নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

ছবি তুলে শেয়ার করে ইনকাম করার মত ১০ ওয়েবসাইট

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১


ছবি তোলা ইদানিং আমাদের সকলেরি কম আর বেশি একটি শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে । সে ভ্রমন ফোটই হোক আর সেলফি ফটোই হোক।আর এখন এই ছবি তোলার প্রতিযোগীতায় যোগ হয়েছে একটি ইনকামের সোস আজ তেমনি কিছু সাইটের ঠিকানা দেবো আপনাদেরকে যে সাইটগুলোতে আপনি ছবি শেয়ার করলেই বা অনেক শখের ফটোগ্রাফারও চাইলে শখের পাশাপাশি ছবি তুলে উপার্জন করতে পারবেন। বহু ওয়েবসাইট আছে যেখানে ছবি বিক্রি করে উপার্জন করতে পারেন অর্থ।


কিছু সাইটের ঠিকানাঃ
১। প্রতিটি ছবি ডাউনলোডের জন্য ১৫ % রয়্যালটি রেটে পেমেন্ট করা হয়। চাইলে আপনি এদের এক্সক্লুসিভ কন্ট্রিবিউটর হিসেবেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আয়ের পরিমাণ অনেকটাই বেশি হবে। তবে আপনার সেই ছবিটি এই সাইট ছাড়া আর অন্য সাইটে ছবি দিতে পারবেন না। ঠিকানা হলোঃ- http://www.istockphoto.com
২।এই ওয়েবসাইট হলো ছবির ইকমার্স সাইট। এখানে নিজেদের ছবি শোকেস করা যায়। নিজেই নিজের ছবির দাম ঠিক করে দিতে পারবেন। ডিজিটাল ডাউনলোড ছাড়াও ছবির হার্ড কপি এবং গ্রেটিংস কার্ডও বিক্রি করতে পারবেন। এদের ঠিকানা হলো- Click This Link
৩। পৃথিবীর সবচেয়ে বড় স্টক ফটো লাইব্রেরি। ৬০ শতাংশ রয়্যালটি ফি পেমেন্ট করা হয় ফটোগ্রাফারদের। সবচেয়ে বড় কথা, এখানে এক্সক্লুসিভ ইমেজ রাইট দেওয়ার জন্য কোনো রকম চাপ দেওয়া হয় না। অর্থাৎ এই সাইটে দেওয়া ছবি অন্য সাইটেও দিতে পারবেন। এদের ঠিকানা- http://www.alamy.com
৪। ২০১০ সালে ফ্লিকর এবং গেটি ইমেজেস হাত মিলিয়ে তৈরি করে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফটোগ্রাফাররা রয়্যালটি-ফ্রি ছবিও বিক্রি করতে পারবেন আর তাদের কপিরাইটও নিয়ন্ত্রণ করা হবে। ইমেজ শেয়ারিং এবং স্টক ছবি বিক্রি-দুই মিলিয়েই তৈরি হয়েছে গেটি ইমেজেস কল ফর আর্টিস্টস গ্রুপ। এখানে ছবি দিয়ে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য। প্রতিটি ছবি বিক্রির জন্য ২০ শতাংশ রয়্যালটি পাবেন। তবে এই মুহূর্তে নতুন ছবি নেওয়া বন্ধ রয়েছে। কয়েক সপ্তাহ পর থেকে আবার চালু হবে। এদের ঠিকানা- Click This Link
৫। ৪০ লক্ষেরও বেশি ক্রেতা রয়েছেন এঁদের লুপে। রয়্যালটির পরিমাণও খুব ভাল। প্রত্যেকটি ছবি বিক্রির ২০ শতাংশ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত রয়্যালটি পাওয়া যায়। টাকা সঙ্গে সঙ্গে জমা পড়ে যাবে আপনার ফটোলিয়া অ্যাকাউন্টে। এদের ঠিকানা- https://www.fotolia.com
৬। অত্যন্ত জনপ্রিয়। নিজের তোলা ছবি পাঠিয়ে আবেদন করতে হয়। এডিটর সম্মতি দিলে সাইট মারফত বিক্রি করতে পারেন ছবি। প্রত্যেকটির জন্য ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ রয়্যালটি পাওয়া যায়। যদি শুধুই এদের জন্য কাজ করার চুক্তি সই করেন তবে আরও ১০ শতাংশ বেশি রয়্যালটি পাওয়া যাবে। এদের ঠিকানা- http://www.dreamstime.com
৭। ছবি বিক্রির পুরো প্রক্রিয়াটা যদি নিজের হাতের মুঠোয় রাখতে চান এবং নিজেই নিজের ছবির দাম ধার্য করে সবচেয়ে বেশি মুনাফা করতে চান তবে ফটোশেল্টার মারফত একটি বিল্ট-ইন ইকমার্স প্রফেশনাল ফটোগ্রাফি সাইট খুলে নিতে পারেন। সাইটগুলি দেখতে দারুণ হয়, সঙ্গে সিকিওর ক্লাউড স্টোরেজও থাকে। বিক্রি এবং লাইসেন্সিং সবই সহজ হয়ে যায়। এদের ঠিকানা- http://www.photoshelter.com
৮।অন্যতম প্রধান স্টক ফটো সাইট। প্রত্যেকটি ছবি বিক্রির জন্য ০.২৫ ডলার থেকে ২৮ ডলার পর্যন্ত পেতে পারেন। নির্ভর করছে কী ধরনের লাইসেন্স রয়েছে তার উপরে। এদের ঠিকানা- http://www.shutterstock.com
৯।কত ছবি আপলোড করছেন প্রতিদিন তার উপরে নির্ভর করে আপনি কত শতাংশ রয়্যালটি পাবেন। যারা সারাদিন ছবি তোলেন, তাদের পক্ষে খুবই ভাল। ৩০ থেকে ৬০ শতাংশ রয়্যালটি পেতে পারেন। এদের ঠিকানা- http://www.123rf.com
১০। সদস্য হলে খুব সহজেই ফটো সাবমিট করতে পারবেন। একসঙ্গে প্রায় ১০০টি ইমেজ আপলোড করতে পারবেন। প্রায় ৫০ শতাংশ রয়্যালটি পেতে পারেন।এদের ঠিকানা- http://www.canstockphoto.com

