নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সনেট:- বোধোদয় হোক

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪



(০১) সেদিন হাত কথা বলবে

নফসের গোলামীতে দুনিয়ার মোহে
ক্ষমতার দাপটেতে কর অপরাধ
নিজেই নিজের লাগি আঁকতেছ ফাঁদ
একদিন পড়ে যাবে সময়ের ক্ষোভে।
টাগরা জোয়ান তুমি রস ভরা দেহে
শরীরের ঝাঁকুনিতে নেচে উঠে কাঁধ
কখনো বা কেঁপে উঠে পৃথিবীর ছাদ
তোমার দাপটে ভাবো চাঁদ যায় নিভে।

সিল মেরে দেয়া হবে মুখের উপর
জিবটাও নড়বেনা মোহরের চোটে
রা-টুকুও সরবেনা নিজেদের ঠোটে।
দুই হাত বলে দিবে পাপের খবর
কয়েদির বেশে রবে হাশরের মাঠে
আজীবন সাজা পাবে পায়ের সাক্ষীতে।

(০২) মরনই কি শেষ?

যদি তুমি ভেবে থাকো মরনের পরে
পঁচে যাবে দেহখানি মাটির আঁধারে
মিশে যাবে হাড়টুকু কবরের ঘরে
খুঁজে কভু পাবে নাকো খোদা তারপরে।
তোমার সকল ডাটা তাঁর দরবারে
সুরক্ষিত রাখা আছে গোপন ভান্ডারে
যতই নিশ্চিহ্ন হও রক্ত-মাংস-হাড়ে
তবুও খোদা তায়ালা সৃজিবে তোমারে।

মোবাইল সিমটাকে হারানোর পরে
সেলফোন হারালেও পুন: টুইটারে
ফেসবুক আইডিটা রয় কি গো ঘোরে?
সোশাল মিডিয়াগুলো যে রকম করে
পুন:রায় সেই রূপে চলে আসে ফিরে
তেমনি সৃজিবে খোদা মরনের পরে!

---------------------------------------
ছবি: অন্তর্জাল

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০

শাহিন বিন রফিক বলেছেন:




চমৎকার!!!

সনেটে, +++

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

হাবিব বলেছেন: অনেক অনেক প্রীত হলাম শাহিন ভাইয়া। মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা রইল। শুভ হোক রাত্রি

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জনপ্রিয় এই ব্লগের এক জন সনেট কবি ছিলেন।
তিনি কোথায় তার সন্ধান কি জানেন?

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৪

হাবিব বলেছেন: সাজ্জাদ ভাই, সনেট কবি ভালো আছেন। আমি দুই তিনদিন আগেও কথা বলেছি ওনার সাথে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক দিয়ে ব্লগে এখনো প্রবেশ করা যাচ্ছে না বলে তিনি ব্লগে লিখছেন না। ফেসবুকে সক্রিয় রয়েছেন। একটি বই বের করার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

এম ইসলাম বলেছেন: দারুণ সুন্দর !

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৮

হাবিব বলেছেন: শুভসকাল।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৮

হাবিব বলেছেন: শুভ সকাল। আপনার ও আপনার পরিবারের উপর রহমত ও কল্যান বর্ষিত হোক

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৫

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর প্রয়াস-
শুভেচ্ছা রইল!!

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


দুষ্ট মানুষের বিচার যদি সরকার বা সমাজ না করে, তার বিচার আর হওয়ার কোন সম্ভাবনা নেই।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২০

হাবিব বলেছেন: নিশ্চয় হবে। ইসলাম তেমনটাই বলে.....

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৫

ঝিগাতলা বলেছেন: আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তাশহাদু আরজুলুহুম, বিমা কানু ইয়াকছিবুন........ সূরা ইয়াসিন।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২০

হাবিব বলেছেন: জাযাকাল্লাহু খাইরান।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

হাবিব বলেছেন: শুভ সকাল রাজীব নূর ভাই

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার। ++

পোস্টে পঞ্চম লাইক।

শুভকামনা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

হাবিব বলেছেন: শুভ সকাল প্রিয় পদাতিক দাদা, আপনার লাইক এবং সুমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার পরিবারের উপর উপর শান্তি ও রহমত বর্ষিত হোক।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

রূপম রিজওয়ান বলেছেন: আসসালামু আলাইকুম। ভাই রে ভাই! কিভাবে লেখেন সনেট? আমি খুব জোর চেষ্টা করেও কবিতা কিংবা ছড়া গোছের কিছু লিখতে পারলাম না! ভাব আর বিষয়বস্তুও দুর্দান্ত! মুগ্ধতা স্যার++

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

হাবিব বলেছেন: রূপম রিজওয়ান ভাই, আপনার আবেগ আর উচ্ছ্বসিত মন্তব্যে ভালোবাসা ছড়িয়ে গেলেন। আপনার প্রশংসায় খুব খুব অনুপ্রাণিত হলাম। আপনওি চেষ্টা করলে লিখতে পারবেন। আমার চেয়ে ভালো লিখতে পারবেন সনেট। আবারো কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন: ধন্যবাদ ছবি আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.