নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫


কুষ্টিয়ার পদ্মা নদীতে এখনও পর্যন্ত পানির পরিমাপ হচ্ছে ১৪ দশমিক ৮ মিটার। প্রতি তিন ঘণ্টা অন্তর অন্তর বাড়ছে ২ সেন্টিমিটার।
ইতিমধ্যে জানা গেছে দৌলতদিয়া উপজেলার চিলমারী ইউনিয়নের ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে।তাছাড়াও অন্য সূত্রে জানা যায় বা ধারণা করা হচ্ছে আর ১৭ সেন্টিমিটার পানি বাড়লে বিপদসীমা অতিক্রম করবে। অর্থাৎ একই ধারায় পানি প্রবাহিত হলে ২৪ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করবে বলে তথ্য প্রদান করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে আরও জানা যায় ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের ৪টি বাঁধের সব দরজা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। আর সেই পানির কারনেই পদ্মার পানি বাড়ছে।অন্যদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি গ্রামে ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৬ আগস্ট শুক্রবার দুপুর পর্যন্ত পদ্মার ভাঙনে প্রায় ১৫০টি পরিবারের মত গৃহহীন হয়েছে।

পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শাখা গড়াই নদীতেও পানি বাড়ছে।
সূত্র ইন্টারনেট



মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: এই সময় ফারাক্কা খুলে দিলে বিপদই হবে।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

হাকিম৩ বলেছেন: ডুবে মরতে হবে এই আর কি ? ভারত আমাদের প্রতিবেশী দেশ বলে কথা ।

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

গোফরান চ.বি বলেছেন: কি ভয়ংকর !

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

হাকিম৩ বলেছেন: ভয় লাগচ্ছে ভাই ? আর ভয় পেয়েই বা কি করবেন বন্যার পানিতে মৃত্যু লেখা থাকলে মরতে হবে ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

মামুন ইসলাম বলেছেন: কইরে সোনার বাংলার মিডিয়াওআলারা । দেশ ভাইসা গেলো ।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

হাকিম৩ বলেছেন: মামুন ভাই আমাগো মিডিয়া ঘুমের দেশে আছে আর এ নিডিয়ারাও নিরব ভূমিকা পালন করছে ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪

বিলুনী বলেছেন: খুশীর সংবাদ , দেশ পলিমাটিতে ভরবে, পানি নেমে গেলে ভাল ফসল আবাদ হবে । বন্যার্ত আমরা সকলে ঘরে বসে বসে কিছুদন সরকারী ডাল খিচুরী খেতে পারব ।
বন্যার পানির তোরে নদীর পাকৃতিক ড্রেজিং হবে । নদী নালা নাব্য হবে । সেলাইনিটি দুর হবে । ইলিশের বিচরণ ক্ষেত্র বাড়বে ।
রিলিফ নিয়ে চেয়ারম্যানদের পেট ভরবে , অন্যদের উপর কিছুদিন বাটপারী কম করবে , কিছু লোক বন্যার তালিয়া বাজাতে পারবে । এর মধ্যে আল্লা না করুন হাতী যদি একটা এসে পড়তে পারে তাহলে মানুষে বন্যা বাদ দিয়ে হাতীর পিছে দৌড়াবে । বন্যা হলে সুবিধাই আর সুবিধা , বন্যা না হলেও তো আগুন সন্ত্রাসীতে ঝড়ে যায় অনেক প্রাণ , এতে কভু কাদেনা বন্যা নিয়ে তালিয়া বাজনা ওয়ালাদের প্রাণ ।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

হাকিম৩ বলেছেন: আগে বাঁচেন তার পর পলিমাটির কথা ভাইবেন । আর এই বণ্যার মধ্যে মরলেও কবর হবে কিনা সে নিয়েও ভাবনা বিষয় লুকিয়ে আছে । হু ঠিক কইছেন কিছু দিন ডাইল খিচুড়ী খাওয়া যাইবো । =p~

৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:




ভারত উজানে আছে, ফারাক্কা আছে, বৃস্টি হবে, আমাদের নিজকে বন্যা থেকে রক্ষা করতে হবে; এটাকে সত্য হিসেবে ধরে সমাধান বের করার চেস্টা করেন।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

হাকিম৩ বলেছেন: তাইতো বলি গাজী ভাইয়া কই ? গাজী ভাই ছাড়া ব্লগ কেমন জানি নিরামিশ নিরামিশ মনে হয় । হু চাঁদগাজী সে চিন্তাই করছি । তবে যেটা আগে করনীয় সেটা হল ফারাক্কার বাঁধ আগে বন্ধ করতে হবে ।এই মুহুর্তে কোন ভাবেই তা ছাড়া যাবে না ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় বঙ্গ জননী

এমন আত্মমর্যাদাহীনেও তুমি জন্ম দিয়েছ? বন্যার ডুবে মরা দেখে না, তার পক্ষে দালালী করে খোঁজে পলিমাটির সন্ধান!
ধিক! শতধিক

শুকনায় হয় মরু যে বাঁধে, বর্ষায় অযাচতি প্লাবন- তার বিরুদ্ধে বলে কোন চন্ডাল??? কোন সে নরাধম! দেশদ্রোহী!!!
তাদের সেই বানের জলেই ভাসিয়ে দাও। দেশ মুক্ত হোক কলংক থেকে!

৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

ঝালমুড়ি আলা বলেছেন: কি বলছেন অবস্থা তাহলেত খুব ভয়াভহ । তা ছাড়া মিডিয়া পত্রিকায়ও কোন খবর পেলাম না তো । আচ্ছা এবার কি হাতি ভেসে আসার সম্ভবনা আছে ?

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

লেখা পাগলা বলেছেন: খুবই দুর সংবাদ ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:

"তবে যেটা আগে করনীয় সেটা হল ফারাক্কার বাঁধ আগে বন্ধ করতে হবে ।এই মুহুর্তে কোন ভাবেই তা ছাড়া যাবে না । "

-আমি ব্যক্তিগতভাবে জানি না, ফারাক্কাতে পানি বিপদ সীমার উপরে উঠলে, তার সমাধানের কি টেকনোলোজিক্যাল পথ রেখেছে ভারত? নাকি পানি ছেড়ে বাংলাদেশকে বন্যায় ভাসানোই সমাধান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.