নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

কেন জঙ্গী দমনের নামে হামলাকারীদের মেরে ফেলা হচ্ছে ?

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০০


রাজধানীর কল্যাণপুরে নয় জঙ্গীকে গ্রেফতার না করে হত্যা করা হলো কেন ? একজন জঙ্গীকে হত্যা করা মানে সাধারন জনগনের সামনে থেকে অনেক সত্য আড়াল হয়ে যাওয়া ।সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য বদ্ধ ভাবে কাজের লক্ষ্যে সরকারের উচিৎ জঙ্গীদের হত্যা না করে আটক করা । যাতে আটককিত জঙ্গী থেকে তথ্য সংগ্রহ করে প্রতিটি পদক্ষেপকে এগিয়ে নেয়া যায় এবং জঙ্গী গোষ্ঠিকে দমন করা যায় । শুধু এই নয় জনই না । গুলশানে হামলা এবং পরে শোলাকিয়া ঈদ জামাতে হামলা হলো এবং একয় কায়দায় সে সকল হামলাকারীদেরকেও মেরে ফেলা হলো ? কিন্তু কেন ?সে সকল হামলাকারীদের বাঁচিয়ে রেখে বিচার করলে প্রকৃত ঘটনাগুলো দেশের সাধারন জনগণ জানতে পারতো ।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



ধরে বিচারের সন্মুখীন করা দরকার; তবে, সরকার ভয় লাগানোর পদ্ধতি নিয়েছে, যা ভুল।
মৃতদের মাঝে আপনার বন্ধু-বান্ধব নেই তো?

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

হাকিম৩ বলেছেন: চাঁদগাজী সাহেব ধরে বিচারের সন্মুখীন করা দরকার; তবে, সরকার ভয় লাগানোর পদ্ধতি নিয়েছে, যা ভুল। এইটুকো ঠিক আছে পরেরটুকো ঠিক নয় সুস্থ আলোচনা করুন ।

২| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

কানিজ রিনা বলেছেন: এই কথা কে বলবে। এটাই সাধারন মানুষের
প্রশ্ন, কেন ওদের দুএকজকে ধরতে পারলে
আসল রহস্য বেড় হয়ে আসবে।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

হাকিম৩ বলেছেন: যে বলবে সেই সরকারের চোখে জঙ্গী নয়ত জামায়েত হয়ে যাবে ।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২০

ডঃ এম এ আলী বলেছেন: জঙ্গীদেরকে হত্যার পিছনে নিশ্চয় কোন ব্যাখা আছে। ব্যাখ্যাটির কিছু উল্লেখ্য এখানে থাকলে বুঝা যেত । সরকারতো একা নয়, তার সাথে দেশের অনেক বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন জড়িত আছেন যারা বিষয়টিকে দুর থেকে না দেখে খুব কাছ থেকে দেখে বাস্তবতার মুখুমুখী হয়েছেন । সারা দুনিয়াতেইতো এখন দেখা যাচ্ছে জঙ্গীদেরকে অন দি স্পট শেষ করে দেয়া হচ্ছে । এ বিষয়ে সঠিক করনীয় বিষয় সংশ্লিস্টরা ভেবে দেখতে পারেন ।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

হাকিম৩ বলেছেন: আলী ভাই অন্যান্য দেশে যেগুলো স্পট ডেড হচ্ছে তার বেশির ভাগই কিন্ত আত্মঘাটি বোমা হামলায় নিজেরাই মরছে ।
আর আমাদের দেশে ১০ থেকে ১২ ঘন্ট অভিযান তার পর মেরে ফেলা হচ্ছে ।

৪| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩

শুভ্র বিকেল বলেছেন: বাচাতে গেলে আরো কিছু আইনশৃংখলা রক্ষাকারী মারা যেত! আপনি কি তাই চান? যারা নিজেরা মরকেল প্রস্তুত সেসব জঙ্গীদের বাঁচাতে গিয়ে কেউ মৃত্যুর ঝুঁকি নিক তা অন্তত আমি চাই না। তবে দুই একজন বাঁচাতে পারলে বেশ কিছু তথ্য পাওয়া যেত। যদিও শোলাকিয়া ও কল্যাণপুরে একজন করে বেঁচে আছে। আমাদের মনে রাখা উচিত এরা কারাগারে বসেও নির্দেশনা দিতে পারে এবং দেয় সুতরাং এদের বেঁচে থাকার কোন অধিকার নেই।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

হাকিম৩ বলেছেন: কজন মরতো দশ জন বিশ জন । জঙ্গীরা একটি হামলায় আসে কতজন ? আর আমাদের প্রশাসন সে জঙ্গী ক্লীনে যায় কতজন ?

