নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

এটিএমে পাওয়া যাচ্ছে এখন মায়ের বুকের দুধ

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬


দুঃখীত এখানে এটিএম বলতে আসলে টাকা উঠানোর যন্ত্র বা এটিএম বুথকে বোঝানো হয়নি। তবে এখানে এটিএম বলতে যা বোঝানো হয়েছে তা হলো এই এটিএমে আপনি টাকা তুলতে না রালেও এখানে আপনার নবজাতক শিশুর জন্য মাতৃ দুধ তুলতে পারবেন। এর পুরো নাম আমুধম থাইপ্পল মাইয়াম। তামিল ভাষার এ শব্দত্রয়ের অর্থ মাতৃদুগ্ধের কেন্দ্র। সাম্প্রতিক সময়ে ভারতের একটি হাসপাতালে মাতৃদুগ্ধের এই এটিএম চালু হয়েছে। সুস্থ দাতা মায়েদের কাছ থেকে যোগাড় করা দুধ এটিএমের মাধ্যমে বিলি করা হয়।
পুদুচেরির প্রখ্যাত জিপমার হাসপাতালের অধিকর্তা সুভাষ চন্দ্র পারিজা বলছেন প্রতিমাসে প্রায় ১৫০০ শিশু জন্মায় এই হাসপাতালে। তাদের মধ্যে প্রায় ৩০% ই কম ওজন নিয়ে জন্মায়। মায়েদের শারীরিক সমস্যার কারণে সেই অসুস্থ নবজাতকদের মাতৃদুগ্ধ দিতে পারেন না। তাই জিপমার এটিএম এ স্বেচ্ছায় যে কোনও মা ই বাড়তি দুগ্ধ দান করতে পারবেন। সংগৃহীত মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করে রেখে দেওয়া হয়।তবে কলকাতার শিশুরোগ এবং নবজাতক বিশেষজ্ঞ সুমিতা সাহা জানান যে মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করার প্রয়োজন হয় না। এটি পরিষ্কার বোতলে সাধারণ তাপমাত্রায় ৪ থেকে ৬ ঘণ্টা রাখা যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কথা ।

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

হাকিম৩ বলেছেন: ভালো থাকা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.