্েচ্ছ। আর তথাকথিক নিরপেক্ষতার ফেরিআওয়ালা নির্বাচন কমিশন বলছে তারা স্বাধীন। তারা জাতিকে লেবেল প্লেয়িং ফ্ল্ডি তৈরি করতে পারবে। বিএনপি এখন কোন আন্দোলন করছে না। অথচ নির্বাচনী বছরে হাজার হাজার নেতা-কর্মীকে বিনা কারনে গ্রেফতার করছে। অর্থ্যৎ বিএনপিকে নির্বাচনে দাড়াতে দিবে না এই সরকার। কারন বিএনপি ইলেকশনে আসা মানে-ই হল আওয়ামী লীগের ভরাডুবি। তাই জাতীর প্রযোজনে আওয়ামী লীগকে পদত্যাগ করে অবিল¤ে নিরপেক্ষ ইলেকশন দিতে হবে। আপনারা হয়তো মনে করছেন আপনাদের সব কিছু জনগন মনে নিচ্ছে। কিন্তু আপনাদের নৈতিকতা কোথায় গেল? নতুন প্রজন্ম আপনাদের কাছে থেকে কি শিখছে। এই দেশ জনগনের । এই দেশ কারো একার কারনে স্বাধীনত হয়নি। মুক্তিযুদ্ধের কথা বলে আর কত অন্যায় আচরন করবেন। কেউ আপনাদের এভাবে দেশ চালানোর লাইসেন্স দেয় নি। গনতন্ত্রহীন আমরা চাই না। যেভাবে আয়ুব খানকে এদেশের জনগন চায় নি। গনতন্ত্রের জন্যই দেশ স্বাধীন করার প্রয়োজন হয়েছিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: কেউ নিরপেক্ষ নয়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

ন্যায়দন্ড বলেছেন: আপনি কি একটু বলবেন বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে পার্থক্য কিকি?
দুদলই তো দেশ চালিয়েছে, চালাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.