নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

পাপ-পূণ্যের প্রতিদান

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১




করুণাময় আল্লাহ তিনি
শিক্ষা দিলেন আল কোরআন,
আকাশ করলেন সমুন্নত
রেখে দিলেন সাত আসমান।

তৃণলতা বৃক্ষাদি সব
সর্বদা তার সিজদারত,
মানুষের তরে এই পৃথিবী
ফল- মূল আর শস্য যত।

মানুষ সৃষ্টি মৃত্তিকা আর
জীন সৃষ্টি অগ্নি শিখা,
কেউ জানেনা অদৃশ্য আর
কি আছে তার ভাগ্যে লিখা।

অস্তাচলের মালিক তিনি
উদয়াচলও তার,
কোন নেয়ামত করবে তুমি
মিথ্যা কিংবা অস্বীকার?

পাশাপাশি দুই দরিয়া
কে আছে তার অন্তরালে,
কি করে তা মিথ্যা বলো
কোন ক্ষমতা কিসের বলে?

যেদিন অগ্নি বৃষ্টি হবে
কেমনে করবে প্রতিহত,
যেদিন আকাশ ভেঙে হবে
রক্ত বর্ণে রঞ্জিত।


হে জীন আর মানব সকল
কোন ক্ষমতা কিসের বলে,
সাধ্য থাকে যাও তো দেখি
ভূ-মন্ডল ছেড়ে যাবে চলে।

কোন অপরাধ করছো কোথায়
জিজ্ঞাস নাহি করা হবে,
অপরাধীর পরিচয় তার
চেহারাতে ফুটে রবে।

তাদের মাথার চুল ধরে আর
পা দুটিকে টেনে নিয়ে,
করতো যারা অস্বীকার সেদিন-
জাহান্নামে পড়বে গিয়ে।

জাহান্নামের খাদ্য হবে
আগুন আর গরম পানি,
আল্লাহকে ভয় করে যে
তাদের জন্য উদ্যান জানি।

যে উদ্যানে বয়ে যাবে
শীতল নদী ঝর্ণাধারা,
হরেক রকম ফল যেখানে
মন চাইলেই যাবে পারা।

রেশমি সুভাষ পোশাক পড়ে
হেলান দিয়ে বসে রবে,
আরো আছে রমণীগণ
কে দেখেছো কোথাও কবে?

চাইলে তুমি পেতে পারো
আরো দুটি পূর্ণ বাগান,
এটাই হলো সত্য সঠিক
নেক আমলের প্রতিদান।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

করুণাধারা বলেছেন: সুরা আর রাহমান আমার প্রিয় সূরা। কিন্তু আমার পছন্দের আয়াত হচ্ছে," সবকিছুই ধ্বংস হয়ে যাবে, অবিনশ্বর শুধু সেই সত্তা যিনি মহিমাময়, চিরস্থায়ী।" "কোন নেয়ামত করবে তুমি মিথ্যা কিংবা অস্বীকার?" এই বাক্যটি আরো কয়েকবার থাকলে ভালো হতো, আমার মতে।

চমৎকার কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

হাবিব বলেছেন:




আপনি ঠিক ধরেছেন, এটি সূরা আর রাহমান থেকে লেখা হয়েছে।
আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম।
ঠিক বলেছেন, যদি আরো কয়েক জায়গায় কথাটি থাকতো তবে ভালো হতো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

আরোগ্য বলেছেন: আজকের কবিতাটি আপনার লেখা সেরা কবিতা। আর রাহমান নামও দিতে পারতেন।
দুঃখিত, একটার বেশি লাইক দিতে পারলাম না।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

হাবিব বলেছেন:





খুশিতে চোখে অশ্রু চলে এলো
কমেন্টস দেখে মনটা ভরে গেল।

কি করে দেই ভালোবাসার এমন প্রতিদান,
আমি যেন রাখতে পারি আপনার সম্মান।

নাই কিছু ভেতরে আমার শুন্য এ পাল্লা,
আনন্দেতে বলতে পারি সুবহান আল্লাহ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লাগলো কবিতাটি। ++

শুভকামনা প্রিয় হাবিবভাইকে।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

হাবিব বলেছেন:




এতক্ষণে আসলে তুমি
পদাতিক ভাই,
অসুখ আবার হলো নাকি
চিন্তায় মরে যাই।

এতক্ষন ছিলাম বসে একা
অবশেষে পেলাম তোমার দেখা,
শুভেচ্ছা তোমায় কারন
পড়ছো আমার লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.