নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

"খুচরা আধুলি"

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১



ঐক্য নাকি হইনি কোথাও
কে বলেছে ভাই,
এই শোননা একটা ঐক্যের
খবর বলে যাই।

ডক্টর কামাল ঐক্য করেন
নিয়ে ছোট দলগুলি,
প্রধানমন্ত্রী নাম দিলেন তার
ভাংতি- "খুচরা আধুলি"।

জনগনের কি লাভ হবে
অযথা এই ঐক্য করে,
ক্ষমতায় আসার জন্য নাকি
কথিত এই জোটটি গড়ে?

জনগনের স্বার্থে যদি
ঐক্য হয়ে থাকে,
সকল মানুষ সাড়া দিবে
সেই ঐক্যের ডাকে।

জাতির সাথে করবে যারা
নির্লজ্জ প্রতারণা,
ভুলতে পারো তোমরা সবাই
ইতিহাস তা ভুলে না।

ক্ষমতা নাই জনগনের
লড়বে হাতে অস্ত্র নিয়ে,
সুষ্ঠভাবে ভোট যদি হয়
রায় হবে তার ব্যালট দিয়ে।
....................................।

ছবি সূত্র: কালের কন্ঠ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

সনেট কবি বলেছেন: একতাই বল, কথাটা শৈশবে পড়েছিলাম। এখন সেটা কতটুকু ঠিক আছে কে জানে?

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৩

হাবিব বলেছেন: আল্লাহ তায়ালা ভালো জানেন..। কবি সাহেব আমার মাঝে মাঝে অনেক ভয় লাগে.. । কখন যে কি হয় . . কারন যতই আন্দোলন হোক দিন শেষে ক্ষতি ঐ জনগনের..

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: সুষ্ঠু ভোট যাতে না হয় তার সব ব্যবস্থায় পাকাপাকিভাবে করা হয়েছে ।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৫

হাবিব বলেছেন: ভাই বলেন কি..। কেমনে কি হইলো....?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.