নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কবিতা- এখনো সময় বাকি

১১ ই জুন, ২০১৯ রাত ৯:১২



দু'দিনের দুনিয়ায় মুসাফির সবে
সকালে সতেজ হয়ে মলিন সন্ধ্যায়,
বেহুশে অতৃপ্ত মন কেন থাকে তবে?
প্রদীপটা নিভে গেলে কি হবে উপায়!
ভেবেছো কি এমনিতে এসেছো ধরায়?
কোনদিন নয়! এর কৈফিয়ত হবে,
মালিকেরে ভুলে রও কি মধুর লোভে
কতকাল সাধ রবে জীবন পাড়ায়?

বেলাশেষে শ্রী হারায় জীবনের ফুল
নতুনের আগমনে সরে যেতে হয়,
তাঁর ডাকে দেবো সারা, মনে শত ভয়
জীবনের ষোলআনা হলো নাকি ভুল!
ওপারের কড়ি কিছু জমা আছে হাতে?
এখনো সময় বাকি, শ্রম দাও তাতে!

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কত্তোদিন পরে আবার সনেট পেলাম।
প্রথম লাইক।
শুভকামনা আপনার গোটাপরিবারবর্গকে।

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৪১

হাবিব বলেছেন: ভাইয়া, আজকে সনেট কবির সাথে কথা বললাম। ওনার প্রেরণাতেই আবার লিখলাম। কবি ভালো আছেন। তিনি সবাইকে মিস করছেন। ব্লগের সমস্যার কারনে ব্লগে ঢুকতে পারছেন না।

আপনার পরিরাবের সবাইকে নিয়ে ভালো থাকবেন সবসময়।

২| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:৩০

করুণাধারা বলেছেন: চমৎকার!!

লাইক।

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৪১

হাবিব বলেছেন: ধন্যবাদ আপু, পাশে থাকার জন্য।

৩| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:৩০

পবিত্র হোসাইন বলেছেন: মৃত্যু চিরন্তন সত্য।

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৪২

হাবিব বলেছেন: তবুও অবহেলা করি...........

৪| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,




সময় যে এখনও বাকী, এ কথা বোঝে ক'জনা!
ভালো হয়েছে কবিতা।

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৪৪

হাবিব বলেছেন: ভাইয়া, সময় গেলে বুঝবে। যখন করার কিচ্ছু থাকবে না।

কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।

৫| ১১ ই জুন, ২০১৯ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকী আর রইল কোথা কবি?

হেলা খেলায় গেল শৈশব, কৈশোর তারুন্য
প্রেমের স্বপ্নে বুদ হয়ে যৌবনের ষোল আনা
আর রইল বাকী ক'আনা!
নেইতো সময় বাকী বেশী আর
শুন্যতাই যেন জীবনের সারাৎসার!

হায় মরিচিকা ভ্রমে নিত্য
জীবনেরা বিভ্রমে ঘোরে
পেরিয়ে যেতে যেতে বললেও
শোনে ক'জনা- ভ্রুকুটে ঝাপিয়ে পড়ে মোহে!!

অত:পর নিত্যচক্রাবর্তন
মাঝে শুধু বয়ে গেল অমূল্য সময়
হুশ ফেরার পর -সময়েরও যেন করে পালাই পালাই - -

তাই শেষ বেলায় আপনার সুরেই কয়ে যাই
বেভূল মন- পারের কড়ি নাও কুড়িয়ে থাকতে সময় আছে যতক্ষন :)

+++

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৫২

হাবিব বলেছেন: সবাইতো আছি মোরা ডুবে এই ভ্রমে
ফাঁকি দিতে দিতে হায় আসল কর্মে।

অসাধারণ কাব্যিক মন্তব্য। ব্লগটা যেন হাসছে এই মন্তব্যে।

ষোলআনা মিছে নয় গো কবি,
চেয়ে দেখো এখনো বাকি অনেক
যতক্ষণ উদয় রবে জীবন রবি।

৬| ১১ ই জুন, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১২ ই জুন, ২০১৯ ভোর ৬:০৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই

৭| ১১ ই জুন, ২০১৯ রাত ১০:৩৮

নজসু বলেছেন:




একদিন মাটির ভিতরে হবে ঘর… :(

১২ ই জুন, ২০১৯ ভোর ৬:০৯

হাবিব বলেছেন:
সাথে নিয়ো ঘরের বাতি থাকতে সময় হাতে
আল্লাহকে ডেকো তুমি দিনে এবং রাতে।

ধন্যবাদ সুজন ভাই।

৮| ১২ ই জুন, ২০১৯ রাত ১২:১২

শায়মা বলেছেন: আধ্যাত্মিক কাব্য! :)

১২ ই জুন, ২০১৯ ভোর ৬:১০

হাবিব বলেছেন: যাক, মেলা দিন পরে আপনার সাক্ষাৎ পেলাম। আশা করি ভালো আছেন।

৯| ১২ ই জুন, ২০১৯ রাত ৩:৪৬

বলেছেন: বেলা শেষর কাব্য ++

ওয়েলকাম ব্রেক

১২ ই জুন, ২০১৯ ভোর ৬:১২

হাবিব বলেছেন: আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে......