৫| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জর্জ বুশের কথা মনে পড়ে ;)

যখনই বুশ সরকার টালমাটাল হয়ে পড়েতা নিজেদের প্রশাসিনক ব্যর্থতায়...
লাদেন সাব তোরাবোড়া পাহারথন একখান ভিডিও প্রসব করতেন---- খাইলাম ছিড়া লাম ..

ব্যাস বুশ সাহেব আবার মিনিমাম ৬ মােসর জন্য নিরাপদ বোধ করতেন!!!!

একটু অদল বদল করলে বাংলা ভার্সনেও মনে হয় সাকসেস রেট শতভাগ ;) :P =p~ =p~ =p~

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

হাকিম৩ বলেছেন: একটু না ভাই হার্ডড্রাইভে পুরাই কপি কইরা লইছে :P এতদিন অমুকেরা আর এখন তমুকেরা । :P

৬| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮

বটপাকুড় বলেছেন: কারণ একটাই, পুলিশ আর র‍্যাব ভাইয়েরা আলিফ লাইলার মত তাবিজ হাতে বাধা ছিল, তাই তাঁদের গায়ে কোন গুলি লাগে না, আর লাগলেও সেইটা ফুল হয়ে ঝরে পরে। জঙ্গি ধরব কথা থেকে, হাসিনা আগে থেকেই দেখেন লোক জন মাইরা আর নিজের ডলের পুলিস কই আল্লাহ আকবর। এক নাটক আর কত দিন ???
হাসিনা আপার ব্যাংক চুরি ধরা পরছে, তাই েই জঙ্গি নাটকের পর্ব

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩২

হাকিম৩ বলেছেন: :P

৭| ২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নিরাপদ দেশ চাই বলেছেন: যারা এই জঙ্গী বানানোর কারিগর তারা কই?

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

হাকিম৩ বলেছেন: তারা কই ?

৮| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩০

প্রবাসী একজন বলেছেন: লেখক সাহেব আজাইরা সন্দেহ করে আমাদের বীরদের কৃত্বত [ বানান ভুলে গেছি] নষ্ট করে দিবেন না। তারা বীর পুরা জাতি এই পুলিশ বাহীনির জন্য ঘর্ভবোধ করা উচিত!

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৯

হাকিম৩ বলেছেন: আরে আপনি এটা কি বলছেন । অবশ্যয় পুরো জাতি পুলিশের কাছে কৃতজ্ঞ ।

৯| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮

নতুন বলেছেন: ভাল কথা বলেছেন।

যারা অস্র হাতে নিয়ে পুলিশকে গুলি করতে থাকে তাদের বোঝাতে হবে যে আত্নসমাপ`ন করতে।

পরের বারে এমন পরিস্হিতিতে পুলিশ আপনাকে নিয়ে যাবে।

আপনি ঐ বাড়ীতে গিয়ে সন্ত্রাসীদের বুঝিয়ে বলবেন যাতে তারা গুলি না করে পুলিশের হাতে ধরা দেয়।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

হাকিম৩ বলেছেন: @ নতুন আপনি একজন সিনিয়র ব্লগার হয়ে যে ভাবে মন্তব্য করেন সেটা আসলে হাস্যকর মনে হয় । আসলে পুলিশ জঙ্গীই মারলো না আপনার সুপুত্র কে মারল নাকি সিনেমা বা কোন নাটক সাজালো সেটা আগে খুঁজে দেখুন তারপর না হয় জঙ্গীদের আত্ম সমাপর্ণের বিষয়টি তুলা যাবে । কথা হল ৯ জনের কাছে ৯টি বন্দুক থাকলেও পাঁচ ৯ = ৪৫ রাউন্ড গুলিই ছিল এর বেশি না কিন্তু আর পুলিশ ছিল কত জন পুলিশের কাছে গুলি ছিল কত রাউন্ড । যদি এরকম ছোট খাটো যুদ্ধেই পুলিশের মরন বাঁচনের
হিসাব করেন তাহলে বড় যুদ্ধ লাগলে কি করবেন ? তখনতো আগেই ভারত পালাইয়া যাবেন ।

১০| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

মামুন ইসলাম বলেছেন: জীবন বাঁচানো ফরজ ততখনা তথ্য জানার চেয়ে আগে জীবন বাঁচানো জরুরী তাই পুলিশ সন্ত্রসীদের গুলি করেন।লেখক যদি
নিজে কখন এমন অবস্থায় পড়েন তাহলে কি করবেন ?

