নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার মুক্তিযোদ্ধার সন্তান

গন

গন › বিস্তারিত পোস্টঃ

চিহ্নিত স্বাধীনতা বিরোধী মেজর মান্নানদের নমিনেশন দিল আওয়ামী লীগ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

চিহ্নিত স্বাধীনতা বিরোধী মেজর মান্নানদের নমিনেশন দিল আওয়ামী লীগ। অথচ জামায়াত নামে কোন দল না থাকা সত্বেও বিএনপিকে স্বাধীনতা বিরোধী জোট আক্ষায়িত করে করে তুলা ধুনা করছি প্রতিদিনই। মাহবুবুল হক হানিফ যখন ৭৭০ জামায়াত নেতাকে যখন আওয়ামী লীগ তখন তারা যুদ্ধ্আপরাধী দোষরদের ভুলে যান। এখন জামায়াতের সবাই যখন বিএনপিতে যোগদান করলেন তখন আবার বলা হচ্ছে বিএনপি জামায়াতকে প্রশ্রয় দিচ্ছে। এটা যে একটা রাজনীতিক ভাওতাবাজি তা আবারো প্রমান করলো আওয়ামী লীূগ। জামায়াত যখন তাদের সাথে ছিল তখন আওয়ামী লীগ থেকে একজন ব্যক্তিও এই কথা বলেনি যে, জামায়াত বাদ দিয়ে অন্দোলন করা উচিত, এরা রাজাকার এরা আল বদর-------------। যেই ২০০১ সালে জামায়াত বিএনপির ভোট একত্রিত হওয়ার কারনে আওয়ামী লীগ মাত্র ৫০ টি সিট পাইল,তখনই তাদের এলার্জি। সর্বশেষ পাকিস্থান সেনাবাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে বিকল্প ধারার মেজর মান্নানকে মনোয়ন দিল আওয়ামী লীগ (সুত্র: বাংলা ইনসাইডার)। মুক্তিযুদ্ধের চেতনা এখন কোথায় গেল? কিছু দিন আগেও এই মান্নানকে দুদক দিয়ে দৌড়ানোর ব্যবস্থা করেছিল। এখন যখন আওয়ামী জোটের সাথে তখন তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক হয়ে গেলেন? ছি: ছি । ভোট চুরি ছাড়া এই দলটি আগামী নিবার্চনে কোনভাবেই জিততে পারবে না। কারন ৯৬ সালেও তারা উন্ন্য়ন করেছিল। তখন নিরপেক্ষ নির্বাচনে তারা মাত্র ৫০ টি আসন পেয়েছিল। যতই উন্নয়ন করুক,এই দেশের জনগন এক দলকে স্বাধীনতার পর এক নাগারে দুই বার ক্ষমতায় আনে নাই। ভবিষ্যতেও আনবে না। ভূয়া জরিপ নাটক কিছু দিনের মধ্যেই প্রকাশ করা হবে। কোটি কোটি টাকা এই খাতে তারা খরচ করছে। ক্ষমতার জন্যই তারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসায় নেমেছে। হেপাজত এখন মিষ্টি হুজুর। শুধু মাত্র ক্ষমতার জন্য এই ধরনের দ্বি-মূখী আচরন। এই দেশের মানুষের মতামতের জয় হোক । জয় হোক মুক্তিযুেেদ্ধর প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনার।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

সাইন বোর্ড বলেছেন: এসব কথা বলতে নেই, চেতনাতে অাঘাত লাগে ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

নীল আকাশ বলেছেন: আপনি মনে হয় ভূলে গেছেন?
আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধা বানানোর মেশিন যার একদিক দিয়ে রাজাকার ঢুকালে অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়! :P
আওয়ামী লীগের সভাপতির বিয়ান সাহেব কি যেন ? ওহ হো ভূলে গেছি....... ;)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকে কি প্রথম নাকি! তারা তো শুরু থেকেই রাজাকার পূর্নবাসনে ব্যস্ত!