মন্তব্য ৩৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

নয়ন বিন বাহার বলেছেন: বাহ! কাজের একটা পোস্ট দিয়েছেন তো...........

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন ।

২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো শেয়ার করছেন ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন ।আপনার ইতিহাস নিয়ে লেখা পোস্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়, আমি নিয়মিত কিন্ত আপনার পোস্টে যাই ।

৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

সিগনেচার নসিব বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২২

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ !

৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: এইটা নিয়ে আরেকটু বিস্তারিত লিখবেন।
যেমন কোন ধরনের ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে হবে ।
কি ভাবে দিব এই সব আর কি

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ! অবশ্যয় সময় পেলে বিস্তারিত লিখবো । তবে ওই সাইটগুলোতে প্রবেশ করে দেখতে পারেন সেখানেও হয়ত বিস্তারিত
কিছু লিখা থাকতে পারে ।

৫| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

মামুন ইসলাম বলেছেন: যাক কিছু ইনকাম করার একটি সুযোগ পাওয়া যাবে ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ । ঠিক বলেছেন ।

৬| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর পোস্ট লেখককে ধন্যবাদ । পোস্টটি স্টিকি করা হলে অনেক অন লাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্লগ ব্যবহার কারীদের সুবিদা হতো ।অন্তত অনলাইনে অনেকের কিছু ইনকাম করার রাস্তা বের হয়ে আসতো ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।

৭| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: হেল্ফফুল!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৩৪

মাহফুজ বলেছেন: কি ধরণের ছবি, ছবির কোয়ালিটি বা আরো আনুষঙ্গিক যা যা আছে লিখলে ভালো হতো। সাইটে গেলে পাওয়া যাবে নিশ্চই, দেখি।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।সাইটগুলোতেই অনেক তথ্য পাবেন ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৫২

বুবলা বলেছেন: একটু বিস্তারিত লিখলে সবার জন্য ভাল হত

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

হাকিম৩ বলেছেন: পোস্টে দেয়া সাইটগুলোতে প্রবেশ করলে অনেক তথ্য পাবেন ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: সোকেসে রাখলাম, পরে পরিক্ষা নিরিক্ষা করে দেখবো

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

হাকিম৩ বলেছেন: ঠিক আছে ভাই ।

১১| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪০

জুন বলেছেন: ব্লগার মোস্তফা সোহেলের মত আমারও একই প্রশ্ন রইলো।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ । আপু ওই সাইটগুলোতে প্রবেশ করলে সকল তথ্য পাওয়া যাবে । তাছাড়াও মনে হয় ক্যামেরা যত হয় ততই ছবির মানও ভালো হবে ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই নাকি? ফেটাগ্রাফারেদর জন্যেতা দারুন অফার :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

হাকিম৩ বলেছেন: জী ভাই ভালো অফার ক্যামেরা নিয়ে প্রস্ত্তুত হয়ে যান ।ধন্যবাদ ভাই :)

১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১

লেখা পাগলা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই বলেছেন, সত্যিই নাকি? ফেটাগ্রাফারেদর জন্যেতা দারুন অফার :)
সহমত।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

হৃদয়হীন মানব বলেছেন: সত্যিই নাকি? ফেটাগ্রাফারেদর জন্যেতা দারুন অফার

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও দারুন পোস্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে
সুন্দর খবর দেয়া রজন্য +

আশাকরি গেমু ভাইয়ার ব্লকব্লাস্টারে প্রথম হবে এই পোস্ট

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

নতুন বিচারক বলেছেন: কাজী ফাতেমা আপু বলেছেন ওয়াও দারুন পোস্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে
সুন্দর খবর দেয়ার জন্য +
আশাকরি গেমু ভাইয়ার ব্লকব্লাস্টারে প্রথম হবে এই পোস্ট ।
আমিও তাই বলি সহমত । তয় এরকম পোস্টে গেমু ভাইকে দেখছি না ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০২

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ ।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

জ্ঞানহীন বিজ্ঞানী বলেছেন: ভাল লাগলো পরে সব সাইড গুলো দেখে নিবো । ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৮

হাকিম৩ বলেছেন: আপনাকেও ধন্যবাদ,শুভ রাত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.