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৭

হাকিম৩ বলেছেন: মামুন ভাই ত্রিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময় কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পেরেছিলাম ।

১১| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

নতুন বলেছেন: লেখক ঐ সময়ে ঐ সন্ত্রাসীদের বলবেন যে... আইন নিজের হাতে তুলে নেবেন না প্লীজ...আপনারা পুলিশের কাছে আত্নসমাপ`ন করুন... আর যাদের হাতে অস্ত্র আছে তারা সবাই অস্র ফেলে দিয়ে পুলিশের হাতে ধরা দেবে।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

হাকিম৩ বলেছেন: @ নতুন আপনি একজন সিনিয়র ব্লগার হয়ে যে ভাবে মন্তব্য করেন সেটা আসলে হাস্যকর মনে হয় । আসলে পুলিশ জঙ্গীই মারলো না আপনার সুপুত্র কে মারল নাকি সিনেমা বা কোন নাটক সাজালো সেটা আগে খুঁজে দেখুন তারপর না হয় জঙ্গীদের আত্ম সমাপর্ণের বিষয়টি তুলা যাবে । কথা হল ৯ জনের কাছে ৯টি বন্দুক থাকলেও পাঁচ ৯ = ৪৫ রাউন্ড গুলিই ছিল এর বেশি না কিন্তু আর পুলিশ ছিল কত জন পুলিশের কাছে গুলি ছিল কত রাউন্ড । যদি এরকম ছোট খাটো যুদ্ধেই পুলিশের মরন বাঁচনের
হিসাব করেন তাহলে বড় যুদ্ধ লাগলে কি করবেন ? তখনতো আগেই ভারত পালাইয়া যাবেন ।

১২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: জে এম বির শীর্ষ নেতাদের কিন্তু গ্রেফতার করে বিচারের সম্মুখিন করা হয়েছিল। ফলে দীর্ঘ দিন এই উৎপাত কম ছিল।

অথচ এখন সবাইকে গুলি করে মেরে ফেলা হচ্ছে - তাও পিছন থেকে গুলি করা হচ্ছে। এরাতো সেই পুলিশ যারা ক্রসফায়ারে হত্যার জন্য নতুন কাহিনীও রচনা করতে পারে না। একই কথা একই ভাবে সবার জন্য বলে। তাহলে এখানেও যে ঐ ভাবে আগে থেকে গ্রেফতার/গুম করাদের জঙ্গী নামে হত্যা করা হচ্ছে না তার নিশ্চয়তা কে দেবে??

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

হাকিম৩ বলেছেন: ভাই আস্তে বলেন এগুলান কইলে সাধারন মানুষও জঙ্গী হইয়া যাইবো ।

১৩| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

পথিকের পাঁচালী বলেছেন: বিএনপি জামাত হান্নান শাহের বক্তব্যের অনেক গুলি আতলামী , ছাগলামী ও শুশীলীয় সংস্করণ কমেন্টে দেখলাম।

একটি কমেন্টে দেখলাম সরকার পতনের আশঙ্কায় এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তা বিদ্গ্ব ব্লগার সাহেব যদি কস্ট করে একটু এই ক্যালকুলেশান টাও করে দিতেন গুলশান ,শোলাকিয়া্‌ আর কল্যাণপুরে ঘটনায় সরকারের মেয়াদ আর কতদিন বাড়ল ? কারণ বিএনপি জামাতের আন্দোলনে দিশেহারা সরকার একটু স্বস্তির নিশ্বাস ফেলত।