তারা মিথ্যা প্রোপাগান্ডা চালায় বিএনপি রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা তুলেছে!
তারা ভুলে যায় - ১৯৭৩ এর ইতিহাস

১১. মাওলানা নুরুল ইসলাম: জামালপুরের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম ১৯৭১ সালে জামালপুর সরিষা বাড়ী এলাকার রাজাকার কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে রাজাকাররা ঐ এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করেন। “ দৃশ্যপট এক্ত্তার: একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ” গ্রন্থের ৪৫ পৃষ্ঠায় এর বিবরণ দেয়া আছে। এ ছাড়া গত ২৮ এগ্রিল দৈনিক আমাদের সময় প্রকাশিত একটি প্রতিবেদনে মাওলানা নুরুল ইসলামকে সরিষাবাড়ি এলাকার রাজাকার কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে।
যাকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল আওয়ামীলীগ!

বাংলাদেশ জেনোসাইড আর্কাইভের তালিকা

আরেক রাজাকার ফরিদ গাজী।
১৯৭৩ সালের নির্বাচনে তিনি সিলেট আসন থেকে বিপুল ভোটে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বঙ্গবন্ধু সরকারে ১ম স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী পরে বাণিজ্যিক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সুত্র :ডা. এম এ হাসান, আহ্বায়ক, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, ট্রুথ কমিশন ফর জেনোসাইড ইন বাংলাদেশ

আওয়ামীলীগের যত রাজাকারের সাথে বিয়ে আত্মীয়তা পাবের অন্য কোন দলে এত বেশী পাবেন না।
তারপরও খালি গলাবাজি!!!

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জাহিদ হাসান বলেছেন: আওমীলীগ হচ্ছে গঙ্গার জলের মতো,যেখানে যত বড় পাপীই ডুব দিক না কেন পাপমোচন হয়ে যায়,
তেমনি আওমীলীগে যত বড় রাজাকারই ঢুকে পড়ুক না কেন সে মুক্তিযোদ্ধা হয়ে যায় !

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১। আমার বেয়াই খান্দানি রাজাকার। (শুনিয়া তীব্র প্রতিবাদে বেগম সাজেদা চৌধূরি ফাটিয়া পড়িলেন। না না, কক্ষনো না, হতেই পারেনা, আমাদের দুলালীর দাদা শশুর রাজাকার, শশুর নহে।)

২। আমার বোনের বিবাহ দিয়াছি সুপাত্রকূলশিরোমনি শহীদ বীর মোজাহিদ শায়খ আল্লামা আব্দুর রাহমান (র.) ছাহেব এর সহিত। (বীর মজলুম জননেতা মির্জা আজম আজো প্রাণপ্রিয় ভগ্নিপতি এবং আদরের কলিজার টুক্রা সানি'র প্রহসনের বিচারের ফাঁসির শোক কাটাইয়া উঠিতে পারেন নাই.........পারিবার কথাও না বটে :-< |-) )

৩। আমার আদরের ধন বংশবাতি রোহান ইমতিয়াজ হলি আর্টিজান হামলা করিয়াছে। ( খোকার অপরিনত বয়েসের অতি সামান্য বালখিল্য চঞ্চলতার এহেনতর বিভৎস পরিনতির শোক কি স্নেহাতুর পিতা কোনদিন কাটাইয়া উঠিতে পারিবেন?.........আহারে আহারে )

জয় বাংলা।
চেতনার জয় হোক।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শাহাদাত নিরব বলেছেন: মেশিন টা অনেকদিন ধরে বিনা ব্যাবহারে পড়ে ছিল ঝংকার ধরে গেছে এখন আবার কাজে লাগাবে।
জয় বাংলা ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: এটাকে বলে রাজনীতির ডিগবাজি খেলা।
খেল আভি খতম নেহি হুয়া মেরে দোস্ত।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

প্রশ্নবোধক (?) বলেছেন: ভাল করে খুজলে দেখবেন। একাত্তরে বুদ্ধিজীবি হত্যা কারা করেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.