থ্যাঙ্কস ব্রাদার।

১০| ১২ ই জুন, ২০১৯ ভোর ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সনেট কবিকে অনেক মিস করি।
উনার ধর্মীয় পোস্টে বিশেষ করে হুরপরী জাতীয় পোস্টে উনাকে রাগিয়ে দিকে আমার খুব ভালো লাগে।
অনেক ভালো এক জন মানুষ।
উনাকে আমার সশ্রদ্ধ সালাম বলবেন।
উনার কল্যাণ কামনা করি।

১২ ই জুন, ২০১৯ ভোর ৬:১৪

হাবিব বলেছেন:




সনেট কবি ভালো আছেন। একটা বই লেখার কাজে ব্যস্ত আছেন আপাতত।
আমার সাথে কালকে কথা হলো। ব্লগে ঢুকতে পারছেন না বলে ব্লগ থেকে দূরে আছেন।
আসলেই একজন মাটির মানুষ সনেট কবি।

১১| ১২ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই

ভালো থাকুন।

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৪

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকেও ভালো রাখুক

১২| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইয়া

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ফাতেমা বু..........

১৩| ১২ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৫

হাবিব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১৪| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
++
শুভকামনা

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৬

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি, ভালো থাকবেন

১৫| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি অনেক গুনি লেখক। ভালো লাগলো আপনার কবিতা,এখনো সময় বাকী আছে,কবিতার শিরোনামেই উপদেশ রেখেছেন। লাল গোলাপের শুভেচ্ছা জানিবেন লেখক।

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৮

হাবিব বলেছেন: কি যে বলেন ভাই, আমি মোটেও গুণি লেকখ নই। লেখার জন্য চেষ্টা করি আর কি। কবিতার এমন প্রশংসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রেরণা পেলাম। ভালো থাকবেন সবসময়।

১৬| ১২ ই জুন, ২০১৯ রাত ৮:৪৬

আরোগ্য বলেছেন: মাত্রই পোস্টেে আপনার নাম চোখে পড়লো।

অবশেষে আপনার সনেট দেখে ভালো লাগছে। আশা করি সবাই ঈদ ভালোমত উদযাপন করেছেন।

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৩০

হাবিব বলেছেন: ভাই আরোগ্য, অনেক পরে আপনার সাক্ষাৎ পেলাম, আশাকরি কুশলেই আছেন। জ্বি, ঈদ উদযাপন ভালোই কেটেছে।

১৭| ১৩ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পাসপোর্ট নিয়ে একটা আপডেট দিন।

১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার টাঙ্গাইল যাবো। একজনের সাথে কথা হয়েছে, তিনি কাজটা করে দিতে চেয়েছেন। দোয়া করবেন

১৮| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১১:২৭

জুন বলেছেন:
ঐ আকাশের গ্রহ তারার ভীড়ের মধ্যে যেদিন যাবো
এমন স্নিগ্ধ শস্য শ্যমল জগৎ কি আর সেথায় পাবো!
হায় ধরনী- হৃদয় রানী তোমায় ফেলে যেতেই হবে
মনটা আমার কাঁদছে গো আজ সেই বিরহের অনুভবে।

সুফী কবি ওমার খৈয়াম

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১০

হাবিব বলেছেন:



বিরহের ক্ষত মনে বিঁধে সারাক্ষণ
এই বুঝি দেবদূত ডাক দিয়ে যায়,
কি এমন আছে মোর ওপারের ধন
দিতে পারি যাকে আমি রহমের পায়?


১৯| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: একটি উৎকৃষ্ট সনেট রচনা করেছেন! + +
বিদ্রোহী ভৃগু এবং জুন এর মন্তব্যে দেয়া কবিতা/কবিতাংশ দুটোও ভাল লেগেছে। +

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৭

হাবিব বলেছেন:
আপনার মন্তব্য সব সময় একটু আলাদা হয়........
ভালোবাসা জানবেন প্রিয় কবি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.