১৪| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ফাহীম দেওয়ান বলেছেন: ভাই পুলিশ যা করে সবই খারাপ, সব জায়গায় আপনাদের নাকে সন্দেহের গন্ধ থাকেই। আগে নিজেদের জন্ডিস সারান, গন্ধ কম পাবেন। আপনার কি মনে হয় যে পিস্তল, বোমা লইয়া তাহারা ওই খানে ফিজিক্সএ বুলেটের গতি মাপ্তেছিলো ? ব্রেইন ওয়াশড জঙ্গীরাতো আর কোন আপোষে আসে না ? তাহারা সহজে ধরা দিবে না ? প্রয়োজনে আত্মহত্যাও করে। তাই যারা নিজের জীবনের পরোয়া করেনা, তাদের কাছে কেউ কি নিরাপদ, হোক না পুলিশ। আর যাকে ধরেছে, তার কাছে তথ্য পাওয়া যাবেনা এমন ধারনা আপনাকে পীড়া দিছে কেন ? ঘটনার সাথে সাথেই এতো সন্দেহ , বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থেকে একটু অপেক্ষা করেন না ভাই। শুধু শুধু সব কিছুকেই বাঁকা চোখে না দেখে একটু পজিটিভলী দেখেন।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০

হাকিম৩ বলেছেন: পজিটিভলী দেখার মত কাজ করলে পুলিশ শুধু দেখবই না প্রয়োজনে সেলুত দেবো সে নিয়ে আপনাকে ভাবতে হবে না ।

১৫| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

পথিকের পাঁচালী বলেছেন: আমাদের পুলিশের আরও স্মার্ট হওয়ার দরকার ছিল। তারা অন্তত বাংলা সিনেমা থেকে শিক্ষা নিতে পারত। তারা বন্দুক বাগিয়ে পারত , খবরদার আইন নিজের হাতে তুলে নিবে না। কিংবা তারা তাদের রবীন্দ্র সংগীত শোনাতে পারত , খোল খোল দ্বার রাখিও না আর বাহিরে দাড় করিয়ে । আর ব্যলান্সের ব্যাপারটাও তাদের ভবিষ্যতে খেয়াল রাখতে হবে। তাদের নয় জন মারা যাবে আর পুলিশের একজনও মারা যাবে না এটা কিভাবে হয় ?

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০০

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ । না আমাদের পুলিশ ভাইয়েরাও আঘাত প্রাপ্ত হন । তবে তাদের আঘাত গুলো একটু অন্যরকম যা আমাদের চোখে কম
ধরা পড়ে ।

১৬| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: কথা হল ৯ জনের কাছে ৯টি বন্দুক থাকলেও পাঁচ ৯ = ৪৫ রাউন্ড গুলিই ছিল এর বেশি না

আপনার কাছে তথ্য আছে যে তাদের কাছে ৪৫ রাউন্ডই ছিলো? তার বেশি ছিলো না? তাদের হাতে ২০০ রাউন্ড কেন থাকতে পারেন না একটু বলবেন কি?

যদি পুলিশ নিরপরাধ মানুষকে জঙ্গী সাজায় সেটা অবশ্যই অন্যায় এবং এটা করে কখনোই সন্ত্রাস নিমূল করতে পারবেনা।

কিন্তু আপনাদের মতন কিছু মানুষ পুলিশ মারা না যাওয়াতেই অখুশি হয়েছে এবং এটা যে সাজানো তার তথ্য আপনাদের কাছে আছে বলেই মনে হচ্ছে। ( যেমন আপনি যানেন যে ৪৫ রাউন্ড গুলি ছিলো তাদের কাছে)

এটা পুলিশের একটা ম্যাসেজ জঙ্গীদের জন্য.... সোলাকিয়ার আক্রমনের একটা ভিডিও আছে যেখানে আমাদের একজন পুলিশ পান্জাবি পরেই সামনে এগিয়ে যাচ্ছেন গুলি বিনিময়ের মাঝে... তিনি অবশ্যই এতো বড় রিক্সটা না নিলেও পারতেন... কিন্তু ঘটনার আকস্বিকতায় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট না খুজতে গিয়ে হাতের বন্ধুক নিয়ে এগিয়ে গেছে... ( যদিও এটা করতে তাকে ট্রেইনিং দেওয়া হয়নি কিন্তু যখন সামনে কিছু ঘটে যায় তখন মানুষের সিদ্ধান্ত বইয়ের লেখার মতন হয় না)

১৭| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=t8Oc9YASlNY

এই ভিডিওটা দেখুন...

পুলিশ অবশ্যই প্রচন্ড করাপটেড কিন্তু তাদের যে ভালো সাহসী কেউ নেই সেটা ঠিক না।

১৮| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=t8Oc9YASlNY

এই ভিডিও দেখেও প্রশ্ন করতে পারেন কেন পুলিশ ঐ দুইজনকে গ্রেপ্তার না করে গুলি করে হত্যা করলো....

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য কৃতজ্ঞতা থাকলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.