নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

আপনি কি ব্লগীং করতে চাচ্ছেন ???

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৫


ব্লগীং করার আগে কয়েকটি বিষয় সম্পর্কে আপনার জেনে নেয়া জরুরী
আপনার লেখা ব্লগগুলো হতে পারে আপনার জীবনের উপরের উঠার প্রধান একটি মাধ্যম। তাই আসুন যে কোন ব্লগ লেখার আগে সে বিষয় গুলো আমরা এডভান্স জেনে নিই।
১।আগে আপনাকে ভাবতে হবে যে আপনার লেখার লক্ষ কি ?
আপনার একটি লেখা একটি ব্লগ সাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্ত প্রশ্ন হচ্ছে আপনার লেখার লক্ষ কি? । আপনি কি বিষয়ের উপর লেখতে চান ? লক্ষ ছাড়া কোন কাজে কখনোই সফল হওয়া যায়না । এবং আপনাকে আগে বেশ কিছুদিন অন্যের ব্লগ ঘুরে তাদের লেখাগুলো পড়ে দেখতে হবে,সেই সাথে প্রতিটি লেখা পড়ার আপনাকে আপনার অনুভূতি মন্তব্যের মাধ্যমে তাদের জানাতে হবে,তাতে আপনিও অন্যের সাথে পরিচিত যেমন হলেন তেমন আপনার লেখারও কন্টেন্ট বাড়বে । অন্যান্য ব্লগারও আপনার লেখা পড়ে তাদের অনুভূতি প্রকাশ করবে ।
২। আপনার কি লেখার টার্গেট ?
যেমন আপনি চাইলে ব্লগে কবিতা,গল্প,ছবি,নাটক রিভিউ ছাড়াও বিভিন্ন ধরনের ফিউচার পোস্ট দিতে পারেন । এছাড়াও আরও রয়েছে ভ্রমণ কাহিনী,সময়সাময়িক ঘটনা এবং আরও ইত্যাদি ধরনের লেখা । এমনকি আপনার জীবনে ঘটে যাওয়া সময়সাময়িক নানা ধরনের অভিজ্ঞতা ।

আপনি যখন আপনার লেখা শুরু করবেন তখন আপনাকে আপনার কিছু টারগেট করে নিতে হবে বা কিছু বিষয় নির্ধারণ করতে হবে । মনে করেন আমরা একটা ব্যবসায় নামলাম আর ব্যবসায় যখন হাত লাগাবো তখন কিন্তু একটা লক্ষ থাকবে আমাদের যে কিভাবে আমাদের পণ্য বেশি সেল দেয়া যায় ? কেননা যে কোন ব্যবসায় যত সেল ততবেশি প্রফিট বা লাভ । আর বেশি লাভ বা প্রফিট করতে চাইলে যেমন ভালো চাহিদা পূর্ণ পর্ণো চালাতে হবে তেমন পরিশ্রম দিতে হবে,আবার আপনার পর্ণোও ভালো বা শেরা পর্ণো হতে হবে । ঠিক সেরকমি আপনাকে ব্লগ লেখা শুরু করার আগে ভেবে চিন্তে এবং ব্লগ সম্পর্কে বেসিক ধারণা অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

যেমন আপনি যখন একটা ব্লগ লেখবেন সে লেখাটা কিছের উপরে লিখছেন সে বিষয়টা খেয়াল রাখতে হবে । এর পর আপনার সেই লেখা অনুযায়ী আপনাকে আপনার লেখার সাথে ছবিও সংযোগ করতে হবে,একটা বিষয় মনে রাখবেন লেখা অনুযায়ী যখন আপনি একটা ছবি পোস্ট করবেন তখন আপনার লেখার একটা মানই আলেদা দাঁড়াবে ।

তাছাড়াও আপনি চাইলে আরও ভালোভাবে নিজেকে ব্লগার হিসেবে দাঁড় করাতে পারেন সে ক্ষেত্রে আপনি ব্যাক্তিগগত এমন অনেক সাইট আছে যেখানে আপনি চাইলে ব্যাক্তিগতভাবে একটি ব্লগ সাইট খুলে নিতে পারেন । আর সে সাইটটিকে আপনার ব্লগ নোটস বা ব্লগ ডাইড়ী হিসেবেও ব্যবহার করতে পারেন ।

দেখা গেল এসব কমিনিউটি সাইটে আপনার মূল্যবান লেখাটি পোস্ট করার আগে আপনার ব্যাক্তিগত ব্লগে পোস্ট দিয়ে পরে ওখান থেকে গুগল ও ফেসবুক সহ ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীক্ষা করে নিতে পারেন যে আপনার লেখাটি কেমন হয়েছে ।
আরেকটি যদিও আমার নিজেরও বানানে অনেক ভুল আছে,যা আসলে বাঙ্গালী হিসেবে আমার জন্য যেমন লজ্জা তেমন দুঃখজনকও ।

যে সাইটগুলোতে আপনি ফ্রী ব্লগ সাইট খুলতে পারেনঃ
১। ওয়ার্ডপ্রেস
গুগল ব্লগার
ফ্রী ব্লগ সাইট Welcome to SimpleSite
Skynova.com
Wix.com
দি ষ্টাইল ব্লগ
এগুলো ছাড়াও এরকম আরও অনেক ফ্রী ব্লগ সাইট আছে যেখানে তৈরি করতে পারেন আপনার স্বপ্নের ব্লগ সাইটটি ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,জানানোর জন্য। :)

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

হাকিম৩ বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ ।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

নিয়ন রাফি বলেছেন: ধন্যবাদ। আজ ব্লগে আমি প্রথম। লেখাগুলো আমার জন্য উপকারে আসবে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ । আপনি যত বেশি মন্তব্য করবেন এবং যত বেশি অন্যের ব্লগ পড়বেন আপনার ব্লগও ততবেশি হিট হবে ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

নিয়ন রাফি বলেছেন: ধন্যবাদ। আজ ব্লগে আমি প্রথম। লেখাগুলো আমার জন্য উপকারে আসবে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ । আপনি যত বেশি মন্তব্য করবেন এবং যত বেশি অন্যের ব্লগ পড়বেন আপনার ব্লগও ততবেশি হিট হবে ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কামকাজি সকলে উপকারে আসবে ।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

হাকিম৩ বলেছেন: সকলের উপকারে আসলেই পোস্টের সার্থক ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৩

নির্বাক স্বপ্ন বলেছেন: ধন্যবাদ জানবেন।আমার মত নতুন ব্লগারদের জন্য বেশ উপকারী লেখা।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২১

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লেখা। তবে গেমচেঞ্জার ভাইয়েরও এমন একটা পোস্ট আছে। নব্য ব্লগারদের জন্য খুবই উপকারি। ঘেটে দেখতে পারেন।

লিঙ্ক

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৬

কল্পদ্রুম বলেছেন: দিক নির্দেশনামুলক লেখা।ধন্যবাদ লেখককে।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৯

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৭

ঝালমুড়ি আলা বলেছেন: ওহ! দারুন কাজের একটা পোস্ট ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৯

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

৯| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ ভালো করেছেন ।দেখী আমিও একটা ব্যক্তিগত ব্লগ খুলবো ।

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.