নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

"হুমায়ূন আহমেদ স্যারের" জন্মদিন উপলক্ষে "একটি সনেট" এবং "তাঁর প্রায় সব নাটক-সিনেমা ও ২০০+ বইয়ের ডাউনলোড লিংক" একসাথে।

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫


ছবি: গুগল দিয়েছে......।


হুমায়ূন আহমেদ একা সেতো নয়!
তাঁর সাহিত্য সকল পাঠ্য সুখময়,
প্রজা হয়ে আছে শত পাঠক গুণিরা
তাঁর সাহিত্যেই যেন মগ্ন মানুষেরা।
নেশা নয় নেশা নয় এতো ভালোবাসা
হুমায়ূন সাহিত্যেই যেন বাঁচে আশা,
হৃদে বাঁধবেই বাসা এতো মন কাড়া
তাঁর গল্পে আবেগেই তৃপ্ত পাঠকেরা।

বার বার একি লেখা মনে হয় পড়ি
একে একে যত পড়ি তবু যেন বাকি
কি এক অতৃপ্ত মন গল্পেই পরে থাকি।
গল্পের ভিতর যেন জীবন্ত সত্তারা
অমৃতসম সকল গল্পে চরিত্ররা
মনে মনে আজো তাই তাহাকেই ডাকি।
................................................।

নাটক-সিনেমা

১. শঙ্খনীল কারাগার

২. আগুনের পরশমণি

৩. শ্রাবণ মেঘের দিন

৪. দুই দুয়ারী

৫. চন্দ্রকথা

৬. শ্যামল ছায়া

৭. দূরত্ব

৮. নন্দিত নরকে

৯. নিরন্তর

১০. নয় নম্বর বিপদ সংকেত

১১. দারুচিনি দ্বীপ

১২. সাজঘর

১৩. আমার আছে জল

১৪. প্রিয়তমেষু

১৫. ঘেটু পুত্র কমলা

১৬. এইসব দিনরাত্রি

১৭. কোথাও কেউ নেই -01

১৮. কোথাও কেউ নেই -02

১৯. কোথাও কেউ নেই -03

২০. কোথাও কেউ নেই -04

২১. কোথাও কেউ নেই -05

২২. কোথাও কেউ নেই -06

২৩. নক্ষত্রের রাত-01
২৪. নক্ষত্রের রাত-02

২৫. নক্ষত্রের রাত-03

২৬. নক্ষত্রের রাত-04

২৭. নক্ষত্রের রাত-06
২৮. নক্ষত্রের রাত-07

২৯. নক্ষত্রের রাত-08

৩০. জাদুকর

৩১. আজ রবিবার-01

৩২. আজ রবিবার-02

৩৩. আজ রবিবার-03

৩৪. আজ রবিবার-04

৩৫. আজ রবিবার-05

৩৬. নিমফুল

৩৭. জননী

৩৮. তারা তিনজন

৩৯. আমরা তিনজন

৪০. মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

৪১. সবুজ সাথী-0১

৪২. সবুজ সাথী-02

৪৩. উড়ে যায় বকপঙ্খী-০১

৪৪. উড়ে যায় বকপঙ্খী-02

৪৫. খেলা

৪৬. অচিন বৃক্ষ

৪৭. একি কান্ড

৪৮. জল তরঙ্গ

৪৯. অন্যভুবন

৫০. বৃহন্নলা (মিসির আলি)

৫১. Nitu Tomake Valobashe


সাক্ষাৎকার

০১. হুমায়ূন আহমেদের উড়াল ফানুস

০২. Last Interview of Humayun Ahmed with Independent Television

০৩. Humayun Ahmed Interview by Shoumya Dasgupta of West Bengal

০৪. Humayun Ahmed's Birthday Interview from New York

০৫. Sheikh Hasina visited Humayun Ahmed

বইয়ের ডাউনলোড

০১. ২০০+ বইয়ের ডাউনলোড লিংক

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর প্রচেষ্টা। শ্রদ্ধেয় লেখককে জানাই অন্তরের শ্রদ্ধা । সনেটটিও খুব সুন্দর হয়েছে ।

সঙ্গে লেখক এর এতগুলো লিংক দেওয়া অবিশ্বাস্য লাগছে। পরিশ্রমী পোস্ট। +++++++

শুভকামনা ভালোবাসা প্রিয় হাবিব ভাইকে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

হাবিব বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া আপনার মন্তব্য সত্যিই অনুপ্রেরণা জোগাবে। আশা করি ভালো আছেন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লিংকগুলো B-))
পোস্ট এ +

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

হাবিব বলেছেন: লিঙ্কগুলো কি..................? এরেকটু জোরে বলুন ভাইয়া শুনতে পাচ্ছি না ।

নরমাল এ প্লাস নাকি গোল্ডেন আ প্লাস?

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

রাকু হাসান বলেছেন:


দারুণ কাজ হাবিব ভাই।শুভকামনা করি আপনার জন্য।জন্ম দিনে গুণী এই লেখকের প্রতি শুভেচ্ছা রইলো।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

হাবিব বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই, অনেক দিন পরে আপনাকে পেলাম! আশা করি ভালো আছেন। মন্তব্যে ভালো লাগা জানবেন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখক এর এতগুলো লিংক দেওয়া ভালো লাগছে।
প্রিয়তে নিলাম সময় মত পড়ব।
...............................................................
শুভকামনা ভালোবাসা প্রিয় ব্লগারকে

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

হাবিব বলেছেন: প্রিয় শঙ্খচিল! আপনার প্রিয়তে নিলেন জেনে খুশি হলাম। সময় করে জানাবেন কেমন হলো।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

আরোহী আশা বলেছেন: দারু অসাধারন কাজ............+++++

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

হাবিব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন:




অসাধারন কাজ..........
শুভকামনা করি আপনার জন্য।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

আরোগ্য বলেছেন: অনেক কষ্টসাধ্য একটি পোস্ট। আপনাকে সাধুবাদ জানাই।
সুন্দর সনেট!

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

হাবিব বলেছেন:
প্রিয় আরোগ্য! আপনার আগমনে মুগ্ধতা জানবেন। আল্লাহ আপনাকে সদা আরোগ্য রাখুন।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

হাবিব বলেছেন: আপনি কথা বলার ক্ষেত্রে খুব মিতব্যয়ী..........ভালো লাগলো

৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্র‌তি দিন। ভা‌লো থাকুন সব সময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

হাবিব বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন......... ভা‌লো থাকুন সব সময়।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: সুন্দর সনেটের সাথে অনেক কষ্টসাধ্য একটি পোষ্ট হাবিব স্যার । খুব ভালোলাগলো ।
+

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: প্রিয় জুন আপু ও কি করি আজ ভেবে না পাই ! দুজনেই একসাথে! কি কপাল আমার!
খুব ভালো লাগছে আপনাদের কে পেয়ে।
ভালো থাকুন ভালু রাখুন।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুন বলেছেন: সুন্দর সনেটের সাথে অনেক কষ্টসাধ্য একটি পোষ্ট হাবিব স্যার । খুব ভালোলাগলো ।

জুনাপু যথা + এবং প্রিয়তে

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন:




প্রিয় জুন আপু ও কি করি আজ ভেবে না পাই ! দুজনেই একসাথে! কি কপাল আমার!
খুব ভালো লাগছে আপনাদের কে পেয়ে।
প্রিয়তে নিয়েছেন জেনে অনেক অনেক প্রেরণা পেলাম।
ভালো থাকুন ভালু রাখুন।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

পোটলা ভরা জল বলেছেন: খুব ভালো লাগলো পোষ্টটি

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

হাবিব বলেছেন: আপনার পোটলা থেকে অল্প একটু কমেন্টস করে আমাকে সিক্ত করার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ এর এমন কোনো বই নেই, যা আমি পড়ি নাই। বরং প্রতিটা বই ৫০/৬০ বার করে পড়েছি। এখনও পড়ে যাচ্ছি। তৃপ্তিটা যেন বেড়েই চলেছে। আমার ধারনা, যারা স্যারের সব বই পড়েছে তারা কখনও স্যারকে নিয়ে কটূক্তি করতে পারবে না। বরং যারা কটূক্তি করে তারা স্যারের সব বই পড়েনি।
আজ এই মহান সাহিত্যিকের জন্মদিন। আমি জানি- একমাত্র পাঠক হৃদয়েই তিনি বেঁচে থাকবেন সারা জীবন। ১৩ নভেম্বর ও ১৯ জুলাই আসলেই মন ব্যাকুল হয়ে ওঠে কি যেন এক হারানোর বেদনায়। মনের মাঝের এক জমাট বাধা কষ্ট এই দুইটি দিনে, অশ্রু হয়ে চোখের কোন দিয়ে বেয়ে পড়তে চায়।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন:




রাজিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ,.
আপনি এই প্রথম কৃপনতা ভুলে এত্তো বড় মন্তব্য করলেন...........

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

আরইউ বলেছেন: আপনি হুমায়ূন আহমেদ “স্যার” বলতে পারেন, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড - “স্যার“ হুমায়ূন আহমেদ হ্যাজ আ ডিফারেন্ট কোনেটেশান।

ভালো থাকুন হাবিব!

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাইয়া/ আপু..............

আপনি হুমায়ূন আহমেদ “স্যার” বলতে পারেন, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড - “স্যার“ হুমায়ূন আহমেদ হ্যাজ আ ডিফারেন্ট কোনেটেশান।

ঠিক করে দিয়েছি

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

নজসু বলেছেন:



কঠিন পরিশ্রমের কাজ।
হুমায়ূন আহমেদ স্যারের প্রায় সব বই আমার পড়া।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

হাবিব বলেছেন: সুজন ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো..............

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: Brihonnola (বৃহন্নলা)

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে। ব্যস্ততার জন্য সামুতে লিখতে পারিনা। তাই এবার তাঁর জন্মদিনে পোস্ট দিতে পারিনি। পুরনো পোস্ট শেয়ার করি আপনার সাথে।
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30227217

১৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, ফ্রি হয়ে বাকি কথা হবে.....

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

হাবিব বলেছেন: আপনার লেখাটি পড়েছি .... খুব ভালো লিখেছেন

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: শুভ রাত্রি জানবেন...............

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

নিয়ামুলবাসার বলেছেন: অনেক কস্টসাধ্য পোস্ট। অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

হাবিব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রথম আমার ব্লগে আসার জন্য.........শুভ রাত্রি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.