নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার মুক্তিযোদ্ধার সন্তান

গন

গন › বিস্তারিত পোস্টঃ

কোটি কোটি মোবাইল ফিংগার প্রিন্ট জাতীয় নির্বাচনে ইভিএম ভোটিং এ ব্যহার করা হবে না। তার গ্যারান্টি কি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪


বেশ কয়েক মাস আগে ইভিএম নিয়ে একটি লেখা লিখেছিলাম। তখন সেই মেশিন নিয়ে লিখতে গিয়ে বলেছিলাম কিছু কথা। সেই কথা গুলো আজ আবারও পুনরাবৃত্তি করতে হচ্ছে। সরকার তথাকথিত জংগি ধরার নাম করে বাংলাদেশের সকল মানুষের ফিংগার ফ্রিন্ট সংগ্রহ করেছেন। প্রায় ১৬ কোটি মানুষের ফ্রিংগার প্রিন্ট এখন সরকারের হাতে আছে। মোবাইল সিম রেজিষ্ট্রেশনের নাম করে সরকার বিরোধীতা সত্বেও এই প্রিন্ট সংগ্রহ করছেন। এই ফিংগার প্রিন্ট যে নির্বাচনে ইভিএম এ ব্যাহার করা হবে না তার গ্যারান্টি কি? সরকার এই ফিংগার প্রিন্টকে বলতে পারেন, এরা সবাই আমাকে রায় দিয়েছেন। এত ভয়ংকর একটি বিষয় মাথায় রেখে অবশ্যই ইভিএম বর্জন করা উচিত। সুতারং ইলেকট্রনিক ভোটিং মেশিন অবশ্যই ইভিএম (ইলেকট্রনিক ভোটচুরির মেশিন) হিসেবে গন্য হতে যাচ্ছে। কারন আপনার পাস ওয়াড হল ফিংগার প্রিন্ট,যা সরকার কৌশলে হাতিয়ে নিয়েছে মোবাইল রেজিষ্ট্রেশনের অজুহাতে।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

নতুন বলেছেন: খুবই ভাল প্রশ্ন কিন্তু ইভিএম এ কি ফিংগার প্রিন্ট ব্যবহার করাহয় নাকি আপনাকে বোতাম চাপতে হবে???

আমি যতদুর জানি আপনাকে বোতাম চাপতে হবে ভোট দিতে... তাই ফিংগার প্রিন্ট ভাবনার দরকার নাই।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

গন বলেছেন: বোতাম চাপলে ফিংগার প্রিন্ট একটিভ হবে। আর আপনার ফিংগার প্রিন্ট ছাড়া যেহেতু ভোট দেওয়া যাবে না। সুতারং পূর্বের ফিংগার পিন্ট সংগ্রহ করে এড করে দিলেই তো সম্ভব। কারন আপনার ফিংগার প্রিন্টই হল পাস ওয়াড। আর এই পাস ওয়াড তো আগেই আপনি দিয়ে দিয়েছেন মোবাইল রেজিষ্ট্রেশনের সময়। এই পাস ওয়াড ব্যবহার করেই আপনার মূল্যবান ভোট জাল করা সম্ভব।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

গন বলেছেন: ফিংগার প্রিন্ট ব্যহার করে যদি ব্যাংকের টাকা হাইজ্যাক করা যায়। তাহলে ভোট জালিয়াতি কেন করা যাবে না? এটা তো আরো সহজ কাজ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সাইন বোর্ড বলেছেন: সব দোষ জনগনের, এরা কেন সরকারকে পছন্দ করছে না । তাহলে তো এত চোরামি বুদ্ধির অাশ্রয় নিতে হতো না ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনার বিষয়!!!!!!!!!!!!

চার হাজার কোটি টাকা লুটের মহোৎসব করছে সরকার শেষ সময়ে!!!

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



সরকার বিভিন্নভাবে নাগরিকের ফিংগার-প্রিন্ট পেয়ে থাকে; সেটার সাথে এভিএম মেশিন কিভাবে যুক্ত, টেকনিক্যালী ব্যাখ্যা করেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

গন বলেছেন: বোতাম চাপলে ফিংগার প্রিন্ট একটিভ হবে। আর আপনার ফিংগার প্রিন্ট ছাড়া যেহেতু ভোট দেওয়া যাবে না। সুতারং পূর্বের ফিংগার পিন্ট সংগ্রহ করে এড করে দিলেই তো সম্ভব। কারন আপনার ফিংগার প্রিন্টই হল পাস ওয়াড। আর এই পাস ওয়াড তো আগেই আপনি দিয়ে দিয়েছেন মোবাইল রেজিষ্ট্রেশনের সময়। এই পাস ওয়াড ব্যবহার করেই আপনার মূল্যবান ভোট জাল করা সম্ভব।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নতুন বলেছেন: আপনি কি বিষয়টা ভালো করে জানেন না কি ফেসবুকে কোন পোস্টে পেয়েছেন?

জানা থাকলে ভালো করে বলুন... না জানা থাকলে কোথায় পেলেন এমন কথা সেটা বলুন.. :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

গন বলেছেন: ফিংগার প্রিন্ট ব্যহার করে যদি ব্যাংকের টাকা হাইজ্যাক করা যায়। তাহলে ভোট জালিয়াতি কেন করা যাবে না? এটা তো আরো সহজ কাজ। আমি এই ব্যাপারে একমত কিনা? সেটা আগে বলুন।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝি না।
মাথা কাজ করে না।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

নতুন বলেছেন: ভাই বন্দুক দিয়া হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক অনেক কিছুই শিকার করা যায়.... কিন্তু করা যে কত কস্ট সেটা ফেসবুকের গুজবে বিশ্বাস করা জনগন বুঝতে পারবেনা।

১) বায়োমেট্রিক্স পদ্বতী কি আমাদের ভোটিং ম্যেশিনে ব্যবহার করা হবে তেমন কোন কথা কি ইসি বলেছেন?
২) যেই ইভিম আমাদের দেশে আসবে সেইটা কোন দেশের এবং কোন মেশিসন?

খালি হুজুগে কথা না বলে এই তথ্য আগে নিন তার পরে গুজব ছড়ান।

প্রাইভেট অরগানাইজেসন ছাড়া কোথাও বায়োমেট্রিক্স ভোটে ব্যবহরার করার কথা না।

বায়োমেট্রিক্স ব্যবহার করতে হলে অনেক ভালো সেটআপ দরকার যেটা ভোটের সময় দেশের কোনায় কোনায় করা সম্ভব হয়না তাই এই রকমের প্রযুক্তি ব্যবহার হয় না।

ঐ মেশিনে বোতাম চাপলে ভোট রেকড করে মেশিন.... ভারতের মেশিনেও বায়োমেট্রিক্স নাই।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

গন বলেছেন: বায়োমেট্রিক্স পদ্বতী কি আমাদের ভোটিং ম্যেশিনে ব্যবহার করা হবে তেমন কোন কথা কি ইসি বলেছেন? আপনি যখন এই কথা উচ্চারন করেছেন তখন বুঝতে আর বাকি না যে, আপনি আসলে অনেক পিছিয়ে আছেন। ইসি কে কি আমি নিয়োগ দিয়েছি নাকি আপনি? তিনি কার কাছে মাথা বিক্রি করছেন তা কি বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে আর কিছু বলার নাই।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

নতুন বলেছেন: আমি হুজুগে নাচিনা... তাই আগে জানতে চাইছি যে বায়োমেট্রিক্স কি ভোটিং ম্যাশিনে থাকবে কি না।

এটা আপনি কই পাইলেন?

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

গন বলেছেন: বায়োমেট্রিক্স, ভোটিং মেশিনে থাকার কি দরকার আছে? একটা বিষয় দয়া করে খেয়াল করুন। সেটা হল ভোট দেওয়ার জন্য ভোটিং মেশিনে কেন আপনার ফিংগার প্রিন্ট আবশ্যক? কেন আপনার ফিংগার প্রিন্ট ছাড়া আপনার ভোট আপনি ছাড়া কেউ দিতে পরবেন না? কারন হল আপনার ফিংগার প্রিন্ট হল একটা পাস ওয়ার্ড। সেই পাস ওয়াড যদি ফাঁস হয়ে যায়, তার অপব্যবহার কি সম্ভব নয়? আর বায়োমেট্রিক্স কি ভোটিং ম্যাশিনে থাকবে কি না। সেটা তো তারাই ভালো বলতে পারবে,যারা এটার নিয়ন্ত্রনে থাকবেন।
এবং আপনাকে কেউ নাছতে বলে নাই, কেউ এসব বিষয় নিয়ে নাছেও না, সচেতন নাগরিক হিসেবে মন্তব্য করা,যু্ক্তির কথা বলা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। যারা একটি গোষ্টির কাছে গা-ভাসিয়ে দেন,উচু-নিচু ভেদাভেদ ভূলে হালুয়া-রুটির জন্য ছুটে বেড়ান তাদের ব্যাপারটা একটু ভিন্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.