নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাকিম৩

হাকিম৩ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ ক্যাচাল দিয়ে শুরু আগে চামড়ার জুতা সহ সকল চামড়া সামগ্রী বন্ধ করুন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫


বেশি কথা বা ক্যাচাল কইরা কোন লাভ নাই মুসলমানদের বৎসরে এই একটা উৎসব যে উৎসবের উপলক্ষে দেশের ও দেশের বাহিরের সকল ধনী গরীবেরা একত্রী হয়ে একদিনের জন্য হলেও গোশত খেতে পারেন ।
দেখেন প্রতিদিন আমাগো দেশে দৈনিক কত হাঁস, মুরগী, গরু, ছাগল, জবাই হচ্ছে আর সেগুলোর গোশত প্রতিদিন মানুষ কিনে খাচ্ছে, বাসা বাড়ি ছাড়াও কত উৎসব অনুষ্ঠানে আমরা সেসব গোশত খাচ্ছি।সেসব জায়গায় আমাদের কোন মাতবরি নাই অথচ এই একটা ধর্মীয় অনুষ্টানে যেখানে বড়লোকের সাথে অনেক গরীব মানুষও খাচ্ছে। বিশেষ করে যাদের কিনে খাওয়ার সামর্থ নাই তারা এই ঈদের সময়
দুই একবেলা গোশত দিয়ে ভাত খেতে পারে।অথচ আমরা বিবেকবান মানুষ হয়ে সেসব গরীবের মুখের আহার কেড়ে নিচ্ছি !
এটা কেমন বিবেক আমাদের ? যারা ধর্মের দোহাই দিয়ে গরু গোশত খেতে নিষেধ করছেন;খোঁজ করলে দেখা যাবে আজকে বাংলাদেশ ছাড়াও ভারত সহ অন্যান্য দেশে বড় বড় চামড়ার জুতার কারখানা বা প্রতিষ্ঠান তাদেরিই।আরে ভাই আগে ওসব চামড়ার জুতা কারখানা
সহ অন্যান্য চামড়ার সামগ্রী কারখানা বা প্রতিষ্ঠান বন্ধ করুন তার পর না হয় গরু জবাই বন্ধ করার কথা ভাববেন ।

ভাই ভুলে গেলে চলবে না বাজারে যেয়ে কিন্তু আগে এক নম্বার চামড়ার জুতা খুঁজেন । আরে মিয়া ভাই বা দাদারা গরুর দুধ খেলেই যে
গোশত খাওয়া যাবে না এটা কোন কথা না ।মা-তো মাই মায়ের সাথে পশুর তুলনা করে মা-কে যে পশু বা ছোট করে ফেলছেন সেটা কি
একবারো লক্ষ্য করে দেখছন ?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল বিষয়ে লিখেছেন , ধন্যবাদ ।
ভাল বিষয়ে লিখেছেন , ধন্যবাদ ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

হাকিম৩ বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকল !
ঈদমুবারক।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

মামুন ইসলাম বলেছেন: ঈদমুবারক
তাই বলে এভাবে বলবেন ভাই:P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই আপনারেও ঈদের শুভেচ্ছা জানাই!
ঈদ মুবারক ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: হা হা হা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

হাকিম৩ বলেছেন: ঈদ মুবারক ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

আহা রুবন বলেছেন: গরু খাওয়া যাবে না কিন্তু গরুর চমড়া পায়ে দলা যাবে। গরুর ঝোল খাব না কিন্তু চাপকলের জল খাব। চাপকলের ভাল্ব হোক না মায়ের চামড়ায় তৈরি।
কেউ না খেতে চায় না খাবে, অন্যের ওপর চাপিয়ে দেবে কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

হাকিম৩ বলেছেন: ঈদ মুবারক ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রক্তিম দিগন্ত বলেছেন: পয়েন্ট টু বি নোটেড।


কোমরের সাথে প্যান্ট আঁটকে রাখতেও কিন্তু এইসব চামড়ার প্রয়োজনীয়তা পড়ে, ওগুলো নিয়ে তাদের কোন আপত্তি নাই।

ঈদের শুভেচ্ছা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

হাকিম৩ বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকল ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: যেকোন প্রকার প্রাণীয খাবার খাওয়া ও প্রাণীজ পণ্য ব্যবহার করা আমাদের উচিত না। কেএফসি করুন বা কোরবানির সময় করুক, এই সবই অমানবিক, অপ্রয়োজনীয়। এর কারনে টাকার অপচয় হচ্ছে, পরিবেশ দুসন হচ্ছে, স্বাস্থ্যঝুকি বাড়ছে, মানবতার অবক্ষয় হচ্ছে। আমাদের উচিত ভিগান হয়ে যাওয়া।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

হাকিম৩ বলেছেন: পাঠার পাঠীর শরীরে এত্ত গন্ধ ওয়া থু..........

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

লেখা পাগলা বলেছেন: ভালো কথা যুক্তিপূর্ণ্য কথা বলছেন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

হাকিম৩